প্রযুক্তি ডেস্ক
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটিজিপিটির প্রতিদ্বন্দ্বী এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘হাগিং ফেস’। ১ কোটি ডলার বিনিয়োগের এই প্রতিষ্ঠান চ্যাটবটটির নাম দিয়েছে ‘হাগিংচ্যাট’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী আপাতত এর ওয়েব ইন্টারফেস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এ ছাড়া অ্যাপ এবং অন্যান্য সেবার হাগিং চ্যাটের এপিআই যুক্ত করা যাবে। হাগিংচ্যাট চ্যাটজিপিটির মতোই অনেক কাজ করতে সক্ষম। কোড লিখে দেওয়াসহ ইমেইল ড্রাফট এবং র্যাপ গানের লিরিক্সও লিখে দেবে এই চ্যাটবট।
এদিকে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বারব্যাংক তাদের লেনদেনসংক্রান্ত কাজ পরিচালনার জন্য একটি চ্যাটবট বানিয়েছে। নতুন এই চ্যাটবটের নাম দেওয়া হয়েছে ‘গিগাচ্যাট’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি জানিয়েছে, গিগাচ্যাট রাশিয়ান ভাষায় অন্যান্য চ্যাটবটের চেয়ে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সংলাপ করতে সক্ষম।
চলতি মাসের শুরুতে ‘আলিবাবা’ নিয়ে আসে নিজস্ব চ্যাটবট ‘টংগি কিয়ানওয়েন’। এর ইংরেজি কোনো নাম দেয়নি প্রতিষ্ঠানটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির ব্যবসায় চ্যাটবটিকে যুক্ত করা হবে।। তবে কোনো নির্দিষ্ট সময় জানায়নি এটি। আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, ‘আমরা প্রযুক্তির এমন এক সময়ে আছি, যখন জেনারেটিভ এআই ও ক্লাউড কম্পিউটিং চালকের আসনে রয়েছে।’
টংগি কিয়ানওয়েন ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় কাজ করতে সক্ষম। চ্যাটবটটি প্রাথমিকভাবে আলিবাবার কর্মক্ষেত্রের মেসেজিং অ্যাপ ‘ডিংটকে’র সঙ্গে যুক্ত করা হবে।
গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। ‘আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন’। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটিজিপিটির প্রতিদ্বন্দ্বী এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘হাগিং ফেস’। ১ কোটি ডলার বিনিয়োগের এই প্রতিষ্ঠান চ্যাটবটটির নাম দিয়েছে ‘হাগিংচ্যাট’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী আপাতত এর ওয়েব ইন্টারফেস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এ ছাড়া অ্যাপ এবং অন্যান্য সেবার হাগিং চ্যাটের এপিআই যুক্ত করা যাবে। হাগিংচ্যাট চ্যাটজিপিটির মতোই অনেক কাজ করতে সক্ষম। কোড লিখে দেওয়াসহ ইমেইল ড্রাফট এবং র্যাপ গানের লিরিক্সও লিখে দেবে এই চ্যাটবট।
এদিকে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বারব্যাংক তাদের লেনদেনসংক্রান্ত কাজ পরিচালনার জন্য একটি চ্যাটবট বানিয়েছে। নতুন এই চ্যাটবটের নাম দেওয়া হয়েছে ‘গিগাচ্যাট’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি জানিয়েছে, গিগাচ্যাট রাশিয়ান ভাষায় অন্যান্য চ্যাটবটের চেয়ে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সংলাপ করতে সক্ষম।
চলতি মাসের শুরুতে ‘আলিবাবা’ নিয়ে আসে নিজস্ব চ্যাটবট ‘টংগি কিয়ানওয়েন’। এর ইংরেজি কোনো নাম দেয়নি প্রতিষ্ঠানটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির ব্যবসায় চ্যাটবটিকে যুক্ত করা হবে।। তবে কোনো নির্দিষ্ট সময় জানায়নি এটি। আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, ‘আমরা প্রযুক্তির এমন এক সময়ে আছি, যখন জেনারেটিভ এআই ও ক্লাউড কম্পিউটিং চালকের আসনে রয়েছে।’
টংগি কিয়ানওয়েন ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় কাজ করতে সক্ষম। চ্যাটবটটি প্রাথমিকভাবে আলিবাবার কর্মক্ষেত্রের মেসেজিং অ্যাপ ‘ডিংটকে’র সঙ্গে যুক্ত করা হবে।
গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। ‘আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন’। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে