চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫