ক্রীড়া ডেস্ক
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
সানিয়া মির্জা, শোয়েব মালিকের সংসার টেকেনি। এমন আরও অনেক ক্রীড়া দম্পতিই আছেন, যাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ধারণা করা হয়েছিল, এই তালিকায় হয়তো পড়বেন না বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচ। প্রথম পাঁচ বছর পেরিয়ে গেলে সেই ধারণা আরও পাকাপোক্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাড়াছাড়িই হয়ে গেল এই তারকা দম্পতির। ৯ বছরের সংসার ভেঙে গেছে তাঁদের।
গত এপ্রিলেই ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল খবর দিয়েছিল ফুটবল ও টেনিসের দুই সাবেক তারকার দাম্পত্যজীবনে টানাপোড়েনের খবর। শোয়েনস্টেইগার জার্মান, আর ইভানোভিচ সার্বিয়ান। দুজনই ইউরোপিয়ান হলেও ভিন্ন ভিন্ন জীবনধারা তাঁদের। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াতে হয় শোয়েনস্টেইগারকে। আর ইভানোভিচ থাকেন সার্বিয়াতেই। তিন সন্তানকে দেখাশোনা করেই জীবন কাটে তাঁর। এই বৈপরীত্যই বিচ্ছেদের বীজ বুনেছে তাঁদের মধ্যে। দিন যত গড়িয়েছে, সেটাই বড় হয়ে দুজনের দূরত্ব আরও বাড়িয়েছে। মাঝখানে এমনও খবর বেরোয়, শোয়েনস্টেইগার নাকি নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছেন!
দুজনের ছাড়াছাড়ি হওয়ার খবরটি দিয়েছে জার্মান পত্রিকা বিল্ড। ইভানোভিচের আইনজীবী ও প্রতিনিধিত্বকারী ক্রিশ্চিয়ান শের্টজের মাধ্যমে জার্মান পত্রিকাটি জানতে পারে, মতপার্থক্যের কারণেই দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত। শের্টজ বলেন, ‘সমর্থকেরা বিষয়টি বুঝবেন এবং তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেবেন।’
শোয়েনস্টেইগারের সঙ্গে আনা ইভানোভিচের প্রথম পরিচয় ২০১৪ সালে। এরপর রোমান্সের শুরু দুজনার। চুটিয়ে প্রেম করা এবং নিজেদের জানাশোনার পর ২০১৬ সালে ভেনিসে বিয়ে করেন তারা। ভালোই চলছিল তাঁদের সংসার। কিন্তু বেশ কয়েক মাস থেকে সংসারে অশান্তির শুরু। জার্মান ম্যাগাজিন বুন্টের তথ্যানুযায়ী কয়েক মাস ধরে তাঁরা আর একই ছাদের নিচে থাকেন না। অনিবার্য পরিণতি হিসেবেই ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁদের।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
সানিয়া মির্জা, শোয়েব মালিকের সংসার টেকেনি। এমন আরও অনেক ক্রীড়া দম্পতিই আছেন, যাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ধারণা করা হয়েছিল, এই তালিকায় হয়তো পড়বেন না বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচ। প্রথম পাঁচ বছর পেরিয়ে গেলে সেই ধারণা আরও পাকাপোক্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাড়াছাড়িই হয়ে গেল এই তারকা দম্পতির। ৯ বছরের সংসার ভেঙে গেছে তাঁদের।
গত এপ্রিলেই ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল খবর দিয়েছিল ফুটবল ও টেনিসের দুই সাবেক তারকার দাম্পত্যজীবনে টানাপোড়েনের খবর। শোয়েনস্টেইগার জার্মান, আর ইভানোভিচ সার্বিয়ান। দুজনই ইউরোপিয়ান হলেও ভিন্ন ভিন্ন জীবনধারা তাঁদের। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াতে হয় শোয়েনস্টেইগারকে। আর ইভানোভিচ থাকেন সার্বিয়াতেই। তিন সন্তানকে দেখাশোনা করেই জীবন কাটে তাঁর। এই বৈপরীত্যই বিচ্ছেদের বীজ বুনেছে তাঁদের মধ্যে। দিন যত গড়িয়েছে, সেটাই বড় হয়ে দুজনের দূরত্ব আরও বাড়িয়েছে। মাঝখানে এমনও খবর বেরোয়, শোয়েনস্টেইগার নাকি নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছেন!
দুজনের ছাড়াছাড়ি হওয়ার খবরটি দিয়েছে জার্মান পত্রিকা বিল্ড। ইভানোভিচের আইনজীবী ও প্রতিনিধিত্বকারী ক্রিশ্চিয়ান শের্টজের মাধ্যমে জার্মান পত্রিকাটি জানতে পারে, মতপার্থক্যের কারণেই দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত। শের্টজ বলেন, ‘সমর্থকেরা বিষয়টি বুঝবেন এবং তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেবেন।’
শোয়েনস্টেইগারের সঙ্গে আনা ইভানোভিচের প্রথম পরিচয় ২০১৪ সালে। এরপর রোমান্সের শুরু দুজনার। চুটিয়ে প্রেম করা এবং নিজেদের জানাশোনার পর ২০১৬ সালে ভেনিসে বিয়ে করেন তারা। ভালোই চলছিল তাঁদের সংসার। কিন্তু বেশ কয়েক মাস থেকে সংসারে অশান্তির শুরু। জার্মান ম্যাগাজিন বুন্টের তথ্যানুযায়ী কয়েক মাস ধরে তাঁরা আর একই ছাদের নিচে থাকেন না। অনিবার্য পরিণতি হিসেবেই ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁদের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৭ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে