প্রযুক্তি ডেস্ক
গভীর সমুদ্র তেলের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে বিগ-ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘স্পার্ককগনিশন’- এর এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শেল’। গত বুধবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। শেল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পার্ককগনিশনের এআই অ্যালগরিদমগুলো নতুন তেলের খনির সন্ধানে প্রচুর পরিমাণে সিসমিক ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করবে। সিসমিক ডেটা হলো মূলত পৃথিবীর কম্পন সম্পর্কিত তথ্য, যা পৃথিবীর গঠন বুঝতে এবং তেল ও গ্যাসের মতো সম্পদ খুঁজে পেতে সহায়তা করে। এটি সিসমোগ্রাফ নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়।
শেলের উদ্ভাবন এবং পারফরম্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গুয়েরা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অনুসন্ধানের (তেলের খনি) নতুন এবং উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টেক্সাসের অস্টিনে অবস্থিত স্পার্ককগনিশনের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ব্রুস পোর্টার বিশ্বাস করেন যে, সিসমিক ইমেজিংয়ের জন্য জেনারেটিভ এআইয়ের ব্যবহার অনুসন্ধানে (তেলের খনি) ব্যাপক উন্নতি আনবে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে।
প্রযুক্তিটি কম সিসমিক ডেটা স্ক্যান ব্যবহার করে ভূপৃষ্ঠের চিত্র তৈরি করার মাধ্যমে গভীর-সমুদ্র সংরক্ষণে সহায়তা করবে। গভীর সমুদ্র সংরক্ষণ বলতে গভীর সমুদ্রে পাওয়া সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং আবাসস্থলগুলির সংরক্ষণ ও সুরক্ষা বোঝায়।
গভীর সমুদ্র তেলের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে বিগ-ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘স্পার্ককগনিশন’- এর এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শেল’। গত বুধবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। শেল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পার্ককগনিশনের এআই অ্যালগরিদমগুলো নতুন তেলের খনির সন্ধানে প্রচুর পরিমাণে সিসমিক ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করবে। সিসমিক ডেটা হলো মূলত পৃথিবীর কম্পন সম্পর্কিত তথ্য, যা পৃথিবীর গঠন বুঝতে এবং তেল ও গ্যাসের মতো সম্পদ খুঁজে পেতে সহায়তা করে। এটি সিসমোগ্রাফ নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়।
শেলের উদ্ভাবন এবং পারফরম্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গুয়েরা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অনুসন্ধানের (তেলের খনি) নতুন এবং উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টেক্সাসের অস্টিনে অবস্থিত স্পার্ককগনিশনের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ব্রুস পোর্টার বিশ্বাস করেন যে, সিসমিক ইমেজিংয়ের জন্য জেনারেটিভ এআইয়ের ব্যবহার অনুসন্ধানে (তেলের খনি) ব্যাপক উন্নতি আনবে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে।
প্রযুক্তিটি কম সিসমিক ডেটা স্ক্যান ব্যবহার করে ভূপৃষ্ঠের চিত্র তৈরি করার মাধ্যমে গভীর-সমুদ্র সংরক্ষণে সহায়তা করবে। গভীর সমুদ্র সংরক্ষণ বলতে গভীর সমুদ্রে পাওয়া সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং আবাসস্থলগুলির সংরক্ষণ ও সুরক্ষা বোঝায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫