কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর ও বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
নতুন এসব লেন্সের মধ্যে কিছু অত্যন্ত আকর্ষণীয় ও মজার ইফেক্ট দেখা যাবে। যেমন: একটি লেন্স ব্যবহারকারীর কাঁধে একটি ভার্চুয়াল শিয়াল বসিয়ে দেবে, আরেকটি লেন্সে স্ক্রিনে একাধিক র্যাকুন (একধরনের প্রাণী) দৌড়ে বেড়াবে। আরও একটি লেন্স ব্যবহারকারীদের চারপাশে বসন্তের ফুল ফুটিয়ে তোলার পাশাপাশি একটি স্নিগ্ধ সিনেমাটিক জুম ইফেক্ট দেবে।
এসব ইফেক্ট ব্যবহারের জন্য প্রথমে একটি লেন্স নির্বাচন করতে হবে ব্যবহারকারীদের। এরপর ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিওটি ধারণের পর স্ন্যাপচ্যাট এআই ব্যবহার করে কনটেক্সট-অ্যাওয়ার অ্যানিমেশন তৈরি হবে, যা নির্বাচিত ইফেক্টের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। পরিশেষে, তৈরি করা ভিডিওটি ‘মেমোরিজ’-এ সেভ হয়ে যাবে। ফলে ভিডিওগুলো শেয়ার করা বা আবার দেখা যাবে।
বর্তমানে এই নতুন ভিডিও লেন্সগুলো শুধু স্ন্যাপচ্যাট প্লাস প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। এই প্ল্যানে সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ১৫ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীদের কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।
এক ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট বলেছে, এই লেন্সগুলো আমাদের নিজস্ব নির্মিত জেনারেটিভ ভিডিও মডেলের মাধ্যমে পরিচালিত। স্ন্যাপচ্যাট আজকের সবচেয়ে আধুনিক এআই টুলগুলোকে পরিচিত লেন্স ফরম্যাটে নিয়ে আসে। আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে আমরা প্রথম থেকে অ্যাডভান্সড এআর, এমএল এবং এআই টুলস কমিউনিটির কাছে সরাসরি পৌঁছে দিয়েছি এবং আমরা অপেক্ষা করছি ব্যবহারকারীরা এই নতুন ফিচারগুলো ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করবে।
প্রতি সপ্তাহেই নতুন নতুন লেন্স যোগ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সব সময় নতুন থাকবে।
স্ন্যাপচ্যাটে এআই প্রযুক্তির উন্নতির ফলে নতুন লেন্সগুলোর পার্সোনালাইজড ফিচার আগের লেন্সগুলোর থেকে অনেকটাই আলাদা। এর আগে স্ন্যাপচ্যাপ এআই টেক্সট-টু-ইমেজ মডেল উন্মোচন করেছিল, যা ভবিষ্যতে আরও নতুন ফিচারের জন্য কাজ করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর ও বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
নতুন এসব লেন্সের মধ্যে কিছু অত্যন্ত আকর্ষণীয় ও মজার ইফেক্ট দেখা যাবে। যেমন: একটি লেন্স ব্যবহারকারীর কাঁধে একটি ভার্চুয়াল শিয়াল বসিয়ে দেবে, আরেকটি লেন্সে স্ক্রিনে একাধিক র্যাকুন (একধরনের প্রাণী) দৌড়ে বেড়াবে। আরও একটি লেন্স ব্যবহারকারীদের চারপাশে বসন্তের ফুল ফুটিয়ে তোলার পাশাপাশি একটি স্নিগ্ধ সিনেমাটিক জুম ইফেক্ট দেবে।
এসব ইফেক্ট ব্যবহারের জন্য প্রথমে একটি লেন্স নির্বাচন করতে হবে ব্যবহারকারীদের। এরপর ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিওটি ধারণের পর স্ন্যাপচ্যাট এআই ব্যবহার করে কনটেক্সট-অ্যাওয়ার অ্যানিমেশন তৈরি হবে, যা নির্বাচিত ইফেক্টের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। পরিশেষে, তৈরি করা ভিডিওটি ‘মেমোরিজ’-এ সেভ হয়ে যাবে। ফলে ভিডিওগুলো শেয়ার করা বা আবার দেখা যাবে।
বর্তমানে এই নতুন ভিডিও লেন্সগুলো শুধু স্ন্যাপচ্যাট প্লাস প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। এই প্ল্যানে সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ১৫ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীদের কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।
এক ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট বলেছে, এই লেন্সগুলো আমাদের নিজস্ব নির্মিত জেনারেটিভ ভিডিও মডেলের মাধ্যমে পরিচালিত। স্ন্যাপচ্যাট আজকের সবচেয়ে আধুনিক এআই টুলগুলোকে পরিচিত লেন্স ফরম্যাটে নিয়ে আসে। আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে আমরা প্রথম থেকে অ্যাডভান্সড এআর, এমএল এবং এআই টুলস কমিউনিটির কাছে সরাসরি পৌঁছে দিয়েছি এবং আমরা অপেক্ষা করছি ব্যবহারকারীরা এই নতুন ফিচারগুলো ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করবে।
প্রতি সপ্তাহেই নতুন নতুন লেন্স যোগ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সব সময় নতুন থাকবে।
স্ন্যাপচ্যাটে এআই প্রযুক্তির উন্নতির ফলে নতুন লেন্সগুলোর পার্সোনালাইজড ফিচার আগের লেন্সগুলোর থেকে অনেকটাই আলাদা। এর আগে স্ন্যাপচ্যাপ এআই টেক্সট-টু-ইমেজ মডেল উন্মোচন করেছিল, যা ভবিষ্যতে আরও নতুন ফিচারের জন্য কাজ করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে