কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ছবি শনাক্তের নতুন টুল আনল গুগল। সিনথআইডি নামের টুলটি এআই দিয়ে অর্থাৎ কম্পিউটারে তৈরি বাস্তবসম্মত কৃত্রিম ছবি ও শিল্পকর্ম শনাক্তে সাহায্য করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সার্চ ইঞ্জিন জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে টুলটি গুগল ক্লাউড গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। এই টুলটি এআইয়ের তৈরি ছবির ভেতরে ডিজিটাল জলছাপ এম্বেড (ঢুকিয়ে দেয়) করে যা খালি চোখে দেখা যায় না। ফলে ছবির রং পরিবর্তন বা ক্রপ করা হলেও তা গুগলের টুলটি দিয়েই সহজে শনাক্ত করা যায়।
টেক্সট থেকে ছবি তৈরির একটি নতুন মডেল হলো ‘ইমাজেন’। বর্তমানে এই মডেলটি ব্যবহার করে সিনথআইডির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
যেভাবে কাজ করে সিনথআইডি
সাধারণ ছবিতে যে জলছাপ থাকে, তা খালি চোখে দেখা যায়। তবে সিনথআইডি ছবির পিক্সেল ডেটার ভেতরে ডিজিটাল জলছাপ সরাসরি এম্বেড করে। এই ডিজিটাল জলছাপ খালি চোখে দেখা যায় না।
টুলটি এআইয়ের দুটি মডেলকে ব্যবহার করে। এ দুটিকে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছবিতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, আর আরেকটি তা শনাক্ত করে।
গুগল এই মডেলগুলোকে জলছাপ এম্বেড করার জন্য অপ্টিমাইজ করেছে; যা আসল ছবির সঙ্গে যুক্ত থাকবে। টুলটি গুণমান বজায় রেখে ছবির পরিবর্তন শনাক্ত করতে সক্ষম।
অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা যায়, এআই দিয়ে তৈরি ছবির বহু সম্পাদনার পরও সিনথআইডি ছবিগুলোকে শনাক্ত করতে পারে। যদিও অতিমাত্রায় এডিট করা ছবি শনাক্তের কোনো প্রতিশ্রুতি দেয়নি গুগল। তবে এইআইয়ের তৈরি কনটেন্টের দায়িত্বের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে টুলটি একটি নতুন প্রযুক্তিগত উপায় দেখিয়ে দেয়।
ডিজিটাল মার্কেট ও ব্যবসায় প্রভাব
যদিও টুলটি এখনো নতুন। তবে ডিজিটাল মার্কেট ও ব্যবসায় এটি প্রভাব ফেলতে পারে। এর উল্লেখযোগ্য দিকগুলো হলো—
জবাবদিহি: টুলটির মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে অদৃশ্য জলছাপ এম্বেড করা হয়। যার ফলে ছবি তৈরিতে কোনো এআই সিস্টেম ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করা যায়।
ব্যবসায়ীদের বিবেচনা: ব্যবসার প্রচারণায় এআইয়ের তৈরি ছবি ব্যবহার ও ছবিগুলো কীভাবে শনাক্ত করতে হবে, তা ব্যবসায়ীদের বিবেচনা করতে হবে। সঠিক তথ্যসূত্র উল্লেখ করলে ভোক্তাদের আস্থা বাড়বে।
নতুন সুযোগ-সুবিধা: ছবির মূল সূত্র অক্ষুণ্ন রেখে এই জলছাপ প্রযুক্তি নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে। বুদ্ধিমান ব্যবসায়ীরা এই টুলটি অভিনব উপায়ে ব্যবহার করতে পারবেন।
সিনথআইডি এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের আলোচনাকে আরও জোরদার করবে। এআইয়ের দ্রুত সম্প্রসারণের সঙ্গে এই টুলটির প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে—এমনটি আশা করা যেতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ছবি শনাক্তের নতুন টুল আনল গুগল। সিনথআইডি নামের টুলটি এআই দিয়ে অর্থাৎ কম্পিউটারে তৈরি বাস্তবসম্মত কৃত্রিম ছবি ও শিল্পকর্ম শনাক্তে সাহায্য করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সার্চ ইঞ্জিন জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে টুলটি গুগল ক্লাউড গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। এই টুলটি এআইয়ের তৈরি ছবির ভেতরে ডিজিটাল জলছাপ এম্বেড (ঢুকিয়ে দেয়) করে যা খালি চোখে দেখা যায় না। ফলে ছবির রং পরিবর্তন বা ক্রপ করা হলেও তা গুগলের টুলটি দিয়েই সহজে শনাক্ত করা যায়।
টেক্সট থেকে ছবি তৈরির একটি নতুন মডেল হলো ‘ইমাজেন’। বর্তমানে এই মডেলটি ব্যবহার করে সিনথআইডির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
যেভাবে কাজ করে সিনথআইডি
সাধারণ ছবিতে যে জলছাপ থাকে, তা খালি চোখে দেখা যায়। তবে সিনথআইডি ছবির পিক্সেল ডেটার ভেতরে ডিজিটাল জলছাপ সরাসরি এম্বেড করে। এই ডিজিটাল জলছাপ খালি চোখে দেখা যায় না।
টুলটি এআইয়ের দুটি মডেলকে ব্যবহার করে। এ দুটিকে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছবিতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, আর আরেকটি তা শনাক্ত করে।
গুগল এই মডেলগুলোকে জলছাপ এম্বেড করার জন্য অপ্টিমাইজ করেছে; যা আসল ছবির সঙ্গে যুক্ত থাকবে। টুলটি গুণমান বজায় রেখে ছবির পরিবর্তন শনাক্ত করতে সক্ষম।
অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা যায়, এআই দিয়ে তৈরি ছবির বহু সম্পাদনার পরও সিনথআইডি ছবিগুলোকে শনাক্ত করতে পারে। যদিও অতিমাত্রায় এডিট করা ছবি শনাক্তের কোনো প্রতিশ্রুতি দেয়নি গুগল। তবে এইআইয়ের তৈরি কনটেন্টের দায়িত্বের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে টুলটি একটি নতুন প্রযুক্তিগত উপায় দেখিয়ে দেয়।
ডিজিটাল মার্কেট ও ব্যবসায় প্রভাব
যদিও টুলটি এখনো নতুন। তবে ডিজিটাল মার্কেট ও ব্যবসায় এটি প্রভাব ফেলতে পারে। এর উল্লেখযোগ্য দিকগুলো হলো—
জবাবদিহি: টুলটির মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে অদৃশ্য জলছাপ এম্বেড করা হয়। যার ফলে ছবি তৈরিতে কোনো এআই সিস্টেম ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করা যায়।
ব্যবসায়ীদের বিবেচনা: ব্যবসার প্রচারণায় এআইয়ের তৈরি ছবি ব্যবহার ও ছবিগুলো কীভাবে শনাক্ত করতে হবে, তা ব্যবসায়ীদের বিবেচনা করতে হবে। সঠিক তথ্যসূত্র উল্লেখ করলে ভোক্তাদের আস্থা বাড়বে।
নতুন সুযোগ-সুবিধা: ছবির মূল সূত্র অক্ষুণ্ন রেখে এই জলছাপ প্রযুক্তি নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে। বুদ্ধিমান ব্যবসায়ীরা এই টুলটি অভিনব উপায়ে ব্যবহার করতে পারবেন।
সিনথআইডি এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের আলোচনাকে আরও জোরদার করবে। এআইয়ের দ্রুত সম্প্রসারণের সঙ্গে এই টুলটির প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে—এমনটি আশা করা যেতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫