মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা।
শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা।
২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা।
দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।
মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা।
শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা।
২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা।
দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫