ওনস জাবিরকে হারিয়েই জুলাইয়ে ২০২৩ উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসভা। সেদিন রুদ্ধশ্বাস লড়াই শেষে প্রথম রানি খুঁজে পেয়েছিল উইম্বলডন। তিন মাসেরও বেশি সময় পর এবার ভন্দ্রোসোভার বিপক্ষে প্রতিশোধ নিয়েছেন জাবির।
ডব্লিউটিএ ফাইনালস টুর্নামেন্টে এস্তাদিও প্যারাডিসাসে গতকাল মুখোমুখি হয়েছিলেন জাবির ও ভন্দ্রোসোভা। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান জাবির। যা প্রায় চার মাস আগে হওয়া উইম্বলডন ফাইনালের প্রথম সেটের ফলের সমান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি ভন্দ্রোসোভা। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে যান জাবির। প্রায় চার মাস পর ‘প্রতিশোধের’ ম্যাচে সরাসরি সেটে জিতলেও জাবিরের মুখে ছিল না হাসি। গাজায় যুদ্ধের ভয়াবহ দেখে তিনি কেঁদে ফেলেছেন। টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থ পুরস্কার ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ শেষে তিউনিসিয়ান টেনিস তারকা বলেন, ‘বর্তমান বিশ্বে যা হচ্ছে, তাতে আমি খুশি না। আমার খুবই খারাপ লাগছে। একের পর এক বাচ্চা মারা যেতে দেখে খুবই খারাপ লাগছে। এটা খুবই হৃদয়বিদারক। ফিলিস্তিনিদের সাহায্য করতে আমার পুরস্কারের কিছু অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গাজায় ইসরায়েলি সহিংসতায় কমপক্ষে ৮৮০৫ ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে রয়েছে ৩৬৪৮ শিশু। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এসব সহিংসতার ঘটনা। জাবির বলেন, ‘ভিডিও, ফটো নিয়মিত আপনি দেখতে পাবেন। এতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। এ কারণে সামাজিকমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’
ওনস জাবিরকে হারিয়েই জুলাইয়ে ২০২৩ উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসভা। সেদিন রুদ্ধশ্বাস লড়াই শেষে প্রথম রানি খুঁজে পেয়েছিল উইম্বলডন। তিন মাসেরও বেশি সময় পর এবার ভন্দ্রোসোভার বিপক্ষে প্রতিশোধ নিয়েছেন জাবির।
ডব্লিউটিএ ফাইনালস টুর্নামেন্টে এস্তাদিও প্যারাডিসাসে গতকাল মুখোমুখি হয়েছিলেন জাবির ও ভন্দ্রোসোভা। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান জাবির। যা প্রায় চার মাস আগে হওয়া উইম্বলডন ফাইনালের প্রথম সেটের ফলের সমান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি ভন্দ্রোসোভা। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে যান জাবির। প্রায় চার মাস পর ‘প্রতিশোধের’ ম্যাচে সরাসরি সেটে জিতলেও জাবিরের মুখে ছিল না হাসি। গাজায় যুদ্ধের ভয়াবহ দেখে তিনি কেঁদে ফেলেছেন। টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থ পুরস্কার ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ শেষে তিউনিসিয়ান টেনিস তারকা বলেন, ‘বর্তমান বিশ্বে যা হচ্ছে, তাতে আমি খুশি না। আমার খুবই খারাপ লাগছে। একের পর এক বাচ্চা মারা যেতে দেখে খুবই খারাপ লাগছে। এটা খুবই হৃদয়বিদারক। ফিলিস্তিনিদের সাহায্য করতে আমার পুরস্কারের কিছু অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গাজায় ইসরায়েলি সহিংসতায় কমপক্ষে ৮৮০৫ ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে রয়েছে ৩৬৪৮ শিশু। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এসব সহিংসতার ঘটনা। জাবির বলেন, ‘ভিডিও, ফটো নিয়মিত আপনি দেখতে পাবেন। এতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। এ কারণে সামাজিকমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে