ভুলক্রমে ১২৫ বিলিয়ন বা ১২ হাজার ৫০০ কোটি ডলারের পেনশন ফান্ডের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল গুগল। এর ফলে ইউনিসুপার কোম্পানির প্রায় ৫ লাখ সদস্য এক সপ্তাহ ধরে তাদের পেনশন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইউনিসুপার হলো একটি অস্ট্রেলিয়ার পেনশন তহবিল, যা দেশটির উচ্চশিক্ষা ও গবেষণা খাতে কর্মরত কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের সুবিধা দেয়। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, কলেজ, বা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি অবসর গ্রহণের জন্য সঞ্চয় করতে সাহায্য করার জন্য ইউনিসুপারের পেনশন সেবাগুলো সাহায্য করতে পারে।
গুগল ক্লাউডে ‘একধরনের’ ভুল কনফিগারেশনের ফলে ঘটনাটি ঘটেছে। ইউনিসুপারের সিইও পিটার চুন ও গুগল ক্লাউডের গ্লোবাল সিইও টমাস কুরিয়ান সদস্যদের কাছে যৌথভাবে ক্ষমা চেয়েছে এবং এই ভুলকে ‘অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক’ হিসেবে স্বীকার করে। বিভ্রাটটি কোনো সাইবার-আক্রমণ ছিল না এবং এতে কোনো ব্যক্তিগত ডেটা আপস হয়নি বলে তারা সদস্যদের আশ্বস্ত করেছিল। ঘটনাটির জন্য গুগলের ক্লাউড সেবার ত্রুটিকে দায়ী করা হয়।
তাঁরা আরও বলেন, ইউনিসুপারের প্রাইভেট ক্লাউড সেবাগুলো দেওয়ার সময় ভুল কনফিগারেশনের কারণে ইউনিসুপারের ক্লাউড সাবস্ক্রিপশন মুছে যাওয়ায় এ ঘটনা ঘটে।
কোম্পানি দুটি দাবি করে, এটি একটি বিচ্ছিন্ন ‘ ঘটনা’, যা বিশ্বব্যাপী গুগল ক্লাউডের কোনো ক্লায়েন্টের সঙ্গে এর আগে ঘটেনি এবং এটি হওয়া উচিত হয়নি।
গুগল বলছে, ‘গুগল ক্লাউড সেই ত্রুটি চিহ্নিত করেছে, যার জন্য এই ব্যাঘাত ঘটে’ এবং এটি যাতে আবার না ঘটে তার জন্য ব্যবস্থা নিয়েছে।’
ঘটনাটি ঘটার এক সপ্তাহেরও বেশি সময় পর সেবাগুলো ধীরে ধীরে চালু হয়েছিল। বিনিয়োগ অ্যাকাউন্ট ব্যালেন্স প্রাথমিকভাবে আগের সপ্তাহের অনুরূপ ছিল। আপডেটগুলো যতটা সম্ভব দ্রুত করা হবে বলে সদস্যদের আশ্বস্ত করেছিল ইউনিসুপার।
২০২৩ সালে ইউনিসুপার তার কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ গুগল ক্লাউড প্ল্যাটফরম স্থানান্তরিত করেছে। প্রক্রিয়াটির মধ্যে ১ হাজার ৯০০টি ভার্চুয়াল মেশিনসহ বিভিন্ন কাজ গুগল ক্লাউডে স্থানান্তর করে। এর আগে আজুর ও আরেকটি কোম্পানির ক্লাউড সেবা ব্যবহার করত ইউনিসুপার।
ভুলক্রমে ১২৫ বিলিয়ন বা ১২ হাজার ৫০০ কোটি ডলারের পেনশন ফান্ডের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল গুগল। এর ফলে ইউনিসুপার কোম্পানির প্রায় ৫ লাখ সদস্য এক সপ্তাহ ধরে তাদের পেনশন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইউনিসুপার হলো একটি অস্ট্রেলিয়ার পেনশন তহবিল, যা দেশটির উচ্চশিক্ষা ও গবেষণা খাতে কর্মরত কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের সুবিধা দেয়। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, কলেজ, বা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি অবসর গ্রহণের জন্য সঞ্চয় করতে সাহায্য করার জন্য ইউনিসুপারের পেনশন সেবাগুলো সাহায্য করতে পারে।
গুগল ক্লাউডে ‘একধরনের’ ভুল কনফিগারেশনের ফলে ঘটনাটি ঘটেছে। ইউনিসুপারের সিইও পিটার চুন ও গুগল ক্লাউডের গ্লোবাল সিইও টমাস কুরিয়ান সদস্যদের কাছে যৌথভাবে ক্ষমা চেয়েছে এবং এই ভুলকে ‘অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক’ হিসেবে স্বীকার করে। বিভ্রাটটি কোনো সাইবার-আক্রমণ ছিল না এবং এতে কোনো ব্যক্তিগত ডেটা আপস হয়নি বলে তারা সদস্যদের আশ্বস্ত করেছিল। ঘটনাটির জন্য গুগলের ক্লাউড সেবার ত্রুটিকে দায়ী করা হয়।
তাঁরা আরও বলেন, ইউনিসুপারের প্রাইভেট ক্লাউড সেবাগুলো দেওয়ার সময় ভুল কনফিগারেশনের কারণে ইউনিসুপারের ক্লাউড সাবস্ক্রিপশন মুছে যাওয়ায় এ ঘটনা ঘটে।
কোম্পানি দুটি দাবি করে, এটি একটি বিচ্ছিন্ন ‘ ঘটনা’, যা বিশ্বব্যাপী গুগল ক্লাউডের কোনো ক্লায়েন্টের সঙ্গে এর আগে ঘটেনি এবং এটি হওয়া উচিত হয়নি।
গুগল বলছে, ‘গুগল ক্লাউড সেই ত্রুটি চিহ্নিত করেছে, যার জন্য এই ব্যাঘাত ঘটে’ এবং এটি যাতে আবার না ঘটে তার জন্য ব্যবস্থা নিয়েছে।’
ঘটনাটি ঘটার এক সপ্তাহেরও বেশি সময় পর সেবাগুলো ধীরে ধীরে চালু হয়েছিল। বিনিয়োগ অ্যাকাউন্ট ব্যালেন্স প্রাথমিকভাবে আগের সপ্তাহের অনুরূপ ছিল। আপডেটগুলো যতটা সম্ভব দ্রুত করা হবে বলে সদস্যদের আশ্বস্ত করেছিল ইউনিসুপার।
২০২৩ সালে ইউনিসুপার তার কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ গুগল ক্লাউড প্ল্যাটফরম স্থানান্তরিত করেছে। প্রক্রিয়াটির মধ্যে ১ হাজার ৯০০টি ভার্চুয়াল মেশিনসহ বিভিন্ন কাজ গুগল ক্লাউডে স্থানান্তর করে। এর আগে আজুর ও আরেকটি কোম্পানির ক্লাউড সেবা ব্যবহার করত ইউনিসুপার।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২০ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে