টুইটার অধিগ্রহণ চুক্তি থেকে সরে আসার কারণ হিসেবে টেসলার প্রধান ইলন মাস্কের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ। মাস্কের সঙ্গে করা চুক্তিতে কোনো শর্ত ভঙ্গ হয়নি বলে দাবি টুইটারের।
সম্প্রতি চুক্তি থেকে সরে যাওয়ার জন্য ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে বিভ্রান্ত হওয়ার পাশাপাশি চাকরিচ্যুত সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকোর সঙ্গে অর্থের বিনিময়ে টুইটার সমঝোতা করেছে বলে অভিযোগ করেছেন মাস্ক।
মাস্কের অভিযোগ, পিটার জাটকোর সঙ্গে ৭০ লাখ ডলারের বিনিময়ে সমঝোতা করেছিল টুইটার। কিন্তু ওই সমঝোতার কয়েক দিন পরই তথ্য ফাঁসকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে টুইটারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন জাটকো।
সমঝোতার অংশ হিসেবে টুইটারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পূর্ণ গোপন রাখার এবং প্ল্যাটফর্মটির প্রতি কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার কথা ছিল জাটকোর।
তবে ইলন মাস্কের এমন অভিযোগ অস্বীকার করেছে টুইটার। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে করা ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তির কোনো শর্ত ভঙ্গ করা হয়নি বলে জানিয়েছে টুইটার। একই সঙ্গে মাস্কের আনা নতুন একটি অভিযোগও প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
এর আগে টুইটারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জাটকো। জানুয়ারি মাসে চাকরিচ্যুত হওয়া সাবেক নিরাপত্তাপ্রধানের অভিযোগ, টুইটারের অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তাব্যবস্থা একেবারেই নাজুক। এ ছাড়া সাধারণ ব্যবহারকারী এবং বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটার ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ তুলেছেন জাটকো।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গেও আইনি লড়াই চলছে টুইটারের। ৪ হাজার ৪০০ কোটি ডলারে কোম্পানির সব শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে চুক্তি করেছিলেন মাস্ক। প্ল্যাটফর্মটি ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না অভিযোগ তুলে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন টেসলার প্রধান।
প্রযুক্তির খবর আরও পড়ুন:
টুইটার অধিগ্রহণ চুক্তি থেকে সরে আসার কারণ হিসেবে টেসলার প্রধান ইলন মাস্কের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ। মাস্কের সঙ্গে করা চুক্তিতে কোনো শর্ত ভঙ্গ হয়নি বলে দাবি টুইটারের।
সম্প্রতি চুক্তি থেকে সরে যাওয়ার জন্য ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে বিভ্রান্ত হওয়ার পাশাপাশি চাকরিচ্যুত সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকোর সঙ্গে অর্থের বিনিময়ে টুইটার সমঝোতা করেছে বলে অভিযোগ করেছেন মাস্ক।
মাস্কের অভিযোগ, পিটার জাটকোর সঙ্গে ৭০ লাখ ডলারের বিনিময়ে সমঝোতা করেছিল টুইটার। কিন্তু ওই সমঝোতার কয়েক দিন পরই তথ্য ফাঁসকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে টুইটারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন জাটকো।
সমঝোতার অংশ হিসেবে টুইটারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পূর্ণ গোপন রাখার এবং প্ল্যাটফর্মটির প্রতি কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার কথা ছিল জাটকোর।
তবে ইলন মাস্কের এমন অভিযোগ অস্বীকার করেছে টুইটার। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে করা ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তির কোনো শর্ত ভঙ্গ করা হয়নি বলে জানিয়েছে টুইটার। একই সঙ্গে মাস্কের আনা নতুন একটি অভিযোগও প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
এর আগে টুইটারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জাটকো। জানুয়ারি মাসে চাকরিচ্যুত হওয়া সাবেক নিরাপত্তাপ্রধানের অভিযোগ, টুইটারের অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তাব্যবস্থা একেবারেই নাজুক। এ ছাড়া সাধারণ ব্যবহারকারী এবং বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটার ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ তুলেছেন জাটকো।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গেও আইনি লড়াই চলছে টুইটারের। ৪ হাজার ৪০০ কোটি ডলারে কোম্পানির সব শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে চুক্তি করেছিলেন মাস্ক। প্ল্যাটফর্মটি ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না অভিযোগ তুলে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন টেসলার প্রধান।
প্রযুক্তির খবর আরও পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫