ছবিতে বিভিন্ন ফিল্টার, টেক্সট ও স্টিকার যুক্ত করার সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। । তবে ছবির ওপরে টেক্সট ও স্টিকার যুক্ত করার জন্য ছবিটি স্টোরি ফিচারের মাধ্যমে এডিট করতে হবে। এই প্রক্রিয়াটি বেশ ঝামেলার। ছবির ওপরে এসব উপাদান যুক্ত করার জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে ইনস্টাগ্রাম।
নতুন আপডেটের মাধ্যমে ছবিতে নতুন ফন্টে টেক্সট এবং স্টিকার যুক্ত করা যাবে। এর মাধ্যমে নিজের ব্যক্তিগত রুচি আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন। ফিচারটি ব্যবহার করার জন্য গ্যালারির কোনো ছবি নির্বাচন করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন। এখন ডানপাশের ওপরের দিকে থাকা অপশনগুলোর মাধ্যমে ছবির ওপর টেক্সট, স্টিকার যুক্ত করতে পারবেন।
টেক্সট ছাড়াও ছবিও স্টিকার হিসেবে যুক্ত করা যাবে, যা বিভিন্ন আকারে কাস্টমাইজ করা যেতে পারে যেমন স্কয়ার (বর্গাকৃতি), সার্কেল (বৃত্তাকার), হার্ট বা স্টার (তারকাকৃতি)।
এসব অপশন ইনস্টাগ্রামে খুঁজে না পেলে অ্যাপটির সর্বশেষ সংস্করণ গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
নতুন আপডেটে রিলস এবং স্টোরির টেক্সটেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এসব ফিচারের জন্য নতুন ফন্ট, ইফেক্ট ও অ্যানিমেশনও নিয়ে আসা হয়েছে।
সম্প্রতি একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
ছবিতে বিভিন্ন ফিল্টার, টেক্সট ও স্টিকার যুক্ত করার সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। । তবে ছবির ওপরে টেক্সট ও স্টিকার যুক্ত করার জন্য ছবিটি স্টোরি ফিচারের মাধ্যমে এডিট করতে হবে। এই প্রক্রিয়াটি বেশ ঝামেলার। ছবির ওপরে এসব উপাদান যুক্ত করার জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে ইনস্টাগ্রাম।
নতুন আপডেটের মাধ্যমে ছবিতে নতুন ফন্টে টেক্সট এবং স্টিকার যুক্ত করা যাবে। এর মাধ্যমে নিজের ব্যক্তিগত রুচি আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন। ফিচারটি ব্যবহার করার জন্য গ্যালারির কোনো ছবি নির্বাচন করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন। এখন ডানপাশের ওপরের দিকে থাকা অপশনগুলোর মাধ্যমে ছবির ওপর টেক্সট, স্টিকার যুক্ত করতে পারবেন।
টেক্সট ছাড়াও ছবিও স্টিকার হিসেবে যুক্ত করা যাবে, যা বিভিন্ন আকারে কাস্টমাইজ করা যেতে পারে যেমন স্কয়ার (বর্গাকৃতি), সার্কেল (বৃত্তাকার), হার্ট বা স্টার (তারকাকৃতি)।
এসব অপশন ইনস্টাগ্রামে খুঁজে না পেলে অ্যাপটির সর্বশেষ সংস্করণ গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
নতুন আপডেটে রিলস এবং স্টোরির টেক্সটেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এসব ফিচারের জন্য নতুন ফন্ট, ইফেক্ট ও অ্যানিমেশনও নিয়ে আসা হয়েছে।
সম্প্রতি একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে