ক্রীড়া ডেস্ক
পিট সাম্প্রাস, জিমি কনর্স, বরিস বেকার কিংবা জন ম্যাকেনরোর মধ্যে সাধারণ মিল কী? সবাই টেনিস কিংবদন্তি। এর বাইরেও সাধারণ একটা মিল—কেউই ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন জিততে পারেননি।
ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল জিতেছেন ১৪ বার। তিনি যে ক্লে কোর্টের রাজা, এটা বোঝাতেই এখানে নাদালকে টেনে আনা। এর পেছনেও একটা কারণ রয়েছে; তাঁর টেনিস থেকে বিদায় নেওয়ার পর এই প্রথম হতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেন।
নাদাল-উত্তর ফ্রেঞ্চ ওপেনে ট্রফি জিতবেন কে? এ প্রশ্নে অনেকের উত্তর কার্লোস আলকারাস। নাদালের উপস্থিতিতেই গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন প্যারিসের এই টুর্নামেন্টে। এবারও ফেবারিট ভাবা হচ্ছে তাঁকে। তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও পুরুষ বিভাগের শীর্ষ বাছাই কিন্তু ইয়ানিক সিনার। আজ শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে আলকারাসের বড় চ্যালেঞ্জার মনে করা হচ্ছে ইতালিয়ান এই সিনারকে। কদিন আগে ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেখানে স্বাগতিক প্রতিযোগী সিনারকে আলকারাস হারিয়ে দিলেও ট্রফি হাতে নিয়ে স্প্যানিশ তারকা বলেছিলেন, সিনার শক্তভাবে ফিরবেন ফ্রেঞ্চ ওপেনে, ‘ক্লে কোর্টে সিনার বিপজ্জনক প্রতিপক্ষ। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ইতালিয়ান ওপেনে অসাধারণ পারফরম্যান্স ছিল তার। তার মতো প্রতিযোগীকে প্রতিবার হারানো সম্ভব নয়।’
সিনারই যখন আলকারাসের বড় চ্যালেঞ্জার হয়ে ওঠেন, তখন এই প্রসঙ্গ চলে আসে, তাহলে কি ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি নোভাক জোকোভিচের দিন শেষ। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় র্যাঙ্কিংয়ের সেরা পাঁচের বাইরে চলে গেছেন সার্বিয়ান (ছয় নম্বর) এই তারকা। প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পর বড় কোনো সাফল্য পাননি জোকোভিচ। তবে চ্যাম্পিয়ন তারকাদের শেষ বলে কিছু নেই। যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারেন বলেই তো তাঁরা চ্যাম্পিয়ন। ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে জেনেভা ওপেনের ফাইনালেও উঠেছেন জোকো। গতকাল এই ফাইনাল তিনি জিতে থাকলে জিমি কনর্স (১০৯) ও রজার ফেদেরারের পর ১০০টি এপিটি শিরোপাজয়ী টেনিসের তৃতীয় তারকা।
৩৬ বছর বয়সী জোকোভিচ ছাড়াও রয়েছেন বিকশিত না হওয়া টেনিসের সম্ভাবনার কলি আলেক্সান্দার জভেরেভ। আছেন ক্যাসপার রুড, জ্যাক ড্র্যাপার কিংবা লরেঞ্জো মুসেত্তির মতো তরুণেরা।মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেক হলেও শীর্ষ বাছাই হিসেবে খেলছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
পিট সাম্প্রাস, জিমি কনর্স, বরিস বেকার কিংবা জন ম্যাকেনরোর মধ্যে সাধারণ মিল কী? সবাই টেনিস কিংবদন্তি। এর বাইরেও সাধারণ একটা মিল—কেউই ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন জিততে পারেননি।
ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল জিতেছেন ১৪ বার। তিনি যে ক্লে কোর্টের রাজা, এটা বোঝাতেই এখানে নাদালকে টেনে আনা। এর পেছনেও একটা কারণ রয়েছে; তাঁর টেনিস থেকে বিদায় নেওয়ার পর এই প্রথম হতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেন।
নাদাল-উত্তর ফ্রেঞ্চ ওপেনে ট্রফি জিতবেন কে? এ প্রশ্নে অনেকের উত্তর কার্লোস আলকারাস। নাদালের উপস্থিতিতেই গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন প্যারিসের এই টুর্নামেন্টে। এবারও ফেবারিট ভাবা হচ্ছে তাঁকে। তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও পুরুষ বিভাগের শীর্ষ বাছাই কিন্তু ইয়ানিক সিনার। আজ শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে আলকারাসের বড় চ্যালেঞ্জার মনে করা হচ্ছে ইতালিয়ান এই সিনারকে। কদিন আগে ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেখানে স্বাগতিক প্রতিযোগী সিনারকে আলকারাস হারিয়ে দিলেও ট্রফি হাতে নিয়ে স্প্যানিশ তারকা বলেছিলেন, সিনার শক্তভাবে ফিরবেন ফ্রেঞ্চ ওপেনে, ‘ক্লে কোর্টে সিনার বিপজ্জনক প্রতিপক্ষ। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ইতালিয়ান ওপেনে অসাধারণ পারফরম্যান্স ছিল তার। তার মতো প্রতিযোগীকে প্রতিবার হারানো সম্ভব নয়।’
সিনারই যখন আলকারাসের বড় চ্যালেঞ্জার হয়ে ওঠেন, তখন এই প্রসঙ্গ চলে আসে, তাহলে কি ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি নোভাক জোকোভিচের দিন শেষ। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় র্যাঙ্কিংয়ের সেরা পাঁচের বাইরে চলে গেছেন সার্বিয়ান (ছয় নম্বর) এই তারকা। প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পর বড় কোনো সাফল্য পাননি জোকোভিচ। তবে চ্যাম্পিয়ন তারকাদের শেষ বলে কিছু নেই। যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারেন বলেই তো তাঁরা চ্যাম্পিয়ন। ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে জেনেভা ওপেনের ফাইনালেও উঠেছেন জোকো। গতকাল এই ফাইনাল তিনি জিতে থাকলে জিমি কনর্স (১০৯) ও রজার ফেদেরারের পর ১০০টি এপিটি শিরোপাজয়ী টেনিসের তৃতীয় তারকা।
৩৬ বছর বয়সী জোকোভিচ ছাড়াও রয়েছেন বিকশিত না হওয়া টেনিসের সম্ভাবনার কলি আলেক্সান্দার জভেরেভ। আছেন ক্যাসপার রুড, জ্যাক ড্র্যাপার কিংবা লরেঞ্জো মুসেত্তির মতো তরুণেরা।মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেক হলেও শীর্ষ বাছাই হিসেবে খেলছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৭ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে