বিশ্বের অন্যতম সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩ ’—এ অংশ নিয়ে শীর্ষ পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীমের টিম ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে।
অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১ তম স্থান অর্জন করে নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ—৪০৪ ’। পাশাপাশি নটর ডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস্’ ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬ তম স্থান অর্জন করেছে।
পানামায় গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২০ তম আসরে ৭৭টি দেশের ৪৫১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এ বছর বিচারক হিসেবে নির্বাচিত হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম। এবার বাংলাদেশের দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন—রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী। এ ছাড়া টিম ‘মেকাস্ক্র্যাচ—৪০৪’ এর কোচ হিসেবে ছিলেন তওসিফ সামিন।
এর আগে, গত সেপ্টেম্বরে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–বাংলাদেশের’ জাতীয় পর্ব। এ পর্বের পৃষ্ঠপোষক ছিল অগমেডিক্স বাংলাদেশ এবং কম্পিউটার সার্ভিস লিমিটেড। যুক্তরাষ্ট্রের হাস সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে অলিম্পিয়াডটি আয়োজন করে ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বিশ্বের অন্যতম সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩ ’—এ অংশ নিয়ে শীর্ষ পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীমের টিম ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে।
অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১ তম স্থান অর্জন করে নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ—৪০৪ ’। পাশাপাশি নটর ডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস্’ ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬ তম স্থান অর্জন করেছে।
পানামায় গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২০ তম আসরে ৭৭টি দেশের ৪৫১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এ বছর বিচারক হিসেবে নির্বাচিত হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম। এবার বাংলাদেশের দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন—রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী। এ ছাড়া টিম ‘মেকাস্ক্র্যাচ—৪০৪’ এর কোচ হিসেবে ছিলেন তওসিফ সামিন।
এর আগে, গত সেপ্টেম্বরে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–বাংলাদেশের’ জাতীয় পর্ব। এ পর্বের পৃষ্ঠপোষক ছিল অগমেডিক্স বাংলাদেশ এবং কম্পিউটার সার্ভিস লিমিটেড। যুক্তরাষ্ট্রের হাস সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে অলিম্পিয়াডটি আয়োজন করে ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৪ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৪ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৪ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৪ দিন আগে