অনলাইন ডেস্ক
মাইক্রোসফটের নোটপ্যাড অ্যাপ এখন স্বয়ংক্রিয়ভাবে লেখা তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে। উইন্ডোজ ১১-এর সর্বশেষ আপডেটে নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আপডেটটিতে আরও যোগ হয়েছে মাইক্রোসফট পেইন্ট এবং স্নিপিং টুলের জন্য কিছু নতুন এআইভিত্তিক ফিচার।
উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের ক্যানারি (Canary) এবং ডেভ (Dev) চ্যানেলের ব্যবহারকারীরা বর্তমানে এই এআই-ভিত্তিক ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
নতুন রাইট ফিচারটি ব্যবহারের জন্য উইন্ডোজের কপাইলট মেনু থেকে এটি নির্বাচন করতে হবে। এরপর একটি প্রম্পট উইন্ডো আসবে, যেখানে আপনি নির্দেশনা লিখতে পারবেন। এআই সেই অনুযায়ী লেখা তৈরি করে দেবে। লেখাটি পছন্দ না হলে সেটি বাতিল করার সুযোগ থাকবে, আবার চাইলে পরবর্তী প্রম্পট দিয়ে লেখাটি আরও উন্নত করাও যাবে।
এই ফিচারটি প্রথম নজরে আসে চলতি বছরের শুরুতে উইন্ডোজ ১১-এর পরীক্ষামূলক সংস্করণে। রাইট ছাড়াও, এর আগে নোটপ্যাডে যুক্ত হয়েছে আরও দুটি এআই টুল—সামারাইজ এবং রিরাইট। সামারাইজ ফিচারটি প্রথম চালু হয় গত মার্চে, যার মাধ্যমে নোটপ্যাডে থাকা লেখার সারসংক্ষেপ তৈরি করা যায়। আর রিরাইট ফিচারটি গত নভেম্বরে চালু হয়, যার মাধ্যমে লেখা ছোট-বড় করা, লেখার ভঙ্গি, অথবা বাক্য গঠন পরিবর্তন করা সম্ভব।
নোটপ্যাড ছাড়াও, মাইক্রোসফট পেইন্ট অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে কিছু নতুন এআই ফিচার। এর মধ্যে রয়েছে জেনারেটিভ ফিল, জেনারেটিভ ইরেজ এবং কোক্রিয়েটর টুল, যার মাধ্যমে টেক্সট প্রম্পট ও রেফারেন্স স্কেচ ব্যবহার করে ছবি তৈরি করা যায়। এবার নতুন করে যুক্ত হয়েছে ‘স্টিকার জেনারেটর’। এটি ব্যবহার করে আপনি যা ধরনের স্টিকার চান, সেই বর্ণনা লিখে সেটি তৈরি করতে পারবেন। তৈরি স্টিকার ক্যানভাসে যুক্ত করা যাবে কিংবা অন্য অ্যাপেও ব্যবহার করা যাবে।
পেইন্ট অ্যাপে আরও যুক্ত হয়েছে নতুন ‘অবজেক্ট সিলেক্ট’ টুল। এআই-এর সাহায্যে এটি ছবির নির্দিষ্ট অংশ সনাক্ত করে সহজেই আলাদা করতে সাহায্য করবে, যাতে ব্যবহারকারীর পরিশ্রম কমে যায়।
এছাড়া উইন্ডোজ ১১-এর স্নিপিং টুল-এ এসেছে নতুন এআই ফিচার ‘পারফেক্ট স্ক্রিনশট’। এটি ব্যবহার করে স্ক্রিনশট নেওয়ার সময় আপনি একটি অঞ্চল নির্বাচন করলে এআই সেই অনুযায়ী জায়গাটি বুদ্ধিমত্তার সঙ্গে রিসাইজ করে দেবে, যাতে আলাদা করে এডিটের প্রয়োজন না হয়। চাইলে ব্যবহারকারী নিজেও পরবর্তী সময়ে অঞ্চলটি পরিবর্তন করতে পারবেন।
স্নিপিং টুলে এ যুক্ত হয়েছে নতুন ‘কালার পিকার’ টুলও। এটি দিয়ে আপনি স্ক্রিনে থাকা যেকোনো রঙের এইচইক্স, আরজিবি এবং এইচএসএল মান দেখতে পারবেন। একটি আইড্রপার কার্সর ব্যবহার করে রঙ বাছাই করা যাবে, এবং নির্ভুলতার জন্য জুমও করা যাবে স্ক্রল বা Ctrl +/-শর্টকাট ব্যবহার করে।
নোটপ্যাডের রাইট ফিচার ব্যবহার করতে হলে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এটি একই ক্রেডিট সিস্টেম ব্যবহার করবে যেটি অন্য এআইভিত্তিক উইন্ডোজ ১১ ফিচারগুলো ব্যবহার করে। ভবিষ্যতে এসব ক্রেডিটের জন্য মূল্য নির্ধারণ করা হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
মাইক্রোসফটের নোটপ্যাড অ্যাপ এখন স্বয়ংক্রিয়ভাবে লেখা তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে। উইন্ডোজ ১১-এর সর্বশেষ আপডেটে নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আপডেটটিতে আরও যোগ হয়েছে মাইক্রোসফট পেইন্ট এবং স্নিপিং টুলের জন্য কিছু নতুন এআইভিত্তিক ফিচার।
উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের ক্যানারি (Canary) এবং ডেভ (Dev) চ্যানেলের ব্যবহারকারীরা বর্তমানে এই এআই-ভিত্তিক ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
নতুন রাইট ফিচারটি ব্যবহারের জন্য উইন্ডোজের কপাইলট মেনু থেকে এটি নির্বাচন করতে হবে। এরপর একটি প্রম্পট উইন্ডো আসবে, যেখানে আপনি নির্দেশনা লিখতে পারবেন। এআই সেই অনুযায়ী লেখা তৈরি করে দেবে। লেখাটি পছন্দ না হলে সেটি বাতিল করার সুযোগ থাকবে, আবার চাইলে পরবর্তী প্রম্পট দিয়ে লেখাটি আরও উন্নত করাও যাবে।
এই ফিচারটি প্রথম নজরে আসে চলতি বছরের শুরুতে উইন্ডোজ ১১-এর পরীক্ষামূলক সংস্করণে। রাইট ছাড়াও, এর আগে নোটপ্যাডে যুক্ত হয়েছে আরও দুটি এআই টুল—সামারাইজ এবং রিরাইট। সামারাইজ ফিচারটি প্রথম চালু হয় গত মার্চে, যার মাধ্যমে নোটপ্যাডে থাকা লেখার সারসংক্ষেপ তৈরি করা যায়। আর রিরাইট ফিচারটি গত নভেম্বরে চালু হয়, যার মাধ্যমে লেখা ছোট-বড় করা, লেখার ভঙ্গি, অথবা বাক্য গঠন পরিবর্তন করা সম্ভব।
নোটপ্যাড ছাড়াও, মাইক্রোসফট পেইন্ট অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে কিছু নতুন এআই ফিচার। এর মধ্যে রয়েছে জেনারেটিভ ফিল, জেনারেটিভ ইরেজ এবং কোক্রিয়েটর টুল, যার মাধ্যমে টেক্সট প্রম্পট ও রেফারেন্স স্কেচ ব্যবহার করে ছবি তৈরি করা যায়। এবার নতুন করে যুক্ত হয়েছে ‘স্টিকার জেনারেটর’। এটি ব্যবহার করে আপনি যা ধরনের স্টিকার চান, সেই বর্ণনা লিখে সেটি তৈরি করতে পারবেন। তৈরি স্টিকার ক্যানভাসে যুক্ত করা যাবে কিংবা অন্য অ্যাপেও ব্যবহার করা যাবে।
পেইন্ট অ্যাপে আরও যুক্ত হয়েছে নতুন ‘অবজেক্ট সিলেক্ট’ টুল। এআই-এর সাহায্যে এটি ছবির নির্দিষ্ট অংশ সনাক্ত করে সহজেই আলাদা করতে সাহায্য করবে, যাতে ব্যবহারকারীর পরিশ্রম কমে যায়।
এছাড়া উইন্ডোজ ১১-এর স্নিপিং টুল-এ এসেছে নতুন এআই ফিচার ‘পারফেক্ট স্ক্রিনশট’। এটি ব্যবহার করে স্ক্রিনশট নেওয়ার সময় আপনি একটি অঞ্চল নির্বাচন করলে এআই সেই অনুযায়ী জায়গাটি বুদ্ধিমত্তার সঙ্গে রিসাইজ করে দেবে, যাতে আলাদা করে এডিটের প্রয়োজন না হয়। চাইলে ব্যবহারকারী নিজেও পরবর্তী সময়ে অঞ্চলটি পরিবর্তন করতে পারবেন।
স্নিপিং টুলে এ যুক্ত হয়েছে নতুন ‘কালার পিকার’ টুলও। এটি দিয়ে আপনি স্ক্রিনে থাকা যেকোনো রঙের এইচইক্স, আরজিবি এবং এইচএসএল মান দেখতে পারবেন। একটি আইড্রপার কার্সর ব্যবহার করে রঙ বাছাই করা যাবে, এবং নির্ভুলতার জন্য জুমও করা যাবে স্ক্রল বা Ctrl +/-শর্টকাট ব্যবহার করে।
নোটপ্যাডের রাইট ফিচার ব্যবহার করতে হলে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এটি একই ক্রেডিট সিস্টেম ব্যবহার করবে যেটি অন্য এআইভিত্তিক উইন্ডোজ ১১ ফিচারগুলো ব্যবহার করে। ভবিষ্যতে এসব ক্রেডিটের জন্য মূল্য নির্ধারণ করা হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে