নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম শিরোপা।
প্রথম সেট ৬-৪ গেমে জিতে গেলেন কার্লোস আলকারাস। তখন মনে হয়েছিল এবারও উইম্বলডনের শিরোপা জিতবেন বাইশ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। জায়গা করে নেবেন রজার ফেদেরার, বিয়ন বোর্গ, পিট সাম্প্রাসদের কাতারে। যারা কমপক্ষে টানা তিনটি করে উইম্বলডন জিতেছেন। কিন্তু প্রতিপক্ষ এই প্রজন্মের ‘ঝঞ্ঝার মতো উদ্দাম’ ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার, তখন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না।
গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও লড়েছিলেন কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনার। সেই টুর্নামেন্টের রেকর্ড ৫ ঘণ্টা ২৯ মিনিট লম্বা লড়াইয়ে শেষ কাব্যিক সে ফাইনালটি জিতেছিলেন আলকারাসই। কিন্তু গতকাল সেন্টার কোর্টে এগিয়ে গিয়েও জিততে পারলেন না স্প্যানিশ তারকা। এদিন অবশ্য এই প্রজন্মের সেরা দুই তারকার লড়াইটি স্থায়ী হয়েছিল ৩ ঘণ্টা ৪মিনিট।
প্রথম সেটে পিছিয়ে পড়া সিনার পরের দুটি সেট জেতেন ৬-৪,৬-৪ গেমে। সিনারের প্রবল প্রতিরোধের মুখে কিছু অপ্রস্তুতও হয়ে পড়েন আলকালাস। শেষ পর্যন্ত তিনি হেরে যান। এই হারে উইম্বলডনে টানা তিনটি শিরোপা জেতা হলো না। তবে তাঁর বয়স খুব কম। কে জানে একদিন হয়তো হতেও পারে।
আলকারাসের এই হার কিংবা সিনারের এই জয় ছাপিয়ে সামনে এসেছে দুজনের ব্যক্তি দ্বৈরথ। ব্যক্তি দ্বৈরথ সব সময়ই সব খেলারই প্রাণ। ফুটবলে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানোর দ্বৈরথ এক সময় ছিল ফুটবলের বড় আকর্ষন। অ্যাথলেটিকসে এক সময় ছিল কার্ল লুইস-বেন জনসন, কিংবা উসাইন বোল্ট-জাস্টিন গ্যাটলিন দ্বৈরথ। টেনিসেও ফেদেরার-নাদাল, নাদাল-জোকোভিচ মাতিয়ে রাখত টেনিসকে। বিশ্ব টেনিসে এখন এসে গেছে সিনার-আলকারাস দ্বৈরথ।
উন্মুক্ত যুগের টেনিসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর দ্বিতীয় জুটি হিসেবে একই মৌসুমের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠে এসেছিলেন সিনার-আলকারাস।
এখন থেকে আরও গ্র্যান্ড স্লামের ফাইনালে এই জুটিকে দেখার আশা করাটা একটু বাড়াবাড়ি হবে না।
ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম শিরোপা।
প্রথম সেট ৬-৪ গেমে জিতে গেলেন কার্লোস আলকারাস। তখন মনে হয়েছিল এবারও উইম্বলডনের শিরোপা জিতবেন বাইশ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। জায়গা করে নেবেন রজার ফেদেরার, বিয়ন বোর্গ, পিট সাম্প্রাসদের কাতারে। যারা কমপক্ষে টানা তিনটি করে উইম্বলডন জিতেছেন। কিন্তু প্রতিপক্ষ এই প্রজন্মের ‘ঝঞ্ঝার মতো উদ্দাম’ ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার, তখন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না।
গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও লড়েছিলেন কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনার। সেই টুর্নামেন্টের রেকর্ড ৫ ঘণ্টা ২৯ মিনিট লম্বা লড়াইয়ে শেষ কাব্যিক সে ফাইনালটি জিতেছিলেন আলকারাসই। কিন্তু গতকাল সেন্টার কোর্টে এগিয়ে গিয়েও জিততে পারলেন না স্প্যানিশ তারকা। এদিন অবশ্য এই প্রজন্মের সেরা দুই তারকার লড়াইটি স্থায়ী হয়েছিল ৩ ঘণ্টা ৪মিনিট।
প্রথম সেটে পিছিয়ে পড়া সিনার পরের দুটি সেট জেতেন ৬-৪,৬-৪ গেমে। সিনারের প্রবল প্রতিরোধের মুখে কিছু অপ্রস্তুতও হয়ে পড়েন আলকালাস। শেষ পর্যন্ত তিনি হেরে যান। এই হারে উইম্বলডনে টানা তিনটি শিরোপা জেতা হলো না। তবে তাঁর বয়স খুব কম। কে জানে একদিন হয়তো হতেও পারে।
আলকারাসের এই হার কিংবা সিনারের এই জয় ছাপিয়ে সামনে এসেছে দুজনের ব্যক্তি দ্বৈরথ। ব্যক্তি দ্বৈরথ সব সময়ই সব খেলারই প্রাণ। ফুটবলে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানোর দ্বৈরথ এক সময় ছিল ফুটবলের বড় আকর্ষন। অ্যাথলেটিকসে এক সময় ছিল কার্ল লুইস-বেন জনসন, কিংবা উসাইন বোল্ট-জাস্টিন গ্যাটলিন দ্বৈরথ। টেনিসেও ফেদেরার-নাদাল, নাদাল-জোকোভিচ মাতিয়ে রাখত টেনিসকে। বিশ্ব টেনিসে এখন এসে গেছে সিনার-আলকারাস দ্বৈরথ।
উন্মুক্ত যুগের টেনিসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর দ্বিতীয় জুটি হিসেবে একই মৌসুমের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠে এসেছিলেন সিনার-আলকারাস।
এখন থেকে আরও গ্র্যান্ড স্লামের ফাইনালে এই জুটিকে দেখার আশা করাটা একটু বাড়াবাড়ি হবে না।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৭ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে