প্রযুক্তি ডেস্ক, ঢাকা
আপনার ঘরে ইঁদুরের উপদ্রব বেড়েছে? ওষুধ বা ইঁদুর মারার কলেও কাজ হচ্ছে না? তাতে কী! সবকিছুই যখন প্রযুক্তিনির্ভর, তখন ইঁদুরই-বা বাদ যাবে কেন?এখন ইঁদুর মারতেও ব্যবহার করা হবে প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে বড় কীট নিয়ন্ত্রণ সংস্থা রেন্টওকিল ইনিশিয়াল ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের মাধ্যমে ইঁদুর নির্মূল করার পরিকল্পনা করছে। এখন নির্দিষ্ট মানুষজনের বাড়িতে বাড়িতে চলছে এর ব্যবহারিক পরীক্ষা। ১৮ মাস আগে ভোডাফোনের সহযোগিতায় ইঁদুর শনাক্তকরণের বিশেষ এ সফটওয়্যার নির্মাণের কাজ শুরু করে রেন্টওকিল ইনিশিয়াল। তাদের প্রত্যাশা, কীটনাশক ব্যবহারের সংস্কৃতিকে বদলে দেবে এ সফটওয়্যার।
এই সফটওয়্যার নির্মাণের জন্য রেন্টওকিল দীর্ঘদিন ল্যাবে ইঁদুরদের আচরণের ওপর গবেষণা করেছে। এই গবেষণা থেকে পাওয়া সব তথ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যুক্ত করা হয়েছে সফটওয়্যারটির অপারেটিং সিস্টেমে। ল্যাবে পরীক্ষার পর তারা ইঁদুরের আচরণের পার্থক্য শনাক্তকরণে সফটওয়্যারটির সক্ষমতা বৃদ্ধি করে।
রেন্টওকিল ইনিশিয়ালের চিফ এক্সিকিউটিভ অ্যান্ডি র্যানসম জানিয়েছেন, ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে প্রতিটি ইঁদুরের আচরণের পার্থক্য স্পষ্টভাবে বোঝা যাবে। এর মাধ্যমে এটাও বোঝা যাবে যে বাসার কোন জায়গায় ইঁদুরগুলো থাকে, খায় বা বাচ্চার জন্ম দিচ্ছে। কোন ইঁদুরটি বাসার জিনিসপত্র নষ্ট করছে বা বিল্ডিংয়ের কোন দিক দিয়ে ইঁদুরগুলো আসে। গতকাল যে ইঁদুরটি আপনার ঘুম হারাম করেছিল, আপনার সামনে থাকা ইঁদুরটি সেটিই কি না, তাও বোঝা যাবে এই সফটওয়্যার দিয়ে।
আপনার ঘরে ইঁদুরের উপদ্রব বেড়েছে? ওষুধ বা ইঁদুর মারার কলেও কাজ হচ্ছে না? তাতে কী! সবকিছুই যখন প্রযুক্তিনির্ভর, তখন ইঁদুরই-বা বাদ যাবে কেন?এখন ইঁদুর মারতেও ব্যবহার করা হবে প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে বড় কীট নিয়ন্ত্রণ সংস্থা রেন্টওকিল ইনিশিয়াল ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের মাধ্যমে ইঁদুর নির্মূল করার পরিকল্পনা করছে। এখন নির্দিষ্ট মানুষজনের বাড়িতে বাড়িতে চলছে এর ব্যবহারিক পরীক্ষা। ১৮ মাস আগে ভোডাফোনের সহযোগিতায় ইঁদুর শনাক্তকরণের বিশেষ এ সফটওয়্যার নির্মাণের কাজ শুরু করে রেন্টওকিল ইনিশিয়াল। তাদের প্রত্যাশা, কীটনাশক ব্যবহারের সংস্কৃতিকে বদলে দেবে এ সফটওয়্যার।
এই সফটওয়্যার নির্মাণের জন্য রেন্টওকিল দীর্ঘদিন ল্যাবে ইঁদুরদের আচরণের ওপর গবেষণা করেছে। এই গবেষণা থেকে পাওয়া সব তথ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যুক্ত করা হয়েছে সফটওয়্যারটির অপারেটিং সিস্টেমে। ল্যাবে পরীক্ষার পর তারা ইঁদুরের আচরণের পার্থক্য শনাক্তকরণে সফটওয়্যারটির সক্ষমতা বৃদ্ধি করে।
রেন্টওকিল ইনিশিয়ালের চিফ এক্সিকিউটিভ অ্যান্ডি র্যানসম জানিয়েছেন, ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে প্রতিটি ইঁদুরের আচরণের পার্থক্য স্পষ্টভাবে বোঝা যাবে। এর মাধ্যমে এটাও বোঝা যাবে যে বাসার কোন জায়গায় ইঁদুরগুলো থাকে, খায় বা বাচ্চার জন্ম দিচ্ছে। কোন ইঁদুরটি বাসার জিনিসপত্র নষ্ট করছে বা বিল্ডিংয়ের কোন দিক দিয়ে ইঁদুরগুলো আসে। গতকাল যে ইঁদুরটি আপনার ঘুম হারাম করেছিল, আপনার সামনে থাকা ইঁদুরটি সেটিই কি না, তাও বোঝা যাবে এই সফটওয়্যার দিয়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২০ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে