অনন্যা দাস
জ্যৈষ্ঠের দমবন্ধ করা গরমে কম খরচে শীতল পরশ পেতে একটা ফ্যান থাকা জরুরি। এই ফ্যান আবার রয়েছে হরেক রকমের। তাই আপনার বাসা, অফিস বা প্রয়োজনের জায়গা অনুযায়ী কোন ধরনের ফ্যান মানানসই হবে, সেটা জানতে হবে সবার আগে।
পেডেস্টাল ফ্যান
পেডেস্টাল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান নামে পরিচিত এই ফ্যানগুলো ১৬ থেকে ৪৮ ইঞ্চি উচ্চতার হয়ে থাকে। এতটা লম্বা হওয়ার পরেও কিন্তু স্ট্যান্ড ফ্যান খুব একটা ভারী হয় না বলে সহজে স্থানান্তর করা যায়। তা ছাড়া এই ফ্যানগুলোর বেশির ভাগ ১৮০ থেকে ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘুরে বাতাস দিয়ে থাকে। বড় আকৃতির কামরার জন্য উপযুক্ত এই ফ্যানগুলো।
টেবিল ফ্যান
বহনযোগ্য ফ্যানগুলোর মধ্যে টেবিল ফ্যান সেরা। হালকা-পাতলা ধরনের এই ফ্যানগুলো খুব বেশি বাতাস দেওয়ার জন্য নয়। তাদের কাজ হচ্ছে, অল্প জায়গায় মৃদুমন্দ বাতাস প্রবাহিত করা।
ফ্লোর ফ্যান
ডেস্ক ফ্যানের মতো প্রয়োজন হলে যেকোনো জায়গায় রাখা যায় এমন একটি আদর্শ ফ্যান হচ্ছে ফ্লোর ফ্যান। বাসা, অফিস কিংবা যেকোনো জায়গার রুমের ভেতরে বা বাইরে, বিশেষ করে বারান্দা, ছাদ ইত্যাদি জায়গায় সহজেই ব্যবহার করা যায় এই ফ্যান।
দেয়াল ফ্যান
যেসব ঘরের মেঝেতে জায়গা সীমিত, সেই সব ক্ষেত্রে দেয়াল ফ্যান একটি ভালো বিকল্প হতে পারে। এগুলো ছোট অফিস, পার্টি হল, অডিটরিয়াম ইত্যাদিতে ব্যবহারের জন্য আদর্শ। দেয়ালে যেভাবে টিভি ঝোলানো হয়, খানিকটা সেভাবেই ঝুলিয়ে দেওয়া যায় এই ফ্যান। আর এগুলো সাধারণত রিমোট কন্ট্রোলার বা বিশেষ ধরনের ফিতা টেনে নিয়ন্ত্রণ করা যায়।
সিলিং ফ্যান
নাম শুনেই বোঝা যায়, সিলিং বা ছাদে ঝোলানো থাকে এই ফ্যানগুলো। আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিলিং ফ্যান। পুরো রুমে সমানভাবে বাতাস সঞ্চালনের জন্য তৈরি করা হয় এই ফ্যান। সিলিং ফ্যানের পাখা ৩০ থেকে ৬০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এ ছাড়া হ্যান্ড ফ্যান, এগজস্ট ফ্যানসহ বিভিন্ন ধরনের ফ্যান পাওয়া যায় বাজারে।
কোথা থেকে কিনবেন
ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা শহরের ইলেকট্রনিক সামগ্রীর দোকানে পাওয়া যাবে সব ধরনের ফ্যান। এ ছাড়া ভিশন, ওয়ালটন, সিঙ্গার, বিআরবি ইত্যাদি প্রতিষ্ঠানের শোরুম কিংবা ওয়েবসাইট থেকেও কেনা যাবে পছন্দের ফ্যান।
দরদাম
একেক ধরনের ফ্যানের মূল্য একেক রকম হয়ে থাকে। পাখার দৈর্ঘ্য, ফ্যানের ওজন ও বিভিন্ন ফিচারের কারণেও ফ্যানের দাম কম-বেশি হতে পারে। আবার প্রতিষ্ঠানভেদেও ফ্যানের দামে ভিন্নতা রয়েছে। সাধারণত টেবিল ফ্যান দুই হাজার থেকে চার হাজার টাকা, সিলিং ফ্যান আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। দেশের বেশির ভাগ প্রতিষ্ঠানের ফ্যানের দাম এক হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা।
জ্যৈষ্ঠের দমবন্ধ করা গরমে কম খরচে শীতল পরশ পেতে একটা ফ্যান থাকা জরুরি। এই ফ্যান আবার রয়েছে হরেক রকমের। তাই আপনার বাসা, অফিস বা প্রয়োজনের জায়গা অনুযায়ী কোন ধরনের ফ্যান মানানসই হবে, সেটা জানতে হবে সবার আগে।
পেডেস্টাল ফ্যান
পেডেস্টাল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান নামে পরিচিত এই ফ্যানগুলো ১৬ থেকে ৪৮ ইঞ্চি উচ্চতার হয়ে থাকে। এতটা লম্বা হওয়ার পরেও কিন্তু স্ট্যান্ড ফ্যান খুব একটা ভারী হয় না বলে সহজে স্থানান্তর করা যায়। তা ছাড়া এই ফ্যানগুলোর বেশির ভাগ ১৮০ থেকে ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘুরে বাতাস দিয়ে থাকে। বড় আকৃতির কামরার জন্য উপযুক্ত এই ফ্যানগুলো।
টেবিল ফ্যান
বহনযোগ্য ফ্যানগুলোর মধ্যে টেবিল ফ্যান সেরা। হালকা-পাতলা ধরনের এই ফ্যানগুলো খুব বেশি বাতাস দেওয়ার জন্য নয়। তাদের কাজ হচ্ছে, অল্প জায়গায় মৃদুমন্দ বাতাস প্রবাহিত করা।
ফ্লোর ফ্যান
ডেস্ক ফ্যানের মতো প্রয়োজন হলে যেকোনো জায়গায় রাখা যায় এমন একটি আদর্শ ফ্যান হচ্ছে ফ্লোর ফ্যান। বাসা, অফিস কিংবা যেকোনো জায়গার রুমের ভেতরে বা বাইরে, বিশেষ করে বারান্দা, ছাদ ইত্যাদি জায়গায় সহজেই ব্যবহার করা যায় এই ফ্যান।
দেয়াল ফ্যান
যেসব ঘরের মেঝেতে জায়গা সীমিত, সেই সব ক্ষেত্রে দেয়াল ফ্যান একটি ভালো বিকল্প হতে পারে। এগুলো ছোট অফিস, পার্টি হল, অডিটরিয়াম ইত্যাদিতে ব্যবহারের জন্য আদর্শ। দেয়ালে যেভাবে টিভি ঝোলানো হয়, খানিকটা সেভাবেই ঝুলিয়ে দেওয়া যায় এই ফ্যান। আর এগুলো সাধারণত রিমোট কন্ট্রোলার বা বিশেষ ধরনের ফিতা টেনে নিয়ন্ত্রণ করা যায়।
সিলিং ফ্যান
নাম শুনেই বোঝা যায়, সিলিং বা ছাদে ঝোলানো থাকে এই ফ্যানগুলো। আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিলিং ফ্যান। পুরো রুমে সমানভাবে বাতাস সঞ্চালনের জন্য তৈরি করা হয় এই ফ্যান। সিলিং ফ্যানের পাখা ৩০ থেকে ৬০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এ ছাড়া হ্যান্ড ফ্যান, এগজস্ট ফ্যানসহ বিভিন্ন ধরনের ফ্যান পাওয়া যায় বাজারে।
কোথা থেকে কিনবেন
ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা শহরের ইলেকট্রনিক সামগ্রীর দোকানে পাওয়া যাবে সব ধরনের ফ্যান। এ ছাড়া ভিশন, ওয়ালটন, সিঙ্গার, বিআরবি ইত্যাদি প্রতিষ্ঠানের শোরুম কিংবা ওয়েবসাইট থেকেও কেনা যাবে পছন্দের ফ্যান।
দরদাম
একেক ধরনের ফ্যানের মূল্য একেক রকম হয়ে থাকে। পাখার দৈর্ঘ্য, ফ্যানের ওজন ও বিভিন্ন ফিচারের কারণেও ফ্যানের দাম কম-বেশি হতে পারে। আবার প্রতিষ্ঠানভেদেও ফ্যানের দামে ভিন্নতা রয়েছে। সাধারণত টেবিল ফ্যান দুই হাজার থেকে চার হাজার টাকা, সিলিং ফ্যান আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। দেশের বেশির ভাগ প্রতিষ্ঠানের ফ্যানের দাম এক হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে