ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করলে বিভিন্ন ধরনের পপআপ (ছোট ধরনের উইন্ডো অনুমতি ছাড়াই চলে আসে) সামনে চলে আসতে পারে। এগুলো ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর মনোযোগ বিঘ্ন করে। এসব পপআপ সরানোর জন্য ‘ডিসট্রাকশন কন্ট্রোল’ ফিচার সাফারি ব্রাউজারে যুক্ত করল অ্যাপল।
আইওএস ১৮ বেটা ৫ ও ম্যাকওএস সেকোইয়া বেটা ৫ ডেভেলপার সংস্করণে এই ফিচার চালু করা হয়েছে। ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দিতে এই সুবিধা নিয়ে আসা হয়েছে। ওয়েব পেজের কিছু সাইন ইন পপআপ ও কনটেন্ট ওভারলে সরাতে সাহায্য করবে এই টুল।
সাফারি পেজ মেনু থেকে চালু করা যাবে ফিচারটি। ব্যবহারকারীরা নতুন ‘হাইড ডিসট্রাকশন আইটেমস’ অপশন এই মেনুতে পাবে। এর পাশের টগল বাটনটি চালু করতে হবে।
ব্যবহারকারীরা ওয়েবপেজের বিভিন্ন উপাদান সরানোর সুযোগ পাবে। ওয়েবপেজগুলো রিফ্রেশ করলেও এসব পপআপ লুকিয়ে রাখবে ফিচারটি।
অ্যাপল বলছে, ওয়েবসাইট থেকে কোনো উপাদান নিজে নিজে সরাবে না অ্যাপল। যেগুলো শুধু একটি একটি করে ব্যবহারকারীরা সরাবে, সেগুলোই লুকানো হবে।
কোম্পানিটি আরও বলে, ফিচারটি অ্যাড ব্লকার হিসেবে কাজ করবে না। ফিচারটি ব্যবহার করে কিছু সময়ের জন্য ওয়েবসাইটের বিজ্ঞাপন বন্ধ করলেও কিছুক্ষণ বিজ্ঞাপনটি আবার দেখা যাবে।
ফিচারটি যে বিজ্ঞাপন বন্ধ করবে না, তা এই প্রথমবার ব্যবহার করার সময় ব্যবহারকারীদের জানানো হবে।
পপআপগুলো ওয়েবসাইটে পুনরায় দেখতে চাইলে পেজ মেনু থেকে ‘শো হিডেন আইটেম’-এ ট্যাপ করতে হবে। ফিচারটি ব্যবহার করে যেসব পপআপ লুকানো হয়েছে তার একটি তালিকা দেখা যাবে।
ডিসট্রাকশন কন্ট্রোল ফিচারটি আইওএস ১৮ বেটা ৫, আইপ্যাড ১৮ বেটা ৫ ও ম্যাকওএস সেকোইয়া বেটা ৫ সংস্করণে পাওয়া যাবে।
বর্তমানে শুধু অ্যাপ ডেভেলপাররা এই ফিচার ব্যবহার করতে পারবে। চলতি বছরের নতুন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের মাধ্যমে আইফোনে ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করলে বিভিন্ন ধরনের পপআপ (ছোট ধরনের উইন্ডো অনুমতি ছাড়াই চলে আসে) সামনে চলে আসতে পারে। এগুলো ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর মনোযোগ বিঘ্ন করে। এসব পপআপ সরানোর জন্য ‘ডিসট্রাকশন কন্ট্রোল’ ফিচার সাফারি ব্রাউজারে যুক্ত করল অ্যাপল।
আইওএস ১৮ বেটা ৫ ও ম্যাকওএস সেকোইয়া বেটা ৫ ডেভেলপার সংস্করণে এই ফিচার চালু করা হয়েছে। ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দিতে এই সুবিধা নিয়ে আসা হয়েছে। ওয়েব পেজের কিছু সাইন ইন পপআপ ও কনটেন্ট ওভারলে সরাতে সাহায্য করবে এই টুল।
সাফারি পেজ মেনু থেকে চালু করা যাবে ফিচারটি। ব্যবহারকারীরা নতুন ‘হাইড ডিসট্রাকশন আইটেমস’ অপশন এই মেনুতে পাবে। এর পাশের টগল বাটনটি চালু করতে হবে।
ব্যবহারকারীরা ওয়েবপেজের বিভিন্ন উপাদান সরানোর সুযোগ পাবে। ওয়েবপেজগুলো রিফ্রেশ করলেও এসব পপআপ লুকিয়ে রাখবে ফিচারটি।
অ্যাপল বলছে, ওয়েবসাইট থেকে কোনো উপাদান নিজে নিজে সরাবে না অ্যাপল। যেগুলো শুধু একটি একটি করে ব্যবহারকারীরা সরাবে, সেগুলোই লুকানো হবে।
কোম্পানিটি আরও বলে, ফিচারটি অ্যাড ব্লকার হিসেবে কাজ করবে না। ফিচারটি ব্যবহার করে কিছু সময়ের জন্য ওয়েবসাইটের বিজ্ঞাপন বন্ধ করলেও কিছুক্ষণ বিজ্ঞাপনটি আবার দেখা যাবে।
ফিচারটি যে বিজ্ঞাপন বন্ধ করবে না, তা এই প্রথমবার ব্যবহার করার সময় ব্যবহারকারীদের জানানো হবে।
পপআপগুলো ওয়েবসাইটে পুনরায় দেখতে চাইলে পেজ মেনু থেকে ‘শো হিডেন আইটেম’-এ ট্যাপ করতে হবে। ফিচারটি ব্যবহার করে যেসব পপআপ লুকানো হয়েছে তার একটি তালিকা দেখা যাবে।
ডিসট্রাকশন কন্ট্রোল ফিচারটি আইওএস ১৮ বেটা ৫, আইপ্যাড ১৮ বেটা ৫ ও ম্যাকওএস সেকোইয়া বেটা ৫ সংস্করণে পাওয়া যাবে।
বর্তমানে শুধু অ্যাপ ডেভেলপাররা এই ফিচার ব্যবহার করতে পারবে। চলতি বছরের নতুন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের মাধ্যমে আইফোনে ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে