কুহেলী রহমান
মিডিয়াটেক গত মাসে বাজারে এনেছে পরবর্তী প্রজন্মের মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস। ফ্ল্যাগশিপ প্রসেসরটিতে একটি দ্রুতগতির করটেক্স এক্স২ কোর, তিনটি অতিরিক্ত এ৭১০ কোর, চারটি করটেক্স এ৫১০ রয়েছে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ৪ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রসেসরটি তৈরি করা হয়েছে। সামগ্রিকভাবে প্রসেসরটি ৬ মেগাবাইট সিস্টেম ক্যাশ ও ৮ মেগাবাইট লেভেল থ্রি ক্যাশ ব্যবহার করে।
বলা হয়েছিল এই চিপ সেটে ফুল এইচডি+ রেজল্যুশনের জন্য ১৮০ হার্টজ পর্যন্ত স্ক্রিন রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এর জিপিইউ-টি আগের চেয়ে প্রায় ১০ শতাংশ দ্রুত হবে।
সম্প্রতি চীনের বাজারে সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে সফটওয়্যার বেঞ্চমার্কিং টুল আন্টুটু। র্যাঙ্কিংয়ের দিক থেকে স্ন্যাপড্রাগনের সব প্রসেসরকে ছাড়িয়ে গেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্লাস।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১১ লাখ ২৩ হাজার ৩৬ পয়েন্ট নিয়ে স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসরকে পেছনে ফেলেছে আসুসের রগ৬ স্মার্টফোনে থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস। রগ৬ স্মার্টফোনটি শুধু ভালো স্কোরই অর্জন করেনি, পাশাপাশি ডিভাইস থেকে তাপ নিরোধনেও ভালো সক্ষমতা দেখিয়েছে। ডিভাইসটিতে স্মার্টফোনের বাজারে প্রথমবারের মতো সানরুফসহ তাপ নিরোধক ডিজাইন দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, রগ৬-এর ডিজাইন ও ডাইমেনসিটি ৯০০০ প্লাসের সমন্বয় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পেরেছে। গেমিং মোবাইল ফোনসেট আসুসের রগ৬ প্রথম স্থানে থাকলেও পারফরম্যান্সের দিক থেকে শীর্ষ দশের বাকিগুলো স্ন্যাপড্রাগন ৮ প্লাস ফ্ল্যাগশিপ প্রসেসরের দখলে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়ান প্লাস এইচ প্রোর স্কোর ১১ লাখ ১১ হাজার ২০০ পয়েন্ট ও তৃতীয় স্থানে আইকিউওও ১০ প্রোর স্কোর ১০ লাখ ৯১ হাজার ৫৮। বিল্ট ইন ফাইভ-জি মডেমসহ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্লাস একটি প্রিমিয়াম প্রসেসর।
সূত্র: গিজ চায়না ডটকম, নোটবুক চেক ডটনেট
মিডিয়াটেক গত মাসে বাজারে এনেছে পরবর্তী প্রজন্মের মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস। ফ্ল্যাগশিপ প্রসেসরটিতে একটি দ্রুতগতির করটেক্স এক্স২ কোর, তিনটি অতিরিক্ত এ৭১০ কোর, চারটি করটেক্স এ৫১০ রয়েছে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ৪ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রসেসরটি তৈরি করা হয়েছে। সামগ্রিকভাবে প্রসেসরটি ৬ মেগাবাইট সিস্টেম ক্যাশ ও ৮ মেগাবাইট লেভেল থ্রি ক্যাশ ব্যবহার করে।
বলা হয়েছিল এই চিপ সেটে ফুল এইচডি+ রেজল্যুশনের জন্য ১৮০ হার্টজ পর্যন্ত স্ক্রিন রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এর জিপিইউ-টি আগের চেয়ে প্রায় ১০ শতাংশ দ্রুত হবে।
সম্প্রতি চীনের বাজারে সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে সফটওয়্যার বেঞ্চমার্কিং টুল আন্টুটু। র্যাঙ্কিংয়ের দিক থেকে স্ন্যাপড্রাগনের সব প্রসেসরকে ছাড়িয়ে গেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্লাস।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১১ লাখ ২৩ হাজার ৩৬ পয়েন্ট নিয়ে স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসরকে পেছনে ফেলেছে আসুসের রগ৬ স্মার্টফোনে থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস। রগ৬ স্মার্টফোনটি শুধু ভালো স্কোরই অর্জন করেনি, পাশাপাশি ডিভাইস থেকে তাপ নিরোধনেও ভালো সক্ষমতা দেখিয়েছে। ডিভাইসটিতে স্মার্টফোনের বাজারে প্রথমবারের মতো সানরুফসহ তাপ নিরোধক ডিজাইন দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, রগ৬-এর ডিজাইন ও ডাইমেনসিটি ৯০০০ প্লাসের সমন্বয় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পেরেছে। গেমিং মোবাইল ফোনসেট আসুসের রগ৬ প্রথম স্থানে থাকলেও পারফরম্যান্সের দিক থেকে শীর্ষ দশের বাকিগুলো স্ন্যাপড্রাগন ৮ প্লাস ফ্ল্যাগশিপ প্রসেসরের দখলে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়ান প্লাস এইচ প্রোর স্কোর ১১ লাখ ১১ হাজার ২০০ পয়েন্ট ও তৃতীয় স্থানে আইকিউওও ১০ প্রোর স্কোর ১০ লাখ ৯১ হাজার ৫৮। বিল্ট ইন ফাইভ-জি মডেমসহ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্লাস একটি প্রিমিয়াম প্রসেসর।
সূত্র: গিজ চায়না ডটকম, নোটবুক চেক ডটনেট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে