ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। কোম্পানিটি ইন্দোনেশিয়ার স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটিতে আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ হলেও অন্য দেশের ব্যবহারকারীরা ভ্রমণের সময় ডিভাইসটি ব্যবহার করতে পারবে।
ইন্দোনেশিয়ার অনলাইন সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ফোনগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য হয় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, তবে সেগুলো ইন্দোনেশিয়ায় আনা যেতে পারে।
গত ২৬ অক্টোবর এক বিবৃতিতে দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ বলেন, ‘যাত্রীরা যেসব আইফোন ১৬ দেশে নিয়ে আসেন এবং করের আওতায় পড়ে, সেগুলো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণনা করা হয়। এগুলো বিক্রি করা যাবে না এবং শুধুমাত্র যাত্রীরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন।
জার্কাতা গ্লোব বলছে, প্রত্যেক যাত্রী ইন্দোনেশিয়ায় সর্বাধিক দুটি আইফোন ১৬ আনতে পারেন।
গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যক্তিগত ব্যাগেজে প্রায় ৯ হাজারটি আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে। এগুলোর কর পরিশোধ করা হয়েছে। তবে ডিভাইসগুলো ইন্দোনেশিয়ায় বিক্রি করা হলে সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে।
আইফোন ১৬ যেগুলো ইন্দোনেশিয়ায় ডাকসেবার মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রবেশ করে, সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয় কারণ সেগুলোর ক্ষেত্রে স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন হয় না।
গত ২২ অক্টোবর শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসাস্মিতা বলেন, অ্যাপল এখনো ইন্দোনেশিয়ায় ফোন বিক্রির লাইসেন্স পেতে প্রয়োজনীয় ১ দশমিক ৭১ ট্রিলিয়ন রুপিয়া (ইন্দোনেশিয়ার মুদ্রা) বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করেনি।
তিনি আরও বলেন, অ্যাপল এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১ দশমিক ৪৮ ট্রিলিয়ন রুপিয়া বিনিয়োগ করেছে। গত ১১ অক্টোবর অ্যাপল বলেছে, ‘ইন্দোনেশিয়ার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব আইফোন ১৬ সিরিজসহ সর্বশেষ পণ্যগুলো দেশটির গ্রাহকদের কাছে নিয়ে আসব।’
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দেখা করে দেশটিতে অ্যাপলের নিজস্ব উৎপাদনকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। কোম্পানিটি ইন্দোনেশিয়ার স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটিতে আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ হলেও অন্য দেশের ব্যবহারকারীরা ভ্রমণের সময় ডিভাইসটি ব্যবহার করতে পারবে।
ইন্দোনেশিয়ার অনলাইন সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ফোনগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য হয় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, তবে সেগুলো ইন্দোনেশিয়ায় আনা যেতে পারে।
গত ২৬ অক্টোবর এক বিবৃতিতে দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ বলেন, ‘যাত্রীরা যেসব আইফোন ১৬ দেশে নিয়ে আসেন এবং করের আওতায় পড়ে, সেগুলো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণনা করা হয়। এগুলো বিক্রি করা যাবে না এবং শুধুমাত্র যাত্রীরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন।
জার্কাতা গ্লোব বলছে, প্রত্যেক যাত্রী ইন্দোনেশিয়ায় সর্বাধিক দুটি আইফোন ১৬ আনতে পারেন।
গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যক্তিগত ব্যাগেজে প্রায় ৯ হাজারটি আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে। এগুলোর কর পরিশোধ করা হয়েছে। তবে ডিভাইসগুলো ইন্দোনেশিয়ায় বিক্রি করা হলে সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে।
আইফোন ১৬ যেগুলো ইন্দোনেশিয়ায় ডাকসেবার মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রবেশ করে, সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয় কারণ সেগুলোর ক্ষেত্রে স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন হয় না।
গত ২২ অক্টোবর শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসাস্মিতা বলেন, অ্যাপল এখনো ইন্দোনেশিয়ায় ফোন বিক্রির লাইসেন্স পেতে প্রয়োজনীয় ১ দশমিক ৭১ ট্রিলিয়ন রুপিয়া (ইন্দোনেশিয়ার মুদ্রা) বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করেনি।
তিনি আরও বলেন, অ্যাপল এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১ দশমিক ৪৮ ট্রিলিয়ন রুপিয়া বিনিয়োগ করেছে। গত ১১ অক্টোবর অ্যাপল বলেছে, ‘ইন্দোনেশিয়ার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব আইফোন ১৬ সিরিজসহ সর্বশেষ পণ্যগুলো দেশটির গ্রাহকদের কাছে নিয়ে আসব।’
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দেখা করে দেশটিতে অ্যাপলের নিজস্ব উৎপাদনকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে