Ajker Patrika

বিজ্ঞাপনে একচেটিয়া নিয়ন্ত্রণ, গুগলের বিরুদ্ধে মামলা

প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞাপনে একচেটিয়া নিয়ন্ত্রণ, গুগলের বিরুদ্ধে মামলা

অনলাইন বিজ্ঞাপনের বাজার একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগ তুলে গুগলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ৮টি অঙ্গরাজ্য। এর মধ্য দিয়ে নতুন করে আবার আইনি জটিলতার মুখে পড়ল গুগল।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জানুয়ারি) একযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, নিউজার্সি, নিউইয়র্ক, রোড আইল্যান্ড, টেনেসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে মামলা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, গুগল একচেটিয়া ও বেআইনিভাবে বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করছে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে।

এতে আরও বলা হয়, ডিজিটাল বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে গুগল বেআইনি পথ বেঁছে নেওয়ার পাশাপাশি যে কোনো প্রতিষ্ঠানকে চাপে ফেলতে বিজ্ঞাপনের দাম ইচ্ছেমতো বদলেছে।যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মনাকো এক বিবৃতিতে বলেন, ‘গুরুত্বপূর্ণ এই বিজ্ঞাপন খাতের নিয়ন্ত্রণ বলা যায় গুগলের হাতে।’

যেসব ওয়েব সাইটে গুগল তাঁর বিজ্ঞাপন প্রচার করছে, তারা এসব বিজ্ঞাপন থেকে আয় কম করছে। অন্যদিকে যারা এসব বিজ্ঞাপন দিচ্ছে সেইসব প্রতিষ্ঠানকে অনেক বেশি টাকা গুণতে হচ্ছে। বলা হচ্ছে, বাজারে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

লিসা মনাকো আরো বলেন, ‘গুগল অতিরিক্ত মুনাফা করছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও যুক্তরাষ্ট্রের গ্রাহকসহ বিজ্ঞাপনী সংস্থা ও বিজ্ঞাপনদাতা প্রতিষ্টানগুলি।’

তবে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করেছে গুগল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত