নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইয়ানিক সিনার। শীর্ষ ১০ বাছাইয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে এখনও টিকে আছেন ইউএস ওপেনে। পরশু টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইতালিয়ান সিনার উঠেছেন সেমিফাইনালে। এর মাধ্যমে চারটি গ্র্যান্ড স্লামেরই সেমিফাইনালের ওঠার চক্র পূরণ করলেন ২৩ বছর বয়সী সিনার।
এই অর্জনটা কতবড় সেটি বোঝাতে এখানে এই তথ্য দেওয়া যায়—বর্তমানে টেনিস খেলছেন এমন তারকাদের মধ্যে সিনার ছাড়া মাত্র তিনজন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং মারিন চিলিচ সব গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন। বিশ্ব টেনিসের নতুন সেনশেসন কার্লোস আলকারাসেরও এই কীর্তি নেই। আর ১৯৯০ সালের পর জন্ম নেওয়া তারকাদের মধ্যে আলাদা চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলার কীর্তি সিনারেরই।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সিনার খেলবেন জ্যাক ড্রাপারের সঙ্গে। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার দশম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে। অন্য সেমিফাইনালে লড়বেন দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। ২০০৫ সালে আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রির পর এই প্রথম পুরুষ বিভাগে ‘অল আমেরিকান’ সেমিফাইনাল দেখবে ইউএস ওপেন।
এদিকে মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেককে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের অবাছাই ক্যারোলিন মুচোভা ২২ তম বাছাই ব্রাজিলের বিয়াত্রিস হাদ্দাদ মাইয়াকে ৬-১,৬-৪ গেমে ফাইনালে শেষ চার নিশ্চিত করেছেন। আগের দিন শেষ চার নিশ্চিত করা অন্য দুই প্রতিযোগী হলেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইয়ানিক সিনার। শীর্ষ ১০ বাছাইয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে এখনও টিকে আছেন ইউএস ওপেনে। পরশু টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইতালিয়ান সিনার উঠেছেন সেমিফাইনালে। এর মাধ্যমে চারটি গ্র্যান্ড স্লামেরই সেমিফাইনালের ওঠার চক্র পূরণ করলেন ২৩ বছর বয়সী সিনার।
এই অর্জনটা কতবড় সেটি বোঝাতে এখানে এই তথ্য দেওয়া যায়—বর্তমানে টেনিস খেলছেন এমন তারকাদের মধ্যে সিনার ছাড়া মাত্র তিনজন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং মারিন চিলিচ সব গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন। বিশ্ব টেনিসের নতুন সেনশেসন কার্লোস আলকারাসেরও এই কীর্তি নেই। আর ১৯৯০ সালের পর জন্ম নেওয়া তারকাদের মধ্যে আলাদা চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলার কীর্তি সিনারেরই।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সিনার খেলবেন জ্যাক ড্রাপারের সঙ্গে। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার দশম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে। অন্য সেমিফাইনালে লড়বেন দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। ২০০৫ সালে আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রির পর এই প্রথম পুরুষ বিভাগে ‘অল আমেরিকান’ সেমিফাইনাল দেখবে ইউএস ওপেন।
এদিকে মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেককে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের অবাছাই ক্যারোলিন মুচোভা ২২ তম বাছাই ব্রাজিলের বিয়াত্রিস হাদ্দাদ মাইয়াকে ৬-১,৬-৪ গেমে ফাইনালে শেষ চার নিশ্চিত করেছেন। আগের দিন শেষ চার নিশ্চিত করা অন্য দুই প্রতিযোগী হলেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে