ক্রীড়া ডেস্ক
গত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন। কার্লোস আলকারাজ অবশ্য টুর্নামেন্টের গত দুইবারের চ্যাম্পিয়নও। গতকাল সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই দুই তরুণ তারকা।
দিনের প্রথম সেমিফাইনালে ২২ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনার মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে সরাসরি সেটে হারিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে। স্কোরলাইন ছিল রীতিমতো উড়িয়ে দেওয়া ৬-৩,৬-৩, ৬-৪।
এই জয়ে সিনার শুধু উইম্বলডনের ফাইনালে পৌঁছাননি, প্রমাণ করেছেন বর্তমান সময়ের সেরাদের একজন তিনি। ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে খেলে কোনো ব্রেক পয়েন্টই দেননি জোকোভিচকে। প্রথম দুই সেটে নির্ভুল সার্ভ ও জোরালো গ্রাউন্ড স্ট্রোকের ওপর ভর করে জোকোভিচকে চাপে ফেলেন সিনার। তৃতীয় সেটে এক সময় ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি।
চোটপীড়িত জোকোভিচ শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না। কোয়ার্টার ফাইনালে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন এই সার্বিয়ান কিংবদন্তি। সেই প্রভাব স্পষ্ট ছিল সেমিফাইনালেও। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘আমি চেষ্টা করেছি সবকিছু দেওয়ার, কিন্তু শরীর সায় দেয়নি। সিনার দারুণ খেলেছে, ওর জয় প্রাপ্য।’
দিনের অন্য সেমিফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ হারিয়েছেন আমেরিকান টেলর ফ্রিটজকে। সেই ম্যাচে অবশ্য ভালো লড়াই হয়েছে। ৬-৪,৭-৫, ৩-৬,৬-৭ (৬-৮) গেমে জেতেন স্প্যানিশ তারকা আলকারাজ। প্রথম সেট হেরে চাপে পড়েছিলেন আলকারাজ, তবে পরের তিন সেটে যেন ঝড় তুললেন। তাঁর গতিময় সার্ভ, জটিল অ্যাঙ্গেল, আর অবিশ্বাস্য কভারেজ ফ্রিটজের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয়।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন আলকারাজ। ম্যাচ শেষে বলেন, ‘সিনারের সঙ্গে আবার দেখা হচ্ছে, দারুণ একটা ফাইনাল হবে আশা করি। ও দুর্দান্ত ফর্মে আছে। প্রস্তুত থাকতে হবে।’ কাল ফাইনালে দেখা হবে সিনার-আলকারাজের।
গত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন। কার্লোস আলকারাজ অবশ্য টুর্নামেন্টের গত দুইবারের চ্যাম্পিয়নও। গতকাল সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই দুই তরুণ তারকা।
দিনের প্রথম সেমিফাইনালে ২২ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনার মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে সরাসরি সেটে হারিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে। স্কোরলাইন ছিল রীতিমতো উড়িয়ে দেওয়া ৬-৩,৬-৩, ৬-৪।
এই জয়ে সিনার শুধু উইম্বলডনের ফাইনালে পৌঁছাননি, প্রমাণ করেছেন বর্তমান সময়ের সেরাদের একজন তিনি। ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে খেলে কোনো ব্রেক পয়েন্টই দেননি জোকোভিচকে। প্রথম দুই সেটে নির্ভুল সার্ভ ও জোরালো গ্রাউন্ড স্ট্রোকের ওপর ভর করে জোকোভিচকে চাপে ফেলেন সিনার। তৃতীয় সেটে এক সময় ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি।
চোটপীড়িত জোকোভিচ শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না। কোয়ার্টার ফাইনালে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন এই সার্বিয়ান কিংবদন্তি। সেই প্রভাব স্পষ্ট ছিল সেমিফাইনালেও। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘আমি চেষ্টা করেছি সবকিছু দেওয়ার, কিন্তু শরীর সায় দেয়নি। সিনার দারুণ খেলেছে, ওর জয় প্রাপ্য।’
দিনের অন্য সেমিফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ হারিয়েছেন আমেরিকান টেলর ফ্রিটজকে। সেই ম্যাচে অবশ্য ভালো লড়াই হয়েছে। ৬-৪,৭-৫, ৩-৬,৬-৭ (৬-৮) গেমে জেতেন স্প্যানিশ তারকা আলকারাজ। প্রথম সেট হেরে চাপে পড়েছিলেন আলকারাজ, তবে পরের তিন সেটে যেন ঝড় তুললেন। তাঁর গতিময় সার্ভ, জটিল অ্যাঙ্গেল, আর অবিশ্বাস্য কভারেজ ফ্রিটজের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয়।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন আলকারাজ। ম্যাচ শেষে বলেন, ‘সিনারের সঙ্গে আবার দেখা হচ্ছে, দারুণ একটা ফাইনাল হবে আশা করি। ও দুর্দান্ত ফর্মে আছে। প্রস্তুত থাকতে হবে।’ কাল ফাইনালে দেখা হবে সিনার-আলকারাজের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে