ডেটা মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি এগিয়ে নিতে অবকাঠামো নির্মাণে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে ইথিওপিয়া। দেশটির কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইথিওপিয়ার ইনভেস্টমেন্ট হোল্ডিংস (ইআইএইচ) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাথমিকভাবে জানিয়েছে, হংকংভিত্তিক ওয়েস্ট ডেটা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে ২৫ কোটি ডলারের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পরে অবশ্যই সেই পোস্ট থেকে প্রতিষ্ঠানের পরিচয় এবং চুক্তির প্রকৃত অর্থের পরিমাণ মুছে ফেলা হয়।
এই চুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইআইএইচ বা ওয়েস্ট ডেটা গ্রুপ। ইথিওপিয়ার ডেটা মাইনিং পরিচালনাবিষয়ক কর্তৃপক্ষ ইনফরমেশন নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনও এ বিষয়ে মুখ খোলেনি।
গত সপ্তাহে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ইথিওপিয়া সরকার ডেটা মাইনিং প্রকল্প হাতে নেওয়ার পর থেকে বিটকয়েন মাইনিং পরিস্থিতি উন্নয়নে দেশটি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ইথিওপিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের এই প্রকল্প মূলত ডেটা মাইনিং ও উচ্চ-শক্তির কম্পিউটিং ব্যবস্থা এগিয়ে নেওয়ার লক্ষ্যেই হাতে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিটকয়েন মাইনারদের কম্পিউটারে জটিল সব সমস্যার সমাধান করতে হয়। এতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের পাশাপাশি বিপুল পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। তাই তারা তুলনামূলক সাশ্রয়ী পূর্ব আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে। বাণিজ্যিক ঝুঁকি এবং শক্তির অপচয় রোধে ২০২১ সালে চীন ক্রিপ্টোকারেন্সির সংগ্রহ ও বিপণনে নিষেধাজ্ঞা দেয়। এ কারণে আফ্রিকার দেশগুলো আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে মাইনারদের জন্য।
ইথিওপিয়ার বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৫ হাজার ২০০ মেগাওয়াট। এই বিদ্যুতের শতকরা ৯০ ভাগই আসে জলবিদ্যুৎ থেকে এবং বাকি ১০ ভাগ আসে তাপীয় ও বায়ুবিদ্যুৎ থেকে। এদিকে, ইথিওপিয়া সরকারের গ্র্যান্ড ইথিওপিয়া রেনেসাঁ ড্যাম (জিইআরডি) প্রকল্পের কাজও প্রায় শেষের পথে। ধারণা করা হয়, এই প্রকল্প থেকে অন্তত ৫ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
উল্লেখ্য, ১০ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ইথিওপিয়ার শতকরা ৪০ ভাগ মানুষই বিদ্যুদ্বিচ্ছিন্ন।
ডেটা মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি এগিয়ে নিতে অবকাঠামো নির্মাণে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে ইথিওপিয়া। দেশটির কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইথিওপিয়ার ইনভেস্টমেন্ট হোল্ডিংস (ইআইএইচ) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাথমিকভাবে জানিয়েছে, হংকংভিত্তিক ওয়েস্ট ডেটা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে ২৫ কোটি ডলারের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পরে অবশ্যই সেই পোস্ট থেকে প্রতিষ্ঠানের পরিচয় এবং চুক্তির প্রকৃত অর্থের পরিমাণ মুছে ফেলা হয়।
এই চুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইআইএইচ বা ওয়েস্ট ডেটা গ্রুপ। ইথিওপিয়ার ডেটা মাইনিং পরিচালনাবিষয়ক কর্তৃপক্ষ ইনফরমেশন নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনও এ বিষয়ে মুখ খোলেনি।
গত সপ্তাহে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ইথিওপিয়া সরকার ডেটা মাইনিং প্রকল্প হাতে নেওয়ার পর থেকে বিটকয়েন মাইনিং পরিস্থিতি উন্নয়নে দেশটি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ইথিওপিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের এই প্রকল্প মূলত ডেটা মাইনিং ও উচ্চ-শক্তির কম্পিউটিং ব্যবস্থা এগিয়ে নেওয়ার লক্ষ্যেই হাতে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিটকয়েন মাইনারদের কম্পিউটারে জটিল সব সমস্যার সমাধান করতে হয়। এতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের পাশাপাশি বিপুল পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। তাই তারা তুলনামূলক সাশ্রয়ী পূর্ব আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে। বাণিজ্যিক ঝুঁকি এবং শক্তির অপচয় রোধে ২০২১ সালে চীন ক্রিপ্টোকারেন্সির সংগ্রহ ও বিপণনে নিষেধাজ্ঞা দেয়। এ কারণে আফ্রিকার দেশগুলো আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে মাইনারদের জন্য।
ইথিওপিয়ার বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৫ হাজার ২০০ মেগাওয়াট। এই বিদ্যুতের শতকরা ৯০ ভাগই আসে জলবিদ্যুৎ থেকে এবং বাকি ১০ ভাগ আসে তাপীয় ও বায়ুবিদ্যুৎ থেকে। এদিকে, ইথিওপিয়া সরকারের গ্র্যান্ড ইথিওপিয়া রেনেসাঁ ড্যাম (জিইআরডি) প্রকল্পের কাজও প্রায় শেষের পথে। ধারণা করা হয়, এই প্রকল্প থেকে অন্তত ৫ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
উল্লেখ্য, ১০ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ইথিওপিয়ার শতকরা ৪০ ভাগ মানুষই বিদ্যুদ্বিচ্ছিন্ন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে