অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) এআই চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। গত রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণের সুযোগ দিতে পারে।
‘ইউয়ুয়ান তানতিয়ান’ নামে পরিচিত অ্যাকাউন্টটি চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভির সঙ্গে সম্পর্কিত। ওই নিবন্ধে আরও বলা হয়েছে, এইচ২০ চিপগুলো প্রযুক্তিগতভাবে উন্নত নয়, পরিবেশবান্ধবও নয়। আর যখন কোনো ধরনের চিপ পরিবেশবান্ধব নয়, উন্নত নয়, নিরাপদও নয়, তখন একজন ভোক্তা হিসেবে আমাদের অবশ্যই সেটি না কেনার অধিকার আছে।
এই অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এনভিডিয়া।
২০২৩ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র সরকার চীনে উন্নত এআই চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলে চীনা বাজারের জন্য এইচ২০ নামের বিশেষ চিপ তৈরি করে এনভিডিয়া। তবে চলতি বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জুলাইয়ে এসে সেই নিষেধাজ্ঞা আবার প্রত্যাহার করা হয়।
এর মধ্যেই গত ৩১ জুলাই চীনের সাইবার স্পেস প্রশাসন (সিএসি) এনভিডিয়াকে তলব করে এবং জানতে চায়—এইচ২০ চিপে কোনো ব্যাক ডোর বা নিরাপত্তার ফাঁকফোকর আছে কি না, যা দিয়ে স্বাভাবিক নিরাপত্তা নিয়ম এড়িয়ে দূর থেকে নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে।
এনভিডিয়া অবশ্য জানিয়েছে, তাদের কোনো পণ্যে এমন ব্যাক ডোর নেই, যার মাধ্যমে দূর থেকে প্রবেশ বা নিয়ন্ত্রণ নেওয়া যায়।
তবে ইউয়ুয়ান তানতিয়ানের নিবন্ধে দাবি করা হয়, এনভিডিয়ার চিপ দিয়ে ‘রিমোট শাটডাউন’ বা দূর থেকে বন্ধ করে দেওয়ার মতো কাজ সম্ভব। আর সেটা সম্ভব হয় একটি হার্ডওয়্যার ব্যাক ডোরের মাধ্যমে।
এই প্রতিবেদনটি এমন একসময়ে আসে, যখন চীনের আরেক রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ‘পিপলস ডেইলি’ও এনভিডিয়াকে নিয়ে সমালোচনা করে। চলতি মাসের শুরুতে একটি মন্তব্য নিবন্ধে তারা বলেছিল, চীনা গ্রাহকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, তা দূর করতে হলে এনভিডিয়াকে ‘বিশ্বাসযোগ্য নিরাপত্তা প্রমাণ’ হাজির করতে হবে এবং বাজারের আস্থা পুনরুদ্ধার করতে হবে।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) এআই চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। গত রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণের সুযোগ দিতে পারে।
‘ইউয়ুয়ান তানতিয়ান’ নামে পরিচিত অ্যাকাউন্টটি চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভির সঙ্গে সম্পর্কিত। ওই নিবন্ধে আরও বলা হয়েছে, এইচ২০ চিপগুলো প্রযুক্তিগতভাবে উন্নত নয়, পরিবেশবান্ধবও নয়। আর যখন কোনো ধরনের চিপ পরিবেশবান্ধব নয়, উন্নত নয়, নিরাপদও নয়, তখন একজন ভোক্তা হিসেবে আমাদের অবশ্যই সেটি না কেনার অধিকার আছে।
এই অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এনভিডিয়া।
২০২৩ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র সরকার চীনে উন্নত এআই চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলে চীনা বাজারের জন্য এইচ২০ নামের বিশেষ চিপ তৈরি করে এনভিডিয়া। তবে চলতি বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জুলাইয়ে এসে সেই নিষেধাজ্ঞা আবার প্রত্যাহার করা হয়।
এর মধ্যেই গত ৩১ জুলাই চীনের সাইবার স্পেস প্রশাসন (সিএসি) এনভিডিয়াকে তলব করে এবং জানতে চায়—এইচ২০ চিপে কোনো ব্যাক ডোর বা নিরাপত্তার ফাঁকফোকর আছে কি না, যা দিয়ে স্বাভাবিক নিরাপত্তা নিয়ম এড়িয়ে দূর থেকে নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে।
এনভিডিয়া অবশ্য জানিয়েছে, তাদের কোনো পণ্যে এমন ব্যাক ডোর নেই, যার মাধ্যমে দূর থেকে প্রবেশ বা নিয়ন্ত্রণ নেওয়া যায়।
তবে ইউয়ুয়ান তানতিয়ানের নিবন্ধে দাবি করা হয়, এনভিডিয়ার চিপ দিয়ে ‘রিমোট শাটডাউন’ বা দূর থেকে বন্ধ করে দেওয়ার মতো কাজ সম্ভব। আর সেটা সম্ভব হয় একটি হার্ডওয়্যার ব্যাক ডোরের মাধ্যমে।
এই প্রতিবেদনটি এমন একসময়ে আসে, যখন চীনের আরেক রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ‘পিপলস ডেইলি’ও এনভিডিয়াকে নিয়ে সমালোচনা করে। চলতি মাসের শুরুতে একটি মন্তব্য নিবন্ধে তারা বলেছিল, চীনা গ্রাহকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, তা দূর করতে হলে এনভিডিয়াকে ‘বিশ্বাসযোগ্য নিরাপত্তা প্রমাণ’ হাজির করতে হবে এবং বাজারের আস্থা পুনরুদ্ধার করতে হবে।
তথ্যসূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৭ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৭ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৭ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৭ দিন আগে