নিজস্ব প্রতিবেদক
ঢাকা : দেশের দুর্গম ইউনিয়নগুলোয় বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (২ মে) আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চ্যুয়াল পরিসরে অনুষ্ঠিত `কানেক্টেড বাংলাদেশ' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, ইউনিয়ন পর্যায়ের টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাগুলোকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনাই কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের উদ্দেশ্য। বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এর আওতায় ব্রডব্যান্ড নেটওয়ার্কে যুক্ত হবে দেশের দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে ইন্টারনেট আমাদের মৌলিক চাহিদা পূরণের হাতিয়ার। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে বিটিসিএল ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কাজ করছে।এ প্রকল্পের মাধ্যমে মোট ৩ হাজার ৮০০টি ইউনিয়নকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, `খুব দ্রুতই আমাদের মূল অবকাঠামোগত উন্নয়ন শেষ হবে। বাকি ইউনিয়নগুলোকে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করা হবে।'
২০২১ সালের মধ্যেই সাড়ে চার হাজার ইউনিয়নকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হবে জানিয়ে জিয়াউল আলম বলেন, এর মাধ্যমে দুর্গম অঞ্চলগুলোতে ই–কমার্স, ই-সার্ভিস, টেলিমেডিসিন সেবার প্রসার ঘটবে। এতে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের পরিচালক জগদীশ চন্দ্র সরকার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক পার্থ প্রতিম দেব ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।
ঢাকা : দেশের দুর্গম ইউনিয়নগুলোয় বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (২ মে) আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চ্যুয়াল পরিসরে অনুষ্ঠিত `কানেক্টেড বাংলাদেশ' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, ইউনিয়ন পর্যায়ের টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাগুলোকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনাই কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের উদ্দেশ্য। বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এর আওতায় ব্রডব্যান্ড নেটওয়ার্কে যুক্ত হবে দেশের দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে ইন্টারনেট আমাদের মৌলিক চাহিদা পূরণের হাতিয়ার। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে বিটিসিএল ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কাজ করছে।এ প্রকল্পের মাধ্যমে মোট ৩ হাজার ৮০০টি ইউনিয়নকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, `খুব দ্রুতই আমাদের মূল অবকাঠামোগত উন্নয়ন শেষ হবে। বাকি ইউনিয়নগুলোকে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করা হবে।'
২০২১ সালের মধ্যেই সাড়ে চার হাজার ইউনিয়নকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হবে জানিয়ে জিয়াউল আলম বলেন, এর মাধ্যমে দুর্গম অঞ্চলগুলোতে ই–কমার্স, ই-সার্ভিস, টেলিমেডিসিন সেবার প্রসার ঘটবে। এতে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের পরিচালক জগদীশ চন্দ্র সরকার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক পার্থ প্রতিম দেব ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫