প্রযুক্তি ডেস্ক
হ্যাকিংয়ের তথ্য গোপন করায় উবারের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা জোসেফ সালিভান অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তিনি আগামী তিন বছর নজরদারিতে থাকবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে হ্যাকাররা ৫ কোটি ৭০ লাখ উবার গ্রাহকের নাম, ফোন নম্বরসহ বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নেয়। পরে ১ লাখ ডলার মুক্তিপণ না দিলে সেসব তথ্য মুছে ফেলারও হুমকি দেয় তারা। হ্যাকাররা এই আক্রমণের কথা গোপন রাখবে—এই চুক্তি (এনডিএ) স্বাক্ষরের বিনিময়ে সালিভান তাদের এক লাখ মার্কিন ডলার দেন। একই বছরের ডিসেম্বরে ‘বাগ বাউন্টি’ পুরস্কারের আড়ালে হ্যাকারদের এই অর্থ প্রদান করেন তিনি। সাধারণত কোনো সাইবার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে বিশেষজ্ঞদের এই পুরস্কার দেয় উবার।
সালিভান ২০১৫ সালে উবারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দেন। হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগে ২০১৭ সালে সালিভানকে উবার থেকে বরখাস্ত করা হয়, এবং ২০২০ সালে তাঁর বিরুদ্ধে হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের আইনজীবীরা সালিভানের ১৫ মাসের কারাদণ্ড দাবি করে। তবে আদালত তাকে ৫০ হাজার ডলার অর্থদণ্ড ও ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সমাজসেবামূলক কাজের আদেশ দেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, বিচারক উইলিয়াম অরিক জানান, এমন অপরাধে প্রথমবার মামলা হওয়ায় এবং সালিভানের অতীত সুনাম বিবেচনা করে আদালত তাঁর প্রতি সহনশীল হচ্ছেন।
এর আগে গত অক্টোবরে হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখার অভিযোগে উবারের সাবেক নিরাপত্তাপ্রধান জোসেফ সালিভানকে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধিভুক্ত সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেন।
হ্যাকিংয়ের তথ্য গোপন করায় উবারের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা জোসেফ সালিভান অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তিনি আগামী তিন বছর নজরদারিতে থাকবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে হ্যাকাররা ৫ কোটি ৭০ লাখ উবার গ্রাহকের নাম, ফোন নম্বরসহ বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নেয়। পরে ১ লাখ ডলার মুক্তিপণ না দিলে সেসব তথ্য মুছে ফেলারও হুমকি দেয় তারা। হ্যাকাররা এই আক্রমণের কথা গোপন রাখবে—এই চুক্তি (এনডিএ) স্বাক্ষরের বিনিময়ে সালিভান তাদের এক লাখ মার্কিন ডলার দেন। একই বছরের ডিসেম্বরে ‘বাগ বাউন্টি’ পুরস্কারের আড়ালে হ্যাকারদের এই অর্থ প্রদান করেন তিনি। সাধারণত কোনো সাইবার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে বিশেষজ্ঞদের এই পুরস্কার দেয় উবার।
সালিভান ২০১৫ সালে উবারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দেন। হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগে ২০১৭ সালে সালিভানকে উবার থেকে বরখাস্ত করা হয়, এবং ২০২০ সালে তাঁর বিরুদ্ধে হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের আইনজীবীরা সালিভানের ১৫ মাসের কারাদণ্ড দাবি করে। তবে আদালত তাকে ৫০ হাজার ডলার অর্থদণ্ড ও ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সমাজসেবামূলক কাজের আদেশ দেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, বিচারক উইলিয়াম অরিক জানান, এমন অপরাধে প্রথমবার মামলা হওয়ায় এবং সালিভানের অতীত সুনাম বিবেচনা করে আদালত তাঁর প্রতি সহনশীল হচ্ছেন।
এর আগে গত অক্টোবরে হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখার অভিযোগে উবারের সাবেক নিরাপত্তাপ্রধান জোসেফ সালিভানকে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধিভুক্ত সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে