না, অস্ট্রেলিয়ান ওপেনে ‘আলকারাস-জোকোভিচ’ স্বপ্নের ফাইনাল হচ্ছে না। ফাইনাল থেকে একধাপ দূরে থাকতেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে গেলেন কার্লোস আলকারাস। গতকাল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই স্প্যানিশ এই তারকাকে হারিয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই জার্মানির আলেক্সান্দার জভেরভ। জিতছেন ৬-১,৬-৩, ৬-৭ (২),৬-৪ গেমে।
প্রথম দুই সেটে জভেরভের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে পাত্তা পাননি আলকারাস। তৃতীয় সেটে স্প্যানিশ তারকা ঘুরে দাঁড়ালে মনে করা হয়েছিল, এবার দেখা যাবে সেরাটা। কিন্তু সেটি আর হয়নি। কোয়ার্টার ফাইনালটি পাঁচ সেটে যাওয়ার আগেই হেরে গিয়ে মাঠ ছাড়েন পুরুষ টেনিসে জোকোভির-রাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জার আলকারাস।
সেমিফাইনালে জভেরভ খেলবেন রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে। পেশাদার সার্কিটে এটাই হবে দুই প্রতিযোগীর প্রথম সাক্ষাৎ। তবে এটা গ্র্যান্ড স্লামে জভেরভের সপ্তম সেমিফাইনাল। আগের ছয় সেমিফাইনালের মাত্র একটিতেই জিতে ফাইনালে উঠেছিলেন জভেরভ। ২০২০ সালের ইউএস ওপেনে। আলকারাসকে হারিয়ে দেওয়ার পর এবার আরেকটি ফাইনালের স্বপ্ন তাঁর চোখে, হয়তো শিরোপাও।
ছয় বছর আগে জোকোভিচকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জিতেছিলেন জভেরভ। তখন তাঁর খেলা দেখে তাঁকে টেনিসের ভবিষ্য’ হিসেবে ব্যাখ্যা মূল্যায়ন করেছিলেন জার্মান কিংবদন্তি বরিস বেকার। কিন্তু ‘কুঁড়ি’ থেকে ফুল হয়ে ফোটা হয়নি ২৬ বছর বয়সী জভেরভের। অস্ট্রেলিয়ান ওপেন জিতে কী এবার ফুল হয়ে ফুটতে পারবেন! অপেক্ষা আর দুই ম্যাচের।
না, অস্ট্রেলিয়ান ওপেনে ‘আলকারাস-জোকোভিচ’ স্বপ্নের ফাইনাল হচ্ছে না। ফাইনাল থেকে একধাপ দূরে থাকতেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে গেলেন কার্লোস আলকারাস। গতকাল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই স্প্যানিশ এই তারকাকে হারিয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই জার্মানির আলেক্সান্দার জভেরভ। জিতছেন ৬-১,৬-৩, ৬-৭ (২),৬-৪ গেমে।
প্রথম দুই সেটে জভেরভের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে পাত্তা পাননি আলকারাস। তৃতীয় সেটে স্প্যানিশ তারকা ঘুরে দাঁড়ালে মনে করা হয়েছিল, এবার দেখা যাবে সেরাটা। কিন্তু সেটি আর হয়নি। কোয়ার্টার ফাইনালটি পাঁচ সেটে যাওয়ার আগেই হেরে গিয়ে মাঠ ছাড়েন পুরুষ টেনিসে জোকোভির-রাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জার আলকারাস।
সেমিফাইনালে জভেরভ খেলবেন রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে। পেশাদার সার্কিটে এটাই হবে দুই প্রতিযোগীর প্রথম সাক্ষাৎ। তবে এটা গ্র্যান্ড স্লামে জভেরভের সপ্তম সেমিফাইনাল। আগের ছয় সেমিফাইনালের মাত্র একটিতেই জিতে ফাইনালে উঠেছিলেন জভেরভ। ২০২০ সালের ইউএস ওপেনে। আলকারাসকে হারিয়ে দেওয়ার পর এবার আরেকটি ফাইনালের স্বপ্ন তাঁর চোখে, হয়তো শিরোপাও।
ছয় বছর আগে জোকোভিচকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জিতেছিলেন জভেরভ। তখন তাঁর খেলা দেখে তাঁকে টেনিসের ভবিষ্য’ হিসেবে ব্যাখ্যা মূল্যায়ন করেছিলেন জার্মান কিংবদন্তি বরিস বেকার। কিন্তু ‘কুঁড়ি’ থেকে ফুল হয়ে ফোটা হয়নি ২৬ বছর বয়সী জভেরভের। অস্ট্রেলিয়ান ওপেন জিতে কী এবার ফুল হয়ে ফুটতে পারবেন! অপেক্ষা আর দুই ম্যাচের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে