অনলাইন ডেস্ক
প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষমতা ও অবিশ্বাস্য ব্যাটারি লাইফ।
গারমিন ইটিরেক্স সোলার নামের এই ডিভাইস সূর্যের আলোর মাধ্যমে চলতে পারে দিনের পর দিন। কোম্পানির দাবি অনুযায়ী, ৭৫ হাজার লাক্স সূর্যালোক (খুবই উজ্জ্বল সূর্য) পাওয়া গেলে ডিভাইসটি সীমাহীন সময় ধরে জিপিএস সমর্থন দিতে পারে। বাস্তবে হয়তো এমন আলো সব সময় পাওয়া যায় না। তবে পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটি এমনিতেই ২০০ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ একবার পুরো চার্জ দিলে প্রায় আট দিন পর্যন্ত অবিচ্ছিন্ন জিপিএস নেভিগেশন পাওয়া যাবে।
ডিভাইসটিতে রয়েছে পাঁচটি বড় বোতাম, ২ দশমিক ২ ইঞ্চির মনোক্রোম ডিসপ্লে ও শক্তিশালী গঠন। এটি আইপিএক্স ৭ পানিরোধী রেটিংযুক্ত, অর্থাৎ হালকা পানিতে ভিজলেও ক্ষতি হবে না। ডিভাইসটির পেছনের দিকে নিচে একটি বেল্ট ও ক্লিপ রয়েছে, যার মাধ্যমে একে ব্যাকপ্যাকের সঙ্গে আটকে রাখা যাবে। চার্জের জন্য রয়েছে ইউএসবি-সি পোর্ট, যা রাবার দিয়ে ঢাকা। ফলে এতে সহজে পানি ঢুকতে পারবে না।
ডিভাইসটির হোম স্ক্রিন থেকে আপনি ট্র্যাকিং, নেভিগেশন, সোলার স্ট্যাটাস, স্যাটেলাইট সংযোগ ও অন্যান্য সেটিংসে প্রবেশ করতে পারবেন। ট্র্যাকিংয়ের সময় উচ্চতা, গতি, চলার সময়সহ বিভিন্ন তথ্য জানা যাবে। আপনি চাইলে নিজের মতো করে এগুলো কাস্টমাইজ করতে পারবেন।
যদিও ডিভাইসটি সঠিক লোকেশন দেখাতে সক্ষম, তবে এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন বা টপোগ্রাফিক ম্যাপ দেওয়া হয়নি। তবে জিপিএক্স ফাইল ইমপোর্ট করে রুট বা পথের নির্দেশনাও অনুসরণ করা যায়। এতে জিপিএস, জিএলওএসএএসএস, কিউজেডএসএস, আইআরএনএসএস ও বাইডু স্যাটেলাইটের সমর্থন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৩ অক্ষের কম্পাসও।
গারমিন এক্সপ্লোর অ্যাপের সঙ্গে সংযুক্ত করে আরও উন্নত ফিচার—জিওক্যাশিং, আবহাওয়ার আপডেট, ট্রিপ প্ল্যানিং ও স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে। সফটওয়্যার আপডেট ও ক্লাউড সিংক করতেও এই অ্যাপ প্রয়োজন।
গারমিন ইটিরেক্স সোলার ডিভাইসটির দাম মাত্র ২৪৯ ডলার। যাঁরা বনে-জঙ্গলে ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকরী ডিভাইস। আবার যাঁরা একটু সাশ্রয়ী মডেল খুঁজছেন, তাঁদের জন্য গারমিন ইটিরেক্সএসই মডেলটি পাওয়া যাবে ১৪৯ ডলারে।
তথ্যসূত্র: জেডনেট
আরও খবর পড়ুন:
প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষমতা ও অবিশ্বাস্য ব্যাটারি লাইফ।
গারমিন ইটিরেক্স সোলার নামের এই ডিভাইস সূর্যের আলোর মাধ্যমে চলতে পারে দিনের পর দিন। কোম্পানির দাবি অনুযায়ী, ৭৫ হাজার লাক্স সূর্যালোক (খুবই উজ্জ্বল সূর্য) পাওয়া গেলে ডিভাইসটি সীমাহীন সময় ধরে জিপিএস সমর্থন দিতে পারে। বাস্তবে হয়তো এমন আলো সব সময় পাওয়া যায় না। তবে পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটি এমনিতেই ২০০ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ একবার পুরো চার্জ দিলে প্রায় আট দিন পর্যন্ত অবিচ্ছিন্ন জিপিএস নেভিগেশন পাওয়া যাবে।
ডিভাইসটিতে রয়েছে পাঁচটি বড় বোতাম, ২ দশমিক ২ ইঞ্চির মনোক্রোম ডিসপ্লে ও শক্তিশালী গঠন। এটি আইপিএক্স ৭ পানিরোধী রেটিংযুক্ত, অর্থাৎ হালকা পানিতে ভিজলেও ক্ষতি হবে না। ডিভাইসটির পেছনের দিকে নিচে একটি বেল্ট ও ক্লিপ রয়েছে, যার মাধ্যমে একে ব্যাকপ্যাকের সঙ্গে আটকে রাখা যাবে। চার্জের জন্য রয়েছে ইউএসবি-সি পোর্ট, যা রাবার দিয়ে ঢাকা। ফলে এতে সহজে পানি ঢুকতে পারবে না।
ডিভাইসটির হোম স্ক্রিন থেকে আপনি ট্র্যাকিং, নেভিগেশন, সোলার স্ট্যাটাস, স্যাটেলাইট সংযোগ ও অন্যান্য সেটিংসে প্রবেশ করতে পারবেন। ট্র্যাকিংয়ের সময় উচ্চতা, গতি, চলার সময়সহ বিভিন্ন তথ্য জানা যাবে। আপনি চাইলে নিজের মতো করে এগুলো কাস্টমাইজ করতে পারবেন।
যদিও ডিভাইসটি সঠিক লোকেশন দেখাতে সক্ষম, তবে এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন বা টপোগ্রাফিক ম্যাপ দেওয়া হয়নি। তবে জিপিএক্স ফাইল ইমপোর্ট করে রুট বা পথের নির্দেশনাও অনুসরণ করা যায়। এতে জিপিএস, জিএলওএসএএসএস, কিউজেডএসএস, আইআরএনএসএস ও বাইডু স্যাটেলাইটের সমর্থন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৩ অক্ষের কম্পাসও।
গারমিন এক্সপ্লোর অ্যাপের সঙ্গে সংযুক্ত করে আরও উন্নত ফিচার—জিওক্যাশিং, আবহাওয়ার আপডেট, ট্রিপ প্ল্যানিং ও স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে। সফটওয়্যার আপডেট ও ক্লাউড সিংক করতেও এই অ্যাপ প্রয়োজন।
গারমিন ইটিরেক্স সোলার ডিভাইসটির দাম মাত্র ২৪৯ ডলার। যাঁরা বনে-জঙ্গলে ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকরী ডিভাইস। আবার যাঁরা একটু সাশ্রয়ী মডেল খুঁজছেন, তাঁদের জন্য গারমিন ইটিরেক্সএসই মডেলটি পাওয়া যাবে ১৪৯ ডলারে।
তথ্যসূত্র: জেডনেট
আরও খবর পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে