‘বড় তিন’কে ছাপিয়ে বিশ্ব টেনিসে নতুন কেউ যে সাফল্য পাননি, ব্যাপারটা তেমন নয়। দানিল মেদভেদেভ, ডমিনিক থিম গ্র্যান্ড স্লাম জিতেছেন। টেনিসের ‘মেজর’ টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন অনেক তারকাই। অতল জল থেকে ওপরে ওঠার ‘বুদ্বুদ’ তাঁরা তুলতে পারলেও ওই পর্যন্তই। ‘কলি’র পরিচিতি ছাপিয়ে তাদের ফুল হয়ে ফোটার অনেক বাকি। ব্যতিক্রম শুধু কার্লোস আলকারাসই। এই এক তরুণকে দেখে যারপরনাই মুগ্ধ জন ম্যাকেনরো থেকে ম্যাটস উইল্যান্ডার!
এই কার্লোসকে ধরা হচ্ছে নতুনের প্রতীক, বিশ্ব টেনিসে বুদ্বুদ তোলা তারকাদের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে উইম্বলডনে নোভাক জোকোভিচের ফাইনালটিকে তাই ধরা হচ্ছিল বড় তিনের আধিপত্য ভেঙে নতুনের কেতন ওড়ানোর লড়াই। নোভাক জোকোভিচও কোর্টে নামার আগে বলেছিলেন ‘এটি চূড়ান্ত লড়াই। শুধু টেনিসই নয়, বিশ্বের অন্য সব ক্রীড়ামোদীর চোখ থাকবে এই ফাইনালে।’
সেই ফাইনাল হলো ফাইনালের মতোই। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন আলকারাস—১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে।
প্রথম সেটে ৬-১ গেমে আলকারাসকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আলকারাস। টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে জিতে যান স্প্যানিয়ার্ড। টাইব্রেকে দ্বিতীয় সেটে জোকোভিচকে হারিয়ে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ম্যাচের আগে গ্র্যান্ড স্লামে টানা ১৫টি টাইব্রেকে অপরাজিত ছিলেন জোকোভিচ! আর শেষ সেটে যেভাবে জিতলেন ২০ বছর বয়সী আলকারাস, সেটা যেন ছেলেদের টেনিসে যুগ বদলেরই বার্তা!
ড্রপ শট বরাবরই আলকারাসের শক্তি। কালও সেটা দেখা গেল। শিরোপা-নির্ধারণী শেষ সেটে তার ড্রপ শটের সামনে বড্ড অসহায় দেখা গেল জোকোভিচকে। শুধু কি ড্রপ শট! আলকারাসে শক্তিশালী সার্ভের বিপক্ষে বড় নড়বড়ে মনে হলো ৩৬ বছর বয়সী জোকোভিচকে।
একপর্যায়ে তো টানা তিনটি এইস করলেন আলকারাস। এই আলকারাসকে দেখে বিবিসি অনলাইনে ম্যাচে লাইভ কমেন্ট্রিতে সংবাদমাধ্যমটির টেনিস প্রতিবেদক রাসেল ফুলার মন্তব্য করলেন, ‘স্টার্ট অব আ স্প্যানিশ ডাইনাস্টি।’ বিবিসির টেনিস ধারাভাষ্যকার অ্যান্ড্রু ক্যাস্টলেরও কাছাকাছি মন্তব্য, ‘সেন্টার কোর্টের নতুন কিং।’
‘বড় তিন’কে ছাপিয়ে বিশ্ব টেনিসে নতুন কেউ যে সাফল্য পাননি, ব্যাপারটা তেমন নয়। দানিল মেদভেদেভ, ডমিনিক থিম গ্র্যান্ড স্লাম জিতেছেন। টেনিসের ‘মেজর’ টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন অনেক তারকাই। অতল জল থেকে ওপরে ওঠার ‘বুদ্বুদ’ তাঁরা তুলতে পারলেও ওই পর্যন্তই। ‘কলি’র পরিচিতি ছাপিয়ে তাদের ফুল হয়ে ফোটার অনেক বাকি। ব্যতিক্রম শুধু কার্লোস আলকারাসই। এই এক তরুণকে দেখে যারপরনাই মুগ্ধ জন ম্যাকেনরো থেকে ম্যাটস উইল্যান্ডার!
এই কার্লোসকে ধরা হচ্ছে নতুনের প্রতীক, বিশ্ব টেনিসে বুদ্বুদ তোলা তারকাদের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে উইম্বলডনে নোভাক জোকোভিচের ফাইনালটিকে তাই ধরা হচ্ছিল বড় তিনের আধিপত্য ভেঙে নতুনের কেতন ওড়ানোর লড়াই। নোভাক জোকোভিচও কোর্টে নামার আগে বলেছিলেন ‘এটি চূড়ান্ত লড়াই। শুধু টেনিসই নয়, বিশ্বের অন্য সব ক্রীড়ামোদীর চোখ থাকবে এই ফাইনালে।’
সেই ফাইনাল হলো ফাইনালের মতোই। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন আলকারাস—১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে।
প্রথম সেটে ৬-১ গেমে আলকারাসকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আলকারাস। টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে জিতে যান স্প্যানিয়ার্ড। টাইব্রেকে দ্বিতীয় সেটে জোকোভিচকে হারিয়ে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ম্যাচের আগে গ্র্যান্ড স্লামে টানা ১৫টি টাইব্রেকে অপরাজিত ছিলেন জোকোভিচ! আর শেষ সেটে যেভাবে জিতলেন ২০ বছর বয়সী আলকারাস, সেটা যেন ছেলেদের টেনিসে যুগ বদলেরই বার্তা!
ড্রপ শট বরাবরই আলকারাসের শক্তি। কালও সেটা দেখা গেল। শিরোপা-নির্ধারণী শেষ সেটে তার ড্রপ শটের সামনে বড্ড অসহায় দেখা গেল জোকোভিচকে। শুধু কি ড্রপ শট! আলকারাসে শক্তিশালী সার্ভের বিপক্ষে বড় নড়বড়ে মনে হলো ৩৬ বছর বয়সী জোকোভিচকে।
একপর্যায়ে তো টানা তিনটি এইস করলেন আলকারাস। এই আলকারাসকে দেখে বিবিসি অনলাইনে ম্যাচে লাইভ কমেন্ট্রিতে সংবাদমাধ্যমটির টেনিস প্রতিবেদক রাসেল ফুলার মন্তব্য করলেন, ‘স্টার্ট অব আ স্প্যানিশ ডাইনাস্টি।’ বিবিসির টেনিস ধারাভাষ্যকার অ্যান্ড্রু ক্যাস্টলেরও কাছাকাছি মন্তব্য, ‘সেন্টার কোর্টের নতুন কিং।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে