অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ‘লিসেন টু দিস পেজ’ নামে নতুন ফিচার নিয়ে আসছে গুগল ক্রোম। ওয়েবপেজের টেক্সটগুলো বাংলাসহ বিভিন্ন ভাষায় পড়ে শোনাবে ফিচারটি। এ ছাড়া কোন কণ্ঠে শুনতে চান তাও নির্বাচন করতে পারবেন। ফলে অন্য কাজ করার সময় স্ক্রিনের দিকে না তাকিয়েই ওয়েবপেজে কী রয়েছে, তা জেনে নিতে পারবেন। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের ফিচারটি বেশি কাজে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভের মতে, সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই শিগগিরই এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি ব্যবহার করে পডকাস্টের মতো পুরো ওয়েবপেজটির টেক্সট শুনতে পারবেন। পস, রিওয়াইন্ড, ফাস্ট ফরোয়ার্ড ও ১০ সেকেন্ড স্কিপ করা যাবে ক্রোমের ভয়েস অডিওটি। আপনার ক্রোম ব্রাউজারে এই ফিচার আছে কি না, তা জানতে ক্রোম ব্রাউজারের তিন ডট বাটনে ট্যাপ করুন। এই মেনুতে ফিচারটি দেখা যাবে।
এখন পর্যন্ত চারটি কণ্ঠে ওয়েবপেজের টেক্সটগুলো শোনার সুযোগ দেবে ক্রোম। সেগুলো হলো—রুবি, রিভার, ফিল্ড ও মস।
ওয়েবপেজের অভ্যন্তরীণ টেক্সটগুলো বিভিন্ন ভাষায় পড়ে শোনা যাবে। ফিচারটি ইংরেজি, হিন্দি, আরবি, ফরাসি, জার্মান, ইন্দোনেশিয়ান, জাপানিজ, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ওয়েবপেজের টেক্সটগুলো পড়ে শোনাবে।
তবে এই ফিচার সব ওয়েবসাইটে কাজ করবে না। যদিও নির্দেশনা দিলে যেকোনো ওয়েবসাইটের টেক্সট পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট, তবে নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে আরও নিয়ন্ত্রণ থাকবে। কারণ ভাষা ও কোন ধরনের কণ্ঠে শুনতে চান, তা নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ক্রোম অ্যাপের ১২৫ সংস্করণে ফিচারটি দেখতে পেয়েছে নাইন টু ভাইভ গুগল।
আইফোনের সাফারি ব্রাউজারে এই ফিচার রয়েছে। অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরির কণ্ঠে ওয়েবপেজগুলোর টেক্সট শোনা যায়।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
১. অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩. এরপর ওপরের ডান দিকের তিন ডট বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ‘মোর’ অপশনে ট্যাপ করুন ও ‘লিসেন টু দিজ পেজে’-এ ট্যাপ করুন।
অডিওটি শোনা বন্ধ করতে চাইলে ‘ক্লোজ’ অপশনে ট্যাপ করুন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ‘লিসেন টু দিস পেজ’ নামে নতুন ফিচার নিয়ে আসছে গুগল ক্রোম। ওয়েবপেজের টেক্সটগুলো বাংলাসহ বিভিন্ন ভাষায় পড়ে শোনাবে ফিচারটি। এ ছাড়া কোন কণ্ঠে শুনতে চান তাও নির্বাচন করতে পারবেন। ফলে অন্য কাজ করার সময় স্ক্রিনের দিকে না তাকিয়েই ওয়েবপেজে কী রয়েছে, তা জেনে নিতে পারবেন। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের ফিচারটি বেশি কাজে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভের মতে, সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই শিগগিরই এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি ব্যবহার করে পডকাস্টের মতো পুরো ওয়েবপেজটির টেক্সট শুনতে পারবেন। পস, রিওয়াইন্ড, ফাস্ট ফরোয়ার্ড ও ১০ সেকেন্ড স্কিপ করা যাবে ক্রোমের ভয়েস অডিওটি। আপনার ক্রোম ব্রাউজারে এই ফিচার আছে কি না, তা জানতে ক্রোম ব্রাউজারের তিন ডট বাটনে ট্যাপ করুন। এই মেনুতে ফিচারটি দেখা যাবে।
এখন পর্যন্ত চারটি কণ্ঠে ওয়েবপেজের টেক্সটগুলো শোনার সুযোগ দেবে ক্রোম। সেগুলো হলো—রুবি, রিভার, ফিল্ড ও মস।
ওয়েবপেজের অভ্যন্তরীণ টেক্সটগুলো বিভিন্ন ভাষায় পড়ে শোনা যাবে। ফিচারটি ইংরেজি, হিন্দি, আরবি, ফরাসি, জার্মান, ইন্দোনেশিয়ান, জাপানিজ, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ওয়েবপেজের টেক্সটগুলো পড়ে শোনাবে।
তবে এই ফিচার সব ওয়েবসাইটে কাজ করবে না। যদিও নির্দেশনা দিলে যেকোনো ওয়েবসাইটের টেক্সট পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট, তবে নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে আরও নিয়ন্ত্রণ থাকবে। কারণ ভাষা ও কোন ধরনের কণ্ঠে শুনতে চান, তা নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ক্রোম অ্যাপের ১২৫ সংস্করণে ফিচারটি দেখতে পেয়েছে নাইন টু ভাইভ গুগল।
আইফোনের সাফারি ব্রাউজারে এই ফিচার রয়েছে। অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরির কণ্ঠে ওয়েবপেজগুলোর টেক্সট শোনা যায়।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
১. অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩. এরপর ওপরের ডান দিকের তিন ডট বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ‘মোর’ অপশনে ট্যাপ করুন ও ‘লিসেন টু দিজ পেজে’-এ ট্যাপ করুন।
অডিওটি শোনা বন্ধ করতে চাইলে ‘ক্লোজ’ অপশনে ট্যাপ করুন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে