আইফোনসহ অন্যান্য স্মার্টফোনের প্রাণ হলো এর টাচস্ক্রিন। তাই এতে সমস্যা দেখা দিলে তা বেশ উদ্বেগের বিষয়। পলের সর্বশেষ আইফোন ১৬ সিরিজ বিক্রি শুরু এক সপ্তাহও হয়নি, তবে এর মধ্যেই আইফোন ১৬ প্রো মডেলের টাচস্ক্রিনের সমস্যার অভিযোগ করেছেন বেশ কিছু ব্যবহারকারী। এ দুই মডেলের আইফোনের পর্দায় ট্যাপ বা সোয়াইপ করলে কিছুটা ধীরে কাজ করছে। এমনকি স্ক্রল, ড্র্যাগ ও টাইপিং ঠিকমতো কাজ করছে না।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে অনেকেই এই সমস্যা কথা জানিয়েছে। এর মধ্যে একজন রেডিট ব্যবহারকারী বলেন, নতুন ক্যামেরা কন্ট্রোল বাটনের পাশে হাতের কোনো অংশ স্পর্শ করা থাকলে আইফোনের স্ক্রিন ঠিকমতো কাজ করে না। এমনকি স্ক্রিনের স্পর্শ করলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। আরও একজন রেডিট ব্যবহারকারী একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন।
আইফোনের নতুন ক্যাপচার বাটনের কারণেই এ সমস্যা হচ্ছে বলে ধারণা করছেন তাঁরা। আইফোনের চারপাশে সরু ধাতব ফ্রেম থাকায় ব্যবহারকারীদের হাতের তালু আইফোনের পর্দা স্পর্শ করে থাকে। এর ফলে পর্দার অন্য কোনো স্থান স্পর্শ করলে তা সাড়া দেয় না। আইফোনের অতি সংবেদনশীল স্পর্শ প্রতিরোধী অ্যালগরিদমের জন্য এ ধরনের সমস্যা হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক বলছে, হার্ডওয়্যার নয়, বড় সফটওয়্যারের কোনো ত্রুটি থেকে এই সমস্যা হচ্ছে। আইফোনের ‘অ্য়াক্সিডেন্টাল টাচ রিজেকশন’ অ্যালগরিদম অতিরিক্ত সংবেদশীল। ফলে উদ্দেশ্যপূর্ণ টাচগুলোও আইফোন অগ্রাহ্য করে। এ জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রেতা এই সমস্যার কথা সামনে এনেছে। অনিচ্ছাকৃত টাচ বুঝলে ফোনটি কিছু সময়ের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সে সময় টাচ কাজ করবে না। প্রতিবেদনে বলা হয়েছে, লক থাকা অবস্থায় এই সমস্যা হচ্ছে না। শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
আইওএস ১৮ এবং আইওএস ১৮.১ সংস্করণের আইফোন ১৬ প্রো ব্যবহারকারীদের অনেকেই এই সমস্যায় পড়েছেন।
আইফোন ১৬ প্রো-এর স্ক্রিনে চিকন বেজেলের কারণে সমস্যাটি বেশি হতে পারে। এই চিকন বেজেলের কারণে ব্যবহারকারীদের ত্বক ডিসপ্লের প্রান্তে বেশি স্পর্শ করে। আর অল্প স্পর্শেই আইফোনের টাচ রিজেকশন ফিচারটি চালু হয়ে যায়। ফলে কোনো কাজের জন্য আইফোনে টাচ করলে ফোনটি সেটি বুঝতে পারে না।
তবে নতুন আপডেটে এই সমস্যার সমাধান হতে পারে।
তথ্যসূত্র: ফোর্বস ও নাইনটুফাইভ
আইফোনসহ অন্যান্য স্মার্টফোনের প্রাণ হলো এর টাচস্ক্রিন। তাই এতে সমস্যা দেখা দিলে তা বেশ উদ্বেগের বিষয়। পলের সর্বশেষ আইফোন ১৬ সিরিজ বিক্রি শুরু এক সপ্তাহও হয়নি, তবে এর মধ্যেই আইফোন ১৬ প্রো মডেলের টাচস্ক্রিনের সমস্যার অভিযোগ করেছেন বেশ কিছু ব্যবহারকারী। এ দুই মডেলের আইফোনের পর্দায় ট্যাপ বা সোয়াইপ করলে কিছুটা ধীরে কাজ করছে। এমনকি স্ক্রল, ড্র্যাগ ও টাইপিং ঠিকমতো কাজ করছে না।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে অনেকেই এই সমস্যা কথা জানিয়েছে। এর মধ্যে একজন রেডিট ব্যবহারকারী বলেন, নতুন ক্যামেরা কন্ট্রোল বাটনের পাশে হাতের কোনো অংশ স্পর্শ করা থাকলে আইফোনের স্ক্রিন ঠিকমতো কাজ করে না। এমনকি স্ক্রিনের স্পর্শ করলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। আরও একজন রেডিট ব্যবহারকারী একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন।
আইফোনের নতুন ক্যাপচার বাটনের কারণেই এ সমস্যা হচ্ছে বলে ধারণা করছেন তাঁরা। আইফোনের চারপাশে সরু ধাতব ফ্রেম থাকায় ব্যবহারকারীদের হাতের তালু আইফোনের পর্দা স্পর্শ করে থাকে। এর ফলে পর্দার অন্য কোনো স্থান স্পর্শ করলে তা সাড়া দেয় না। আইফোনের অতি সংবেদনশীল স্পর্শ প্রতিরোধী অ্যালগরিদমের জন্য এ ধরনের সমস্যা হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক বলছে, হার্ডওয়্যার নয়, বড় সফটওয়্যারের কোনো ত্রুটি থেকে এই সমস্যা হচ্ছে। আইফোনের ‘অ্য়াক্সিডেন্টাল টাচ রিজেকশন’ অ্যালগরিদম অতিরিক্ত সংবেদশীল। ফলে উদ্দেশ্যপূর্ণ টাচগুলোও আইফোন অগ্রাহ্য করে। এ জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রেতা এই সমস্যার কথা সামনে এনেছে। অনিচ্ছাকৃত টাচ বুঝলে ফোনটি কিছু সময়ের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সে সময় টাচ কাজ করবে না। প্রতিবেদনে বলা হয়েছে, লক থাকা অবস্থায় এই সমস্যা হচ্ছে না। শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
আইওএস ১৮ এবং আইওএস ১৮.১ সংস্করণের আইফোন ১৬ প্রো ব্যবহারকারীদের অনেকেই এই সমস্যায় পড়েছেন।
আইফোন ১৬ প্রো-এর স্ক্রিনে চিকন বেজেলের কারণে সমস্যাটি বেশি হতে পারে। এই চিকন বেজেলের কারণে ব্যবহারকারীদের ত্বক ডিসপ্লের প্রান্তে বেশি স্পর্শ করে। আর অল্প স্পর্শেই আইফোনের টাচ রিজেকশন ফিচারটি চালু হয়ে যায়। ফলে কোনো কাজের জন্য আইফোনে টাচ করলে ফোনটি সেটি বুঝতে পারে না।
তবে নতুন আপডেটে এই সমস্যার সমাধান হতে পারে।
তথ্যসূত্র: ফোর্বস ও নাইনটুফাইভ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে