অনলাইন ডেস্ক
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই পরিসংখ্যান চ্যাটজিপিটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধির দিকটিই তুলে ধরছে।
তুলনামূলকভাবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের সার্চ ইঞ্জিনে দৈনিক কতটি অনুসন্ধান হয়, সে তথ্য প্রকাশ করে না। তবে কিছুদিন আগে তারা জানিয়েছে, বছরে গুগলে প্রায় ৫ ট্রিলিয়ন অনুসন্ধান হয়। এর মানে, গড়ে প্রতিদিন ১ হাজার ৪০০ কোটির মতো সার্চ হয় গুগলে।
ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নিল প্যাটেল ধারণা দিয়েছেন, গুগলে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৭০ কোটির মতো অনুসন্ধান হয়। অন্যদিকে মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্কটোরো ও ডাটোস জানায়, গুগলের দৈনিক অনুসন্ধানের সংখ্যা ১ হাজার ৬৪০ কোটির কাছাকাছি।
তবে চ্যাটজিপিটির দ্রুত বিকাশ প্রযুক্তি খাতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী সাম অল্টম্যান বলেছিলেন, প্রতিদিন এক বিলিয়ন বা ১০০ কোটির বেশি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি। তার সেই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, মাত্র আট মাসেই চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণের বেশি বেড়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে চ্যাটজিপিটি গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও ব্যবহারের সংখ্যার দিক দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে।
চলতি মাসের শুরুতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই শিগগিরই একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার বাজারে আনতে যাচ্ছে, যা সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হবে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি নতুন টুল উন্মোচন করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করাতে পারবেন।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ শুধু ওয়েব ব্রাউজিং নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর দিকেই এগিয়ে যাচ্ছে ওপেনএআই।
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই পরিসংখ্যান চ্যাটজিপিটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধির দিকটিই তুলে ধরছে।
তুলনামূলকভাবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের সার্চ ইঞ্জিনে দৈনিক কতটি অনুসন্ধান হয়, সে তথ্য প্রকাশ করে না। তবে কিছুদিন আগে তারা জানিয়েছে, বছরে গুগলে প্রায় ৫ ট্রিলিয়ন অনুসন্ধান হয়। এর মানে, গড়ে প্রতিদিন ১ হাজার ৪০০ কোটির মতো সার্চ হয় গুগলে।
ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নিল প্যাটেল ধারণা দিয়েছেন, গুগলে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৭০ কোটির মতো অনুসন্ধান হয়। অন্যদিকে মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্কটোরো ও ডাটোস জানায়, গুগলের দৈনিক অনুসন্ধানের সংখ্যা ১ হাজার ৬৪০ কোটির কাছাকাছি।
তবে চ্যাটজিপিটির দ্রুত বিকাশ প্রযুক্তি খাতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী সাম অল্টম্যান বলেছিলেন, প্রতিদিন এক বিলিয়ন বা ১০০ কোটির বেশি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি। তার সেই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, মাত্র আট মাসেই চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণের বেশি বেড়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে চ্যাটজিপিটি গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও ব্যবহারের সংখ্যার দিক দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে।
চলতি মাসের শুরুতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই শিগগিরই একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার বাজারে আনতে যাচ্ছে, যা সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হবে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি নতুন টুল উন্মোচন করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করাতে পারবেন।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ শুধু ওয়েব ব্রাউজিং নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর দিকেই এগিয়ে যাচ্ছে ওপেনএআই।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে