অনলাইন ডেস্ক
বিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটর প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস-২০২৫ সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
গেমারদের জন্য নজিরবিহীন গতির অভিজ্ঞতা দিতে এটি ২৭ ইঞ্চির একটি কিউডি-ওএলইডি প্যানেল ব্যবহার করছে, যার রেজল্যুশন ২৫৬০ × ১৪৪০ (কিউএইচডি)। এর রেসপন্স টাইম মাত্র দশমিক শূন্য ৩ মিলিসেকেন্ড, যার ফলে দ্রুতগতির গেমিংয়ে মোশন ব্লার একেবারেই কমে আসবে।
মনিটরটির মাধ্যমে গাঢ় কনট্রাস্ট ও উজ্জ্বল রঙের অভিজ্ঞতা পাওয়া যাবে। এ ছাড়া গেম খেলার সময় স্ক্রিনে দৃশ্য কেটে কেটে যাবে না।
মনিটরটির সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিটস এবং এতে রয়েছে স্যামসাং গ্লেয়ার ফ্রি কোটিং, যা প্রতিফলন কমাতে সাহায্য করে। দীর্ঘ সময় ব্যবহারে যাতে ওএলইডি স্ক্রিন গরম না হয়, সে জন্য এতে আছে ওএলইডি সেফগার্ড প্লাস প্রযুক্তি। পালসেটিং হিট পাইপ, থার্মাল মড্যুলেশন সিস্টেম এবং স্ট্যাটিক উপাদান শনাক্ত করার ফিচারের সমন্বয়ে এই প্রযুক্তি গঠিত।
ডিজাইনের দিক থেকে এটি একটি পাতলা ও সমতল স্ক্রিনের মনিটর। পেছনে রয়েছে কোর লাইটনিংপ্লাস প্রযুক্তি, যা হালকা ধরনের অ্যাম্বিয়েন্ট আরজিবি আলো দেবে। নিজের চোখের আরাম অনুযায়ী এই মনিটরের স্ট্যান্ডটি আগে-পিছে কাত করে নেওয়া যাবে। এ ছাড়া স্ট্যান্ড বাদ দিয়েও মনিটরটি দেয়ালেও মাউন্ট বা লাগানোর সুবিধা রয়েছে।
অন্য ডিভাইসের সংযোগব্যবস্থায় আছে দুটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ ইনপুট এবং ইউএসবি হাব। মনিটরটিতে স্যামসাংয়ের গেমিং হাব যুক্ত আছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কনসোল ব্যবহার করতে পারবেন।
স্যামসাং জানিয়েছে, প্রাথমিকভাবে মনিটরটি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে এটি অন্যান্য দেশে বাজারজাত করা হবে।
সিঙ্গাপুরে মনিটরটির দাম ধরা হয়েছে ১ হাজার ৪৮৮ সিঙ্গাপুর ডলার, যা প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলারের সমান। তবে যুক্তরাষ্ট্রে এটি ১ হাজার ৩০০ ডলারে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
বিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটর প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস-২০২৫ সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
গেমারদের জন্য নজিরবিহীন গতির অভিজ্ঞতা দিতে এটি ২৭ ইঞ্চির একটি কিউডি-ওএলইডি প্যানেল ব্যবহার করছে, যার রেজল্যুশন ২৫৬০ × ১৪৪০ (কিউএইচডি)। এর রেসপন্স টাইম মাত্র দশমিক শূন্য ৩ মিলিসেকেন্ড, যার ফলে দ্রুতগতির গেমিংয়ে মোশন ব্লার একেবারেই কমে আসবে।
মনিটরটির মাধ্যমে গাঢ় কনট্রাস্ট ও উজ্জ্বল রঙের অভিজ্ঞতা পাওয়া যাবে। এ ছাড়া গেম খেলার সময় স্ক্রিনে দৃশ্য কেটে কেটে যাবে না।
মনিটরটির সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিটস এবং এতে রয়েছে স্যামসাং গ্লেয়ার ফ্রি কোটিং, যা প্রতিফলন কমাতে সাহায্য করে। দীর্ঘ সময় ব্যবহারে যাতে ওএলইডি স্ক্রিন গরম না হয়, সে জন্য এতে আছে ওএলইডি সেফগার্ড প্লাস প্রযুক্তি। পালসেটিং হিট পাইপ, থার্মাল মড্যুলেশন সিস্টেম এবং স্ট্যাটিক উপাদান শনাক্ত করার ফিচারের সমন্বয়ে এই প্রযুক্তি গঠিত।
ডিজাইনের দিক থেকে এটি একটি পাতলা ও সমতল স্ক্রিনের মনিটর। পেছনে রয়েছে কোর লাইটনিংপ্লাস প্রযুক্তি, যা হালকা ধরনের অ্যাম্বিয়েন্ট আরজিবি আলো দেবে। নিজের চোখের আরাম অনুযায়ী এই মনিটরের স্ট্যান্ডটি আগে-পিছে কাত করে নেওয়া যাবে। এ ছাড়া স্ট্যান্ড বাদ দিয়েও মনিটরটি দেয়ালেও মাউন্ট বা লাগানোর সুবিধা রয়েছে।
অন্য ডিভাইসের সংযোগব্যবস্থায় আছে দুটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ ইনপুট এবং ইউএসবি হাব। মনিটরটিতে স্যামসাংয়ের গেমিং হাব যুক্ত আছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কনসোল ব্যবহার করতে পারবেন।
স্যামসাং জানিয়েছে, প্রাথমিকভাবে মনিটরটি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে এটি অন্যান্য দেশে বাজারজাত করা হবে।
সিঙ্গাপুরে মনিটরটির দাম ধরা হয়েছে ১ হাজার ৪৮৮ সিঙ্গাপুর ডলার, যা প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলারের সমান। তবে যুক্তরাষ্ট্রে এটি ১ হাজার ৩০০ ডলারে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে