প্রযুক্তি ডেস্ক
ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট ও ব্লগ তৈরির অন্যতম জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস একটি ওপেন-সোর্স সিএমএস বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা পিএইচপি(PHP) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ওপেন-সোর্স সফটওয়্যার হওয়ার ফলে যেকেউ ওয়ার্ডপ্রেস বিনা মূল্যে ব্যবহার ও মোডিফাই করতে পারে। বর্তমানে বিশ্বের সকল ওয়েবসাইটের প্রায় ৪০ শতাংশ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি থাকে।
ওয়েবসাইট তৈরির কাজকে ওয়ার্ডপ্রেস সহজ করে দিয়েছে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যেকেউ খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবে। ছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরিতে কোনো প্রকার কোডিং সম্পর্কে জ্ঞান না থাকলেও চলে।
WordPress.org হলো ওয়েবসাইটের জন্য একটি ফ্রি ও ওপেন-সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্ল্যাটফর্ম। অন্যদিকে WordPress.com হলো মূলত একটি ওয়েব হোস্টিং কোম্পানি, যা WordPress.org এর সফটওয়্যার ব্যবহার করে টাকার বিনিময়ে ওয়েব হোস্টিং সেবা এবং ওয়েবসাইট তৈরির সুবিধা দিয়ে থাকে।
ওয়ার্ডপ্রেস এর যাত্রা একটি ব্লগ তৈরির সাধারণ টুল হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ওয়ার্ডপ্রেস এর রূপ ও কার্যকারিতা। বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এই ব্যাপারটি আরও সহজ হয়েছে ওয়ার্ডপ্রেস এর ডিরেক্টরিতে থাকা অসংখ্য থিম ও প্লাগইন এর সাহায্যে।
উদাহরণস্বরূপ, ওয়ার্ডপ্রেস শুধুমাত্র বিজনেস ওয়েবসাইট কিংবা ব্লগ তৈরিতেই নয়, বরং ই-কমার্স সাইট তৈরিরও অন্যতম জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি করা সম্ভব এমন কিছু ধরনের সাইট হলো–ই-কমার্স স্টোর,ব্লগ,পোর্টফোলিও,বিজনেস ওয়েবসাইট,ফোরাম,সোশ্যাল নেটওয়ার্ক,মেম্বারশিপ সাইট ইত্যাদি।
উল্লিখিত ধরনের ওয়েবসাইট ছাড়াও একাধিক ক্যাটাগরি মিশিয়েও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যাবে মোটামুটি ভাবা যায় এমন যেকোনো ধরনের ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দ্বারা বানানো সম্ভব।
ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এমন কিছু উল্লেখযোগ্য ওয়েবসাইট হলো–হোয়াইট হাউস এর অফিশিয়াল ওয়েবসাইট,মাইক্রোসফট এর অফিশিয়াল ব্লগ,আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক, বিবিসি আমেরিকা,বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ– টেক ক্রাঞ্চ,মিউজিক লেবেল–সনি মিউজিক, নিউ ইয়র্ক টাইমস,ওয়াল্ট ডিজনি কোম্পানি,এমটিভি নিউজ প্রভৃতি।
ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট ও ব্লগ তৈরির অন্যতম জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস একটি ওপেন-সোর্স সিএমএস বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা পিএইচপি(PHP) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ওপেন-সোর্স সফটওয়্যার হওয়ার ফলে যেকেউ ওয়ার্ডপ্রেস বিনা মূল্যে ব্যবহার ও মোডিফাই করতে পারে। বর্তমানে বিশ্বের সকল ওয়েবসাইটের প্রায় ৪০ শতাংশ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি থাকে।
ওয়েবসাইট তৈরির কাজকে ওয়ার্ডপ্রেস সহজ করে দিয়েছে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যেকেউ খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবে। ছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরিতে কোনো প্রকার কোডিং সম্পর্কে জ্ঞান না থাকলেও চলে।
WordPress.org হলো ওয়েবসাইটের জন্য একটি ফ্রি ও ওপেন-সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্ল্যাটফর্ম। অন্যদিকে WordPress.com হলো মূলত একটি ওয়েব হোস্টিং কোম্পানি, যা WordPress.org এর সফটওয়্যার ব্যবহার করে টাকার বিনিময়ে ওয়েব হোস্টিং সেবা এবং ওয়েবসাইট তৈরির সুবিধা দিয়ে থাকে।
ওয়ার্ডপ্রেস এর যাত্রা একটি ব্লগ তৈরির সাধারণ টুল হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ওয়ার্ডপ্রেস এর রূপ ও কার্যকারিতা। বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এই ব্যাপারটি আরও সহজ হয়েছে ওয়ার্ডপ্রেস এর ডিরেক্টরিতে থাকা অসংখ্য থিম ও প্লাগইন এর সাহায্যে।
উদাহরণস্বরূপ, ওয়ার্ডপ্রেস শুধুমাত্র বিজনেস ওয়েবসাইট কিংবা ব্লগ তৈরিতেই নয়, বরং ই-কমার্স সাইট তৈরিরও অন্যতম জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি করা সম্ভব এমন কিছু ধরনের সাইট হলো–ই-কমার্স স্টোর,ব্লগ,পোর্টফোলিও,বিজনেস ওয়েবসাইট,ফোরাম,সোশ্যাল নেটওয়ার্ক,মেম্বারশিপ সাইট ইত্যাদি।
উল্লিখিত ধরনের ওয়েবসাইট ছাড়াও একাধিক ক্যাটাগরি মিশিয়েও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যাবে মোটামুটি ভাবা যায় এমন যেকোনো ধরনের ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দ্বারা বানানো সম্ভব।
ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এমন কিছু উল্লেখযোগ্য ওয়েবসাইট হলো–হোয়াইট হাউস এর অফিশিয়াল ওয়েবসাইট,মাইক্রোসফট এর অফিশিয়াল ব্লগ,আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক, বিবিসি আমেরিকা,বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ– টেক ক্রাঞ্চ,মিউজিক লেবেল–সনি মিউজিক, নিউ ইয়র্ক টাইমস,ওয়াল্ট ডিজনি কোম্পানি,এমটিভি নিউজ প্রভৃতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫