প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলোর লাগাম টানতে চায় মার্কিন কংগ্রেস। এর মধ্যেই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতার নানা সমস্যা নিয়ে গতকাল বুধবার ছোট ও মধ্যমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় অংশ নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ প্রযুক্তি উপদেষ্টা এবং ডেপুটি চিফ অব স্টাফ ব্রুস রিড , দেশটির ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ। এ ছাড়া সোনোস এবং ইয়েলপ ইনকর্পোরেটেডের মতো ছোট প্রযুক্তি সংস্থাগুলোর নির্বাহীরা সেখানে উপস্থিত ছিলেন।
তাদের এই বৈঠকে বড় প্রযুক্তি সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফি আরোপ , তৃতীয় পক্ষের বিক্রেতাদের জন্য বড় প্রতিষ্ঠানগুলোর অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা পদ্ধ্বতি ও সেখানে তাদের নিজস্ব পণ্য বিক্রি করে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সেই প্ল্যাটফর্মগুলোতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা যেভাবে র্যাংক করা হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
গত বছর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন দেশটির অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যেখানে কৃষি, ওষুধশিল্প এবং শ্রম খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম দমন করার কথা বলা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন শিল্পের প্রতিযোগিতা বাড়াতে দেশটিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটে প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম নিরসনে একটি বিল উত্থাপিত হওয়ার কথা। এই বিল পাস হলে আমাজন ও গুগলের মতো বড় মার্কিন প্রতিষ্ঠাগুলোর প্রযুক্তি খাতে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বাধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলোর লাগাম টানতে চায় মার্কিন কংগ্রেস। এর মধ্যেই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতার নানা সমস্যা নিয়ে গতকাল বুধবার ছোট ও মধ্যমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় অংশ নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ প্রযুক্তি উপদেষ্টা এবং ডেপুটি চিফ অব স্টাফ ব্রুস রিড , দেশটির ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ। এ ছাড়া সোনোস এবং ইয়েলপ ইনকর্পোরেটেডের মতো ছোট প্রযুক্তি সংস্থাগুলোর নির্বাহীরা সেখানে উপস্থিত ছিলেন।
তাদের এই বৈঠকে বড় প্রযুক্তি সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফি আরোপ , তৃতীয় পক্ষের বিক্রেতাদের জন্য বড় প্রতিষ্ঠানগুলোর অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা পদ্ধ্বতি ও সেখানে তাদের নিজস্ব পণ্য বিক্রি করে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সেই প্ল্যাটফর্মগুলোতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা যেভাবে র্যাংক করা হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
গত বছর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন দেশটির অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যেখানে কৃষি, ওষুধশিল্প এবং শ্রম খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম দমন করার কথা বলা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন শিল্পের প্রতিযোগিতা বাড়াতে দেশটিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটে প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম নিরসনে একটি বিল উত্থাপিত হওয়ার কথা। এই বিল পাস হলে আমাজন ও গুগলের মতো বড় মার্কিন প্রতিষ্ঠাগুলোর প্রযুক্তি খাতে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বাধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৫ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৫ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৫ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৫ দিন আগে