মন্টে কার্লো মাস্টার্স থেকে এত দ্রুত বিদায় নেবেন নোভাক জোকোভিচ, হয়তো কল্পনাও করেনি কেউ। কিন্তু গতকাল ফ্রান্সের টুর্নামেন্টটি তা-ই হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন টেনিসের এক নম্বর তারকা।
জোকোভিচ ম্যাচটি হেরেছেন লরেঞ্জো মুসেত্তি নামে একজন অখ্যাত টেনিস খেলোয়াড়ের কাছে। যাঁর পেশাদার ক্যারিয়ারে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কোনো নজির নেই। এমনকি এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের ফাইনালেও উঠতে পারেননি ২১ বছর বয়সী উদীয়মান তারকা।
বয়স যেহেতু কম, সেহেতু ভবিষ্যতে নিশ্চয়ই চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ হবে মুসেত্তির। কেননা, রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সার্বিয়ান তারকাকে হারিয়ে নিজেরও স্বপ্ন পূরণ করেছেন ইতালিয়ান টেনিস তারকা। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল জোকোভিচকে হারানোর।
মুসেত্তির চেয়ে শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতা—সব দিক থেকেই এগিয়ে জোকোভিচ। শেষ ষোলোর প্রথম সেটেও তারই প্রমাণ পাওয়া যাচ্ছিল। ৪-৬ গেমে হারিয়ে দুর্দান্ত শুরু করেন সার্বিয়ান তারকা। কিন্তু ফিরতি দুই সেটে লড়াই করে প্রতিপক্ষের কাছে হেরে বসেন তিনি। দ্বিতীয় সেটে ৭-৫ গেমে জিতে সমতায় ফেরেন র্যাঙ্কিংয়ের ২১ নম্বর তারকা মুসেত্তি। আর ম্যাচ নির্ধারণী সেটে ৬-৪ গেমে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন।
ম্যাচ জয়ের পর মুসেত্তি বলেছেন, ‘কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি একটি আবেগপূর্ণ জয়। কারণ এটি সত্যি দীর্ঘ ম্যাচ ছিল। নিজেকে নিয়ে গর্বিত এবং পর্দায় দেখতে পাচ্ছি কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি আমার জন্য একটি স্বপ্ন।’
অন্যদিকে টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মনে করি না, হারটা বিপর্যয়ের ছিল। তবে এই মুহূর্তে আমার অনুভূতি খারাপ, কারণ ম্যাচ হেরেছি। তাকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ সময়ে সে শক্ত ছিল, এতটুকুই বলতে পারি।’
মন্টে কার্লো মাস্টার্স থেকে এত দ্রুত বিদায় নেবেন নোভাক জোকোভিচ, হয়তো কল্পনাও করেনি কেউ। কিন্তু গতকাল ফ্রান্সের টুর্নামেন্টটি তা-ই হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন টেনিসের এক নম্বর তারকা।
জোকোভিচ ম্যাচটি হেরেছেন লরেঞ্জো মুসেত্তি নামে একজন অখ্যাত টেনিস খেলোয়াড়ের কাছে। যাঁর পেশাদার ক্যারিয়ারে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কোনো নজির নেই। এমনকি এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের ফাইনালেও উঠতে পারেননি ২১ বছর বয়সী উদীয়মান তারকা।
বয়স যেহেতু কম, সেহেতু ভবিষ্যতে নিশ্চয়ই চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ হবে মুসেত্তির। কেননা, রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সার্বিয়ান তারকাকে হারিয়ে নিজেরও স্বপ্ন পূরণ করেছেন ইতালিয়ান টেনিস তারকা। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল জোকোভিচকে হারানোর।
মুসেত্তির চেয়ে শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতা—সব দিক থেকেই এগিয়ে জোকোভিচ। শেষ ষোলোর প্রথম সেটেও তারই প্রমাণ পাওয়া যাচ্ছিল। ৪-৬ গেমে হারিয়ে দুর্দান্ত শুরু করেন সার্বিয়ান তারকা। কিন্তু ফিরতি দুই সেটে লড়াই করে প্রতিপক্ষের কাছে হেরে বসেন তিনি। দ্বিতীয় সেটে ৭-৫ গেমে জিতে সমতায় ফেরেন র্যাঙ্কিংয়ের ২১ নম্বর তারকা মুসেত্তি। আর ম্যাচ নির্ধারণী সেটে ৬-৪ গেমে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন।
ম্যাচ জয়ের পর মুসেত্তি বলেছেন, ‘কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি একটি আবেগপূর্ণ জয়। কারণ এটি সত্যি দীর্ঘ ম্যাচ ছিল। নিজেকে নিয়ে গর্বিত এবং পর্দায় দেখতে পাচ্ছি কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি আমার জন্য একটি স্বপ্ন।’
অন্যদিকে টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মনে করি না, হারটা বিপর্যয়ের ছিল। তবে এই মুহূর্তে আমার অনুভূতি খারাপ, কারণ ম্যাচ হেরেছি। তাকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ সময়ে সে শক্ত ছিল, এতটুকুই বলতে পারি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫