চলতি বছরের মে মাসে ভারতে ৬৬ লাখ ২০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। এর মধ্যে কোনো রিপোর্ট ছাড়াই প্রায় ১২ লাখ ৫৫ হাজার অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করেছে কোম্পানিটি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ভারতে আইটি বা তথ্যপ্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী, প্রতি মাসে একটি স্বচ্ছতার প্রতিবেদন জমা দিতে হয় হোয়াটসঅ্যাপকে। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ১৩ হাজার ৩৬৭টি অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ এসেছিল।
হোয়াটসঅ্যাপ দেশটির অভিযোগ আপিল কমিটির কাছ থেকে ১১টি আদেশ পেয়েছে। সেই আদেশ গুলোও মেনে চলেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ বলছে, তথ্যপ্রযুক্তি আইন মেনে ও এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্ষতিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা আদান-প্রদান কমানোই কোম্পানিটির মূল লক্ষ্য। এই লক্ষ্যে তারা তাদের কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি আরও বলে, ব্যবহারকারীদের ক্ষতিকর কন্টাক্ট ব্লক ও রিপোর্ট করার সুযোগ দিয়েছে হোয়াটসঅ্যাপ। সেই সঙ্গে অ্যাপের মাধ্যমে কোম্পানির সঙ্গে যোগাযোগের সুবিধাও রয়েছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ওপর গভীর মনোযোগ দেয় প্ল্যাটফর্মটি। ভুল তথ্য ছড়ানো বন্ধ, সাইবার নিরাপত্তা জোরদার করতে ও নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে হোয়াটসঅ্যাপ।
এক ঘোষণায় মেটা জানায়, গত মে মাসে ভারতে ১৩টি নীতির অধীনে ফেসবুকের ১ কোটি ৫৬ লাখ কনটেন্ট ও ১২টি নীতির অধীনে ইনস্টাগ্রামের ৫৮ লাখ কনটেন্ট সরিয়ে ফেলেছে এই টেক জায়ান্ট।
এর আগেও বিভিন্ন অভিযোগে লাখ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। গত জানুয়ারিতে ৬৭ লাখ ২৮ হাজার, ফেব্রুয়ারিতে ৭৬ লাখ ২৮ হাজার, মার্চ মাসে ৮০ লাখ ও এপ্রিলে ৭১ লাখের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।
হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত। দেশটিতে ৫৫ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
চলতি বছরের মে মাসে ভারতে ৬৬ লাখ ২০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। এর মধ্যে কোনো রিপোর্ট ছাড়াই প্রায় ১২ লাখ ৫৫ হাজার অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করেছে কোম্পানিটি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ভারতে আইটি বা তথ্যপ্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী, প্রতি মাসে একটি স্বচ্ছতার প্রতিবেদন জমা দিতে হয় হোয়াটসঅ্যাপকে। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ১৩ হাজার ৩৬৭টি অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ এসেছিল।
হোয়াটসঅ্যাপ দেশটির অভিযোগ আপিল কমিটির কাছ থেকে ১১টি আদেশ পেয়েছে। সেই আদেশ গুলোও মেনে চলেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ বলছে, তথ্যপ্রযুক্তি আইন মেনে ও এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্ষতিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা আদান-প্রদান কমানোই কোম্পানিটির মূল লক্ষ্য। এই লক্ষ্যে তারা তাদের কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি আরও বলে, ব্যবহারকারীদের ক্ষতিকর কন্টাক্ট ব্লক ও রিপোর্ট করার সুযোগ দিয়েছে হোয়াটসঅ্যাপ। সেই সঙ্গে অ্যাপের মাধ্যমে কোম্পানির সঙ্গে যোগাযোগের সুবিধাও রয়েছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ওপর গভীর মনোযোগ দেয় প্ল্যাটফর্মটি। ভুল তথ্য ছড়ানো বন্ধ, সাইবার নিরাপত্তা জোরদার করতে ও নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে হোয়াটসঅ্যাপ।
এক ঘোষণায় মেটা জানায়, গত মে মাসে ভারতে ১৩টি নীতির অধীনে ফেসবুকের ১ কোটি ৫৬ লাখ কনটেন্ট ও ১২টি নীতির অধীনে ইনস্টাগ্রামের ৫৮ লাখ কনটেন্ট সরিয়ে ফেলেছে এই টেক জায়ান্ট।
এর আগেও বিভিন্ন অভিযোগে লাখ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। গত জানুয়ারিতে ৬৭ লাখ ২৮ হাজার, ফেব্রুয়ারিতে ৭৬ লাখ ২৮ হাজার, মার্চ মাসে ৮০ লাখ ও এপ্রিলে ৭১ লাখের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।
হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত। দেশটিতে ৫৫ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে