প্রযুক্তি ডেস্ক, ঢাকা
প্রযুক্তির এই যুগে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা বদলে দিচ্ছে আমাদের চিন্তার জগৎ। মুহূর্তেই সব কঠিন এবং জটিল কাজের সমাধান দিচ্ছে এআই। ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি’ ও ‘মিডজার্নি’, গুগলের ‘বার্ড’সহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের এআই প্রযুক্তি। পিছিয়ে নেই ওয়ার্ডপ্রেসও। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা জেটপ্যাক এআই। মূলত ব্লগ লেখালেখিতে সহযোগী হিসেবে ওয়ার্ডপ্রেসের টেক্সট এডিটর প্যানেলে জেটপ্যাক এআই যুক্ত হচ্ছে। ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস প্রজেক্ট নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অটোমেটিক’ এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি তৈরি করেছে ওয়ার্ডপ্রেসের জন্য।
জেটপ্যাক এআই ‘জেনারেটিভ এআই প্রযুক্তি’ ব্যবহারের মাধ্যমে গ্রাহকের প্রম্পট বা ইনপুটের ওপর ভিত্তি করে নিবন্ধ, তালিকা বা টেবিল তৈরি করতে পারে। তথ্যভান্ডার থেকে হাস্যকর বা ব্যঙ্গাত্মক যেকোনো ধরনের ব্লগের মূলভাব ঠিক রেখে কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে দিতে সাহায্য করে জেটপ্যাক এআই।
ওয়ার্ডপ্রেসের তথ্য অনুসারে, নতুন এআই প্রযুক্তিটি যুক্ত করা যাবে ওয়ার্ডপ্রেস ডট কম ও জেটপ্যাকচালিত সব সাইটের সঙ্গে। কোনো পোস্ট বা পেজ তৈরি করার সময় চাইলে ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ বিষয়বস্তুর সঙ্গে যুক্ত করা যাবে। এবার নিজের ভাষায় প্রম্পট বা বিষয়বস্তু লিখলেই এআই সেই অনুসারে লেখা তৈরি করে দেবে। বিভিন্ন ধরনের লেখা তৈরির পাশাপাশি, জেটপ্যাক এআই ব্লগের মধ্যে কাঠামোগত তালিকা ও টেবিল তৈরি করতে পারে।
জেটপ্যাকের ভাষা
অটোমেটিকের তথ্যমতে, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, চায়নিজ, কোরীয়সহ মোট ১২টি ভাষায় কাজ করে জেটপ্যাক এআই; অর্থাৎ একজন লেখক নিজের পরিচিত ভাষায় সহজেই যেকোনো ধরনের ব্লগ তৈরির পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় অনুবাদও করতে পারবেন। জেটপ্যাক এআইয়ে থাকছে বানান ও গ্রামার ঠিক রাখার জন্য বিশেষ ফিচার।
জেটপ্যাক এআইয়ের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যাবে। ট্রায়াল ব্যবহারের পর এই ফিচার চালু রাখতে ব্যবহারকারীদের মাসে ব্যয় করতে হবে ১০ ডলার।
জেটপ্যাক এআই একটি পুরো লেখা বিশ্লেষণ করে ব্লগের জন্য উপযোগী শিরোনামে তৈরি করতে পারে। সঙ্গে লেখার ধরন অনুযায়ী ব্লগের বিষয়বস্তুর মূলভাবও পরিবর্তন করতে পারে।
সূত্র: গেজেটস নাউ
প্রযুক্তির এই যুগে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা বদলে দিচ্ছে আমাদের চিন্তার জগৎ। মুহূর্তেই সব কঠিন এবং জটিল কাজের সমাধান দিচ্ছে এআই। ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি’ ও ‘মিডজার্নি’, গুগলের ‘বার্ড’সহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের এআই প্রযুক্তি। পিছিয়ে নেই ওয়ার্ডপ্রেসও। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা জেটপ্যাক এআই। মূলত ব্লগ লেখালেখিতে সহযোগী হিসেবে ওয়ার্ডপ্রেসের টেক্সট এডিটর প্যানেলে জেটপ্যাক এআই যুক্ত হচ্ছে। ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস প্রজেক্ট নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অটোমেটিক’ এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি তৈরি করেছে ওয়ার্ডপ্রেসের জন্য।
জেটপ্যাক এআই ‘জেনারেটিভ এআই প্রযুক্তি’ ব্যবহারের মাধ্যমে গ্রাহকের প্রম্পট বা ইনপুটের ওপর ভিত্তি করে নিবন্ধ, তালিকা বা টেবিল তৈরি করতে পারে। তথ্যভান্ডার থেকে হাস্যকর বা ব্যঙ্গাত্মক যেকোনো ধরনের ব্লগের মূলভাব ঠিক রেখে কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে দিতে সাহায্য করে জেটপ্যাক এআই।
ওয়ার্ডপ্রেসের তথ্য অনুসারে, নতুন এআই প্রযুক্তিটি যুক্ত করা যাবে ওয়ার্ডপ্রেস ডট কম ও জেটপ্যাকচালিত সব সাইটের সঙ্গে। কোনো পোস্ট বা পেজ তৈরি করার সময় চাইলে ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ বিষয়বস্তুর সঙ্গে যুক্ত করা যাবে। এবার নিজের ভাষায় প্রম্পট বা বিষয়বস্তু লিখলেই এআই সেই অনুসারে লেখা তৈরি করে দেবে। বিভিন্ন ধরনের লেখা তৈরির পাশাপাশি, জেটপ্যাক এআই ব্লগের মধ্যে কাঠামোগত তালিকা ও টেবিল তৈরি করতে পারে।
জেটপ্যাকের ভাষা
অটোমেটিকের তথ্যমতে, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, চায়নিজ, কোরীয়সহ মোট ১২টি ভাষায় কাজ করে জেটপ্যাক এআই; অর্থাৎ একজন লেখক নিজের পরিচিত ভাষায় সহজেই যেকোনো ধরনের ব্লগ তৈরির পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় অনুবাদও করতে পারবেন। জেটপ্যাক এআইয়ে থাকছে বানান ও গ্রামার ঠিক রাখার জন্য বিশেষ ফিচার।
জেটপ্যাক এআইয়ের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যাবে। ট্রায়াল ব্যবহারের পর এই ফিচার চালু রাখতে ব্যবহারকারীদের মাসে ব্যয় করতে হবে ১০ ডলার।
জেটপ্যাক এআই একটি পুরো লেখা বিশ্লেষণ করে ব্লগের জন্য উপযোগী শিরোনামে তৈরি করতে পারে। সঙ্গে লেখার ধরন অনুযায়ী ব্লগের বিষয়বস্তুর মূলভাবও পরিবর্তন করতে পারে।
সূত্র: গেজেটস নাউ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫