অনলাইন ডেস্ক
স্যামসাং নোটস এত দিন শুধু স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি বুক ল্যাপটপেই ব্যবহার করা যেত। ফলে স্যামসাং ফোন ব্যবহারকারীরা অন্য কোম্পানির কম্পিউটারে এই অ্যাপ চালাতে পারতেন না। অবশেষে সেই সীমাবদ্ধতা তুলে নিয়েছে স্যামসাং। এখন সব ধরনের উইন্ডোজ কম্পিউটারেই ব্যবহার করা যাচ্ছে স্যামসাং নোটস।
সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ১০ এবং ১১ অপারেটিং সিস্টেমচালিত যেকোনো কম্পিউটারে এখন থেকে স্যামসাং নোটস, স্যামসাং অ্যাকাউন্ট এবং স্যামসাং গ্যালারি অ্যাপ ব্যবহার করা যাবে। মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
তবে নোটস অ্যাপ চালাতে গেলে অবশ্যই ‘স্যামসাং অ্যাকাউন্ট’ অ্যাপও ইনস্টল করতে হবে। অ্যাপটি প্রথম চালুর সময় ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে যে, এটি মূলত গ্যালাক্সি বুকের জন্য তৈরি করা হয়েছে এবং অন্য ডিভাইসে কিছু সমস্যা দেখা দিতে পারে।
স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এখন তাঁদের সাধারণ উইন্ডোজ কম্পিউটারেও স্যামসাং নোটস ব্যবহার করতে পারছেন। এর ফলে অনেকেই আবার স্যামসাং নোটসে ফিরে এসেছেন বলে জানিয়েছেন।
রেডিটে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সাম্প্রতিক আপডেটের পর স্যামসাং নোটস অ্যাপটি তাঁর কম্পিউটারে চলছে। আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি অ্যাপটি চালাতে সক্ষম হয়েছেন তাঁর আসুসের ‘ROG Strix G15’ ল্যাপটপে। এদিকে, আরেকজন মন্তব্য করেছেন, তিনি আবার স্যামসাং নোটস ব্যবহার শুরু করবেন।
তবে বিশেষজ্ঞদের মতে, স্যামসাং যদি নোটস অ্যাপকে ওয়েব ব্রাউজার থেকেও অ্যাকসেস করার সুযোগ দিত, তাহলে আইফোন, আইপ্যাড বা ম্যাক ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারতেন। তাতে স্যামসাং নোটস প্রকৃত অর্থেই গুগল কিপ, ক্রাফট ডকস, এভারনোট বা গুডনোটস-এর মতো জনপ্রিয় নোট অ্যাপগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারত।
তবে এখনো স্যামসাং ফাইন্ড অ্যাপটি শুধু গ্যালাক্সি ডিভাইসেই ব্যবহার করা যাবে।
স্যামসাং নোটস এত দিন শুধু স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি বুক ল্যাপটপেই ব্যবহার করা যেত। ফলে স্যামসাং ফোন ব্যবহারকারীরা অন্য কোম্পানির কম্পিউটারে এই অ্যাপ চালাতে পারতেন না। অবশেষে সেই সীমাবদ্ধতা তুলে নিয়েছে স্যামসাং। এখন সব ধরনের উইন্ডোজ কম্পিউটারেই ব্যবহার করা যাচ্ছে স্যামসাং নোটস।
সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ১০ এবং ১১ অপারেটিং সিস্টেমচালিত যেকোনো কম্পিউটারে এখন থেকে স্যামসাং নোটস, স্যামসাং অ্যাকাউন্ট এবং স্যামসাং গ্যালারি অ্যাপ ব্যবহার করা যাবে। মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
তবে নোটস অ্যাপ চালাতে গেলে অবশ্যই ‘স্যামসাং অ্যাকাউন্ট’ অ্যাপও ইনস্টল করতে হবে। অ্যাপটি প্রথম চালুর সময় ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে যে, এটি মূলত গ্যালাক্সি বুকের জন্য তৈরি করা হয়েছে এবং অন্য ডিভাইসে কিছু সমস্যা দেখা দিতে পারে।
স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এখন তাঁদের সাধারণ উইন্ডোজ কম্পিউটারেও স্যামসাং নোটস ব্যবহার করতে পারছেন। এর ফলে অনেকেই আবার স্যামসাং নোটসে ফিরে এসেছেন বলে জানিয়েছেন।
রেডিটে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সাম্প্রতিক আপডেটের পর স্যামসাং নোটস অ্যাপটি তাঁর কম্পিউটারে চলছে। আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি অ্যাপটি চালাতে সক্ষম হয়েছেন তাঁর আসুসের ‘ROG Strix G15’ ল্যাপটপে। এদিকে, আরেকজন মন্তব্য করেছেন, তিনি আবার স্যামসাং নোটস ব্যবহার শুরু করবেন।
তবে বিশেষজ্ঞদের মতে, স্যামসাং যদি নোটস অ্যাপকে ওয়েব ব্রাউজার থেকেও অ্যাকসেস করার সুযোগ দিত, তাহলে আইফোন, আইপ্যাড বা ম্যাক ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারতেন। তাতে স্যামসাং নোটস প্রকৃত অর্থেই গুগল কিপ, ক্রাফট ডকস, এভারনোট বা গুডনোটস-এর মতো জনপ্রিয় নোট অ্যাপগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারত।
তবে এখনো স্যামসাং ফাইন্ড অ্যাপটি শুধু গ্যালাক্সি ডিভাইসেই ব্যবহার করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে