Ajker Patrika

ট্রাম্পের ওপর টুইটারের নিষেধাজ্ঞা তুলে দেবেন ইলন মাস্ক

আপডেট : ১১ মে ২০২২, ১৩: ৫৮
ট্রাম্পের ওপর টুইটারের নিষেধাজ্ঞা তুলে দেবেন ইলন মাস্ক

টুইটারের মালিক হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পের বিরুদ্ধে টুইটারের নিষেধাজ্ঞাকে নৈতিকভাবে ভুল ও বোধবুদ্ধিহীন সিদ্ধান্ত বলে অভিহিত করেন মাস্ক। তাই তিনি টুইটারের মালিক হলে এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলে জানিয়েছেন। 

গতকাল মঙ্গলবার এসব কথা বলেছেন মাস্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

যদিও ট্রাম্প এ বিষয়ে নিজেই বলেছেন যে, তিনি আর টুইটারে ফিরে আসবেন না। এখন দেখার বিষয়, ট্রাম্পের টুইটারে ফিরে আসার বিষয়টি বাস্তবায়ন হয় কি না! 

মাস্ক বলেছেন, তিনি ও টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি মনে করেন, টুইটারে কাউকে স্থায়ী নিষিদ্ধ করার বিষয়টি খুবই বিরল হওয়া উচিত। যারা স্প্যাম ছড়ায় ও বট চালায়, শুধু তাদের অ্যাকাউন্টই বন্ধ করা উচিত। কোনো ভুল ও খারাপ টুইট মুছে ফেলা বা অদৃশ্য করে দেওয়া উচিত। সাময়িক সময়ের জন্য অ্যাকাউন্ট বাতিলও করে দেওয়া যেতে পারে। 

মাস্ক বলেন, ‘আমি মনে করি, একেবারে নিষিদ্ধের বিষয়টি টুইটারের ওপর আস্থা কমায়। কারণ, টুইটার এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সবাই মত প্রকাশ করতে পারে।’ 

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বাকস্বাধীনতার মূর্ত ব্যক্তিত্ব হিসেবে নিজেকে পরিচয় দেন। সম্প্রতি বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে চুক্তি সাক্ষর করেছেন। চলতি মাসের শেষ দিকে সম্পূর্ণভাবে টুইটারের মালিক হতে যাচ্ছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত