পুরোনো আইফোন ও আইপ্যাডের মডেলের জন্য অ্যাপ আপডেট বন্ধ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। যেসব আইফোন ও আইফোনের মডেল আইওএস ১৬ সংস্করণে আটকে রয়েছে, সেগুলোর নেটফ্লিক্স অ্যাপে আর আপডেট দেওয়া হবে না। তবে এসব ডিভাইসে কনটেন্ট স্ট্রিমিং চালিয়ে যাবে বলে নিশ্চিত করছে কোম্পানিটি। নিয়মিত আপডেট না পেলে অ্যাপটিতে নিরাপত্তাজনিত ত্রুটি দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে নেটফ্লিক্সের মুখপাত্র মোমো ঝো বলেন, ‘অত্যন্ত জরুরি না হলে এই সংস্করণের জন্য নতুন আপডেট আর দেওয়া হবে না।’
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদমাধ্যম নাইনটুফাইভ ম্যাক বলেছে, কিছু আইওএস ১৬ ডিভাইসে ইতিমধ্যে একটি সতর্কতা দেখাচ্ছে নেটফ্লিক্স। সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘আমরা নেটফ্লিক্স আপডেট করেছি! সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে আইওএস ১৭ বা তার পরের সংস্করণ ইনস্টল করুন।’
এই পরিবর্তন শুধুমাত্র এমন ডিভাইসগুলোতে প্রভাব ফেলবে, যেগুলোতে আইওএস ১৭ আপডেট করা সম্ভব নয়। সেসব আইওএস ডিভাইস হলো—
• আইফোন এক্স
• আইফোন ৮
• আইফোন ৮ প্লাস
• আইপ্যাড প্রো (প্রথম প্রজন্ম)
• আইপ্যাড ৫ (২০১৭)
ফলে নেটফ্লিক্স ভবিষ্যতে এসব ডিভাইসে ভাইরাস এবং অন্যান্য নিরাপত্তাজনিত সমস্যার জন্য আপডেটের নিশ্চয়তা দিচ্ছে না। তবে গুরুতর ত্রুটির ক্ষেত্রে আপডেট দিতে পারে।
তাই নেটফ্লিক্সের আপডেট পেতে ও অ্যাপটি নিরাপদভাবে ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে আইওএস ১৭ আপডেট দিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনের সেটিংস থেকে জেনারেল সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
২. আপনার ফোনে নতুন সংস্করণ আপডেট করা গেলে সেই আপডেট এখানে দেখা যাবে।
৩. একাধিক আপডেট দেখা গেলে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন।
তবে আইওএস ১৬–এ আটকে থাকা নেটফ্লিক্স ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে এবং কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। এ ছাড়া অ্যাপ আর কাজ না করলে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করেও স্ট্রিমিং করা সম্ভব।
অ্যাপল আগামী ১৬ সেপ্টেম্বর আইওএস ১৮ আইওএস ডিভাইসের জন্য চালু করবে।
পুরোনো আইফোন ও আইপ্যাডের মডেলের জন্য অ্যাপ আপডেট বন্ধ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। যেসব আইফোন ও আইফোনের মডেল আইওএস ১৬ সংস্করণে আটকে রয়েছে, সেগুলোর নেটফ্লিক্স অ্যাপে আর আপডেট দেওয়া হবে না। তবে এসব ডিভাইসে কনটেন্ট স্ট্রিমিং চালিয়ে যাবে বলে নিশ্চিত করছে কোম্পানিটি। নিয়মিত আপডেট না পেলে অ্যাপটিতে নিরাপত্তাজনিত ত্রুটি দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে নেটফ্লিক্সের মুখপাত্র মোমো ঝো বলেন, ‘অত্যন্ত জরুরি না হলে এই সংস্করণের জন্য নতুন আপডেট আর দেওয়া হবে না।’
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদমাধ্যম নাইনটুফাইভ ম্যাক বলেছে, কিছু আইওএস ১৬ ডিভাইসে ইতিমধ্যে একটি সতর্কতা দেখাচ্ছে নেটফ্লিক্স। সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘আমরা নেটফ্লিক্স আপডেট করেছি! সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে আইওএস ১৭ বা তার পরের সংস্করণ ইনস্টল করুন।’
এই পরিবর্তন শুধুমাত্র এমন ডিভাইসগুলোতে প্রভাব ফেলবে, যেগুলোতে আইওএস ১৭ আপডেট করা সম্ভব নয়। সেসব আইওএস ডিভাইস হলো—
• আইফোন এক্স
• আইফোন ৮
• আইফোন ৮ প্লাস
• আইপ্যাড প্রো (প্রথম প্রজন্ম)
• আইপ্যাড ৫ (২০১৭)
ফলে নেটফ্লিক্স ভবিষ্যতে এসব ডিভাইসে ভাইরাস এবং অন্যান্য নিরাপত্তাজনিত সমস্যার জন্য আপডেটের নিশ্চয়তা দিচ্ছে না। তবে গুরুতর ত্রুটির ক্ষেত্রে আপডেট দিতে পারে।
তাই নেটফ্লিক্সের আপডেট পেতে ও অ্যাপটি নিরাপদভাবে ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে আইওএস ১৭ আপডেট দিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনের সেটিংস থেকে জেনারেল সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
২. আপনার ফোনে নতুন সংস্করণ আপডেট করা গেলে সেই আপডেট এখানে দেখা যাবে।
৩. একাধিক আপডেট দেখা গেলে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন।
তবে আইওএস ১৬–এ আটকে থাকা নেটফ্লিক্স ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে এবং কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। এ ছাড়া অ্যাপ আর কাজ না করলে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করেও স্ট্রিমিং করা সম্ভব।
অ্যাপল আগামী ১৬ সেপ্টেম্বর আইওএস ১৮ আইওএস ডিভাইসের জন্য চালু করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে