ছবি বা ভিডিও আকর্ষণীয় করার জন্য অনেকেই ফিল্টার ব্যবহার করে থাকেন। ব্যক্তির রুচি ও স্টাইল প্রকাশ পায় এসব ফিল্টারের মাধ্যমে। রিল বা স্টোরিতে ব্যবহারের জন্য অনেকগুলো ফিল্টার ইনস্টাগ্রামেও রয়েছে। এগুলো খুঁজে বের করে খুব সহজেই নিজেদের কনটেন্টকে আরও নজরকাড়া করা যায়।
ইনস্টাগ্রামে কিছু ফিল্টার চোখের সামনেই থাকে। আবার কিছু ফিল্টার সার্চ করে খুঁজে পেতে হয়। ইনস্টাগ্রামের সব ফিল্টার খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
২. ডান দিকের নিচে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. এরপর ওপরের দিকে ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. ক্রিয়েট মেনু চালু হলে রিল বা স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এরপর ক্যামেরা আইকোনে ট্যাপের ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা চালু হবে।
৬. নিচের দিকে কতগুলো ফিল্টার দেখা যাবে। তবে আরও ফিল্টার পেতে ডান দিকে স্ক্রল করতে থাকুন এবং ম্যাগনিফাই আইকোন খুঁজে বের করুন।
৭. এই টুলের মাধ্যমে সবগুলো ফিল্টারসহ বিভিন্ন ক্যাটাগরি দেখা যাবে। ডানে-বাঁয়ে ও ওপরে-নিচে স্ক্রল করে পছন্দের ফিল্টারটি খুঁজে বের করুন।
৮. এই মেনুতে বাঁ পাশের কোনায় আরেকটি ম্যাগনিফাই আইকোনে ট্যাপ করে নিজের পছন্দের ফিল্টারের নাম দিয়ে সার্চ করুন। সার্চের ফলাফলে ফিল্টারটি দেখা যাবে এবং এতে ট্যাপ করে ফিল্টারটি ব্যবহার করা যাবে।
অন্যদের তৈরি ফিল্টার ব্যবহার করবেন যেভাবে
ইনস্টাগ্রামে অনেকই নিজেদের তৈরি ফিল্টার ব্যবহার করে থাকে। যদি আপনি তাদের ফিল্টার ব্যবহার করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যাদের ফিল্টার ব্যবহার করতে চান, সেই প্রোফাইলে প্রবেশ করুন। এরপর তাদের পোস্টগুলোর ওপরে ডান দিকে স্ক্রল করুন এবং তিনটি স্টারযুক্ত আইকোনে ট্যাপ করুন। ফলে তাদের ফিল্টার গ্যালারি দেখা যাবে।
২. পছন্দের মতো ফিল্টার নির্বাচন ও ব্যবহার করুন। ফিল্টারটি সেভ করার জন্য ডান পাশে নিচের দিকে থাকা তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. সেভ করার পর ফিল্টারগুলো ওপরে উল্লেখিত ফিল্টার সার্চ মেনুর সেভ আইকোনে পাওয়া যাবে। তাই প্রয়োজনমতো যেকোনো সময়ে এগুলো ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
ছবি বা ভিডিও আকর্ষণীয় করার জন্য অনেকেই ফিল্টার ব্যবহার করে থাকেন। ব্যক্তির রুচি ও স্টাইল প্রকাশ পায় এসব ফিল্টারের মাধ্যমে। রিল বা স্টোরিতে ব্যবহারের জন্য অনেকগুলো ফিল্টার ইনস্টাগ্রামেও রয়েছে। এগুলো খুঁজে বের করে খুব সহজেই নিজেদের কনটেন্টকে আরও নজরকাড়া করা যায়।
ইনস্টাগ্রামে কিছু ফিল্টার চোখের সামনেই থাকে। আবার কিছু ফিল্টার সার্চ করে খুঁজে পেতে হয়। ইনস্টাগ্রামের সব ফিল্টার খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
২. ডান দিকের নিচে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. এরপর ওপরের দিকে ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. ক্রিয়েট মেনু চালু হলে রিল বা স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এরপর ক্যামেরা আইকোনে ট্যাপের ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা চালু হবে।
৬. নিচের দিকে কতগুলো ফিল্টার দেখা যাবে। তবে আরও ফিল্টার পেতে ডান দিকে স্ক্রল করতে থাকুন এবং ম্যাগনিফাই আইকোন খুঁজে বের করুন।
৭. এই টুলের মাধ্যমে সবগুলো ফিল্টারসহ বিভিন্ন ক্যাটাগরি দেখা যাবে। ডানে-বাঁয়ে ও ওপরে-নিচে স্ক্রল করে পছন্দের ফিল্টারটি খুঁজে বের করুন।
৮. এই মেনুতে বাঁ পাশের কোনায় আরেকটি ম্যাগনিফাই আইকোনে ট্যাপ করে নিজের পছন্দের ফিল্টারের নাম দিয়ে সার্চ করুন। সার্চের ফলাফলে ফিল্টারটি দেখা যাবে এবং এতে ট্যাপ করে ফিল্টারটি ব্যবহার করা যাবে।
অন্যদের তৈরি ফিল্টার ব্যবহার করবেন যেভাবে
ইনস্টাগ্রামে অনেকই নিজেদের তৈরি ফিল্টার ব্যবহার করে থাকে। যদি আপনি তাদের ফিল্টার ব্যবহার করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যাদের ফিল্টার ব্যবহার করতে চান, সেই প্রোফাইলে প্রবেশ করুন। এরপর তাদের পোস্টগুলোর ওপরে ডান দিকে স্ক্রল করুন এবং তিনটি স্টারযুক্ত আইকোনে ট্যাপ করুন। ফলে তাদের ফিল্টার গ্যালারি দেখা যাবে।
২. পছন্দের মতো ফিল্টার নির্বাচন ও ব্যবহার করুন। ফিল্টারটি সেভ করার জন্য ডান পাশে নিচের দিকে থাকা তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. সেভ করার পর ফিল্টারগুলো ওপরে উল্লেখিত ফিল্টার সার্চ মেনুর সেভ আইকোনে পাওয়া যাবে। তাই প্রয়োজনমতো যেকোনো সময়ে এগুলো ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৩ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৩ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৩ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৩ দিন আগে