প্রযুক্তি ডেস্ক
ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে একটি সাদা-কালো ইন্টারফেসের ‘গ্রস্টনোগ্রাম’ চালু করতে যাচ্ছে রাশিয়া, যার ইংরেজি নাম ‘স্যাডগ্রাম’। যেখানে ব্যবহারকারীরা শুধু বিষাদময় ছবি পোস্ট করতে পারবে। চলতি সপ্তাহেই দেশটিতে এই প্ল্যাটফর্ম চালু হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রস্টনোগ্রাম অ্যাপের ইউজার ইন্টারফেসের একটি ছবিতে দেখা যাচ্ছে, মস্কোর রেড স্কয়ারে সেন্ট বেসিল ক্যাথিড্রালের সামনে পশমি কোট পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তা ছাড়া এর সার্চ বার ব্যবহারকারীদের দুঃখী দেশবাসীদের জন্য অনুসন্ধান করতে বলে।
ইনস্টাগ্রামের হার্ট-আকৃতির ‘লাইক’ বাটনের পরিবর্তে, দুঃখিত হওয়ার জন্য গ্রাস্টনোগ্রামে একটি ব্রোকেন হার্ট রিয়্যাকশন বাটন দেওয়া আছে।
রাশিয়ার আফিশা ডেইলি পরিষেবার আলেক্সান্ডার টোকারেভক জানিয়েছেন, মার্কিন ফটো শেয়ারিং প্ল্যাটফর্মের মতো জনপ্রিয় পরিষেবাগুলো রাশিয়ায় বন্ধ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শোক প্রকাশের মাধ্যমে একে অপরকে সমর্থন করতেই গ্রাস্টনোগ্রাম তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, দুই ফ্রিল্যান্স প্রোগ্রামারসহ চারজন লোক এই গ্রাস্টনোগ্রাম প্রকল্পের পেছনে কাজ করেছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ অ্যাপ্লিকেশনটি গুগল প্লেতে এবং পরে অ্যাপ স্টোরে পাওয়া যাবে।
গত ১৪ মার্চ দেশটিতে ইনস্টাগ্রাম পরিষেবা সীমাবদ্ধ করা হয়। এ ছাড়া, রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর দাবি তুলে মেটার কার্যকলাপকে চরমপন্থী ঘোষণা করে রাশিয়ার একটি আদালত।
ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে একটি সাদা-কালো ইন্টারফেসের ‘গ্রস্টনোগ্রাম’ চালু করতে যাচ্ছে রাশিয়া, যার ইংরেজি নাম ‘স্যাডগ্রাম’। যেখানে ব্যবহারকারীরা শুধু বিষাদময় ছবি পোস্ট করতে পারবে। চলতি সপ্তাহেই দেশটিতে এই প্ল্যাটফর্ম চালু হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রস্টনোগ্রাম অ্যাপের ইউজার ইন্টারফেসের একটি ছবিতে দেখা যাচ্ছে, মস্কোর রেড স্কয়ারে সেন্ট বেসিল ক্যাথিড্রালের সামনে পশমি কোট পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তা ছাড়া এর সার্চ বার ব্যবহারকারীদের দুঃখী দেশবাসীদের জন্য অনুসন্ধান করতে বলে।
ইনস্টাগ্রামের হার্ট-আকৃতির ‘লাইক’ বাটনের পরিবর্তে, দুঃখিত হওয়ার জন্য গ্রাস্টনোগ্রামে একটি ব্রোকেন হার্ট রিয়্যাকশন বাটন দেওয়া আছে।
রাশিয়ার আফিশা ডেইলি পরিষেবার আলেক্সান্ডার টোকারেভক জানিয়েছেন, মার্কিন ফটো শেয়ারিং প্ল্যাটফর্মের মতো জনপ্রিয় পরিষেবাগুলো রাশিয়ায় বন্ধ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শোক প্রকাশের মাধ্যমে একে অপরকে সমর্থন করতেই গ্রাস্টনোগ্রাম তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, দুই ফ্রিল্যান্স প্রোগ্রামারসহ চারজন লোক এই গ্রাস্টনোগ্রাম প্রকল্পের পেছনে কাজ করেছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ অ্যাপ্লিকেশনটি গুগল প্লেতে এবং পরে অ্যাপ স্টোরে পাওয়া যাবে।
গত ১৪ মার্চ দেশটিতে ইনস্টাগ্রাম পরিষেবা সীমাবদ্ধ করা হয়। এ ছাড়া, রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর দাবি তুলে মেটার কার্যকলাপকে চরমপন্থী ঘোষণা করে রাশিয়ার একটি আদালত।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫