প্রযুক্তি ডেস্ক
প্রচলিত পদ্ধতির চেয়ে ফুসফুসের ক্যানসার আরও সঠিকভাবে শনাক্ত করতে গবেষকদের একটি দল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল তৈরি করেছে। মানুষের চোখে সহজে ধরা পড়ে না এমন ক্যানসারের লক্ষণগুলো খুঁজে বের করার জন্য প্রায় ৮০০টি সিটি স্ক্যানের একটি এআই বিশ্লেষণ ব্যবহার করা হয়।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ফুসফুসে বৃহৎ ক্ষুদ্র স্ফীতি আছে এমন প্রায় ৫০০ রোগীর ডেটা এআই অ্যালগরিদমকে উন্নত করতে ব্যবহার করা হয়েছিল। গবেষণাটি সম্প্রতি ইবিওমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এআই অ্যালগরিদমটি বর্তমান এআই টুলগুলোর থেকে বেশি কার্যকরী। বিজ্ঞানীরা বলেছেন, মারাত্মক অবস্থাকে আরও ভালো নির্ণয় করতে পারবে এটি।
সিটি স্ক্যানের বিশ্লেষণ ব্যবহার করার পর এআই সিস্টেমটি নির্ভুলভাবে ক্যানসার যুক্ত ক্ষুদ্র স্ফীতিগুলোকে চিহ্নিত করতে পারে কিনা তা নির্ধারণ করতে পরীক্ষা করা হয়েছিল। ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল রিসার্চ ফেলো ডাঃ বেঞ্জামিন হান্টার বলেছেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতে এটি ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণে উন্নতি ঘটাবে ও উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসায় দ্রুত পরিস্থিতির ওপর নজর রেখে ক্যানসারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’
নতুন এআই টুলের মাধ্যমে ক্যানসার শনাক্ত করতে একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেন গবেষকেরা। এই পদ্ধতিকে বলা হয় 'এরিয়া আন্ডার দ্য কার্ভ'(এইউসি)। কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র ক্যানসার পরীক্ষায় কতটা সক্ষম তা বুঝতে এইউসি-এর সাহায্য় নেয় গবেষক দল। স্থির হয়, যদি ক্যানসার শনাক্তকরণে টুলটি এইউসি-তে ১ পায় তাহলে ধরা হবে এটি একটি নিখুঁত মডেল। তবে টানা ক্যানসার পরীক্ষার কাজে ০.৫ ফল এলেও একে ভালো মানের ধরা হবে। পরীক্ষায় দেখা যায় দশমিক ৮৭ স্কোর করেছে এআই টুলটি।
প্রচলিত পদ্ধতির চেয়ে ফুসফুসের ক্যানসার আরও সঠিকভাবে শনাক্ত করতে গবেষকদের একটি দল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল তৈরি করেছে। মানুষের চোখে সহজে ধরা পড়ে না এমন ক্যানসারের লক্ষণগুলো খুঁজে বের করার জন্য প্রায় ৮০০টি সিটি স্ক্যানের একটি এআই বিশ্লেষণ ব্যবহার করা হয়।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ফুসফুসে বৃহৎ ক্ষুদ্র স্ফীতি আছে এমন প্রায় ৫০০ রোগীর ডেটা এআই অ্যালগরিদমকে উন্নত করতে ব্যবহার করা হয়েছিল। গবেষণাটি সম্প্রতি ইবিওমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এআই অ্যালগরিদমটি বর্তমান এআই টুলগুলোর থেকে বেশি কার্যকরী। বিজ্ঞানীরা বলেছেন, মারাত্মক অবস্থাকে আরও ভালো নির্ণয় করতে পারবে এটি।
সিটি স্ক্যানের বিশ্লেষণ ব্যবহার করার পর এআই সিস্টেমটি নির্ভুলভাবে ক্যানসার যুক্ত ক্ষুদ্র স্ফীতিগুলোকে চিহ্নিত করতে পারে কিনা তা নির্ধারণ করতে পরীক্ষা করা হয়েছিল। ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল রিসার্চ ফেলো ডাঃ বেঞ্জামিন হান্টার বলেছেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতে এটি ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণে উন্নতি ঘটাবে ও উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসায় দ্রুত পরিস্থিতির ওপর নজর রেখে ক্যানসারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’
নতুন এআই টুলের মাধ্যমে ক্যানসার শনাক্ত করতে একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেন গবেষকেরা। এই পদ্ধতিকে বলা হয় 'এরিয়া আন্ডার দ্য কার্ভ'(এইউসি)। কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র ক্যানসার পরীক্ষায় কতটা সক্ষম তা বুঝতে এইউসি-এর সাহায্য় নেয় গবেষক দল। স্থির হয়, যদি ক্যানসার শনাক্তকরণে টুলটি এইউসি-তে ১ পায় তাহলে ধরা হবে এটি একটি নিখুঁত মডেল। তবে টানা ক্যানসার পরীক্ষার কাজে ০.৫ ফল এলেও একে ভালো মানের ধরা হবে। পরীক্ষায় দেখা যায় দশমিক ৮৭ স্কোর করেছে এআই টুলটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫