ডোপিংয়ের কারণে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ হলেন আরও এক অ্যাথলেট। গ্রিসের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক সাময়িক নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গতকাল সেটা নিশ্চিত করেছে।
আইওসি জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পোলাক ডোপিংয়ে নিষিদ্ধ হয়েছেন প্যারিস অলিম্পিকে। এর আগে ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা এবং নাইজেরিয়ার এক বক্সার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।
বাছাইপর্বে অংশ নিয়ে পোলাক সোমবার ৪.২০ মিটার অতিক্রম করেছিলেন। তবে ৪.৪০ মিটার পেরোতে পারেননি। সেই ধারাবাহিকতায় গতকালের ফাইনালেও পৌঁছাতে পারেননি ২৭ বছর বয়সী এই গ্রিক পোল ভল্টার।
গ্রিসের অ্যান্টি ডোপিং এজেন্সি সোমবার গ্রিক অলিম্পিক কমিটিকে (এইচওসি) নিয়ম ভঙ্গের ব্যাপারে জানিয়েছিল। এইচওসি মঙ্গলবার জানিয়েছে, তাদের এক ক্রীড়াবিদকে বহিষ্কার করা হয়েছে গেমস ভিলেজ থেকে । যদিও সেই অ্যাথলেটের নাম জানা যায়নি।
পোলাক ২০২১ সালে টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। গ্রিক পোল ভোল্টারের দাবি, প্যারিসে তাঁর কোনো ভুল হয়নি। সোমবার তিনি বলেছিলেন, ‘আমার নমুনা পরীক্ষায় কয়েক দিন আগে কিছু একটা পাওয়া যায়। তবে কখনোই বাড়তি জিনিস বা প্রোটিন জাতীয় কিছু গ্রহণ করিনি। নমুনায় যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদন সীমার ভেতরেই ছিল।প্রতিযোগিতায় তাই আমি অংশ নিয়েছি।’
নমুনা পরীক্ষায় ঝামেলা কোথায় হতে পারে, তা অনুমান করতে পেরেছেন পোলাক। ২৭ বছর বয়সী গ্রিক পোল ভোল্টার বলেন,‘আয়রনের সমস্যা রয়েছে আমার। প্রতিদিন তাই রেড মিট খেতে হয়। কিছু ঝামেলা থাকলে তা সেই মাংসেই ছিল।’
পোলাকের আগে নমুনা পরীক্ষায় অনুমোদনহীন উপাদান পাওয়া গিয়েছিল তিন অ্যাথলেটের। ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর হলেন বাকি তিন অ্যাথলেট।
ডোপিংয়ের কারণে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ হলেন আরও এক অ্যাথলেট। গ্রিসের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক সাময়িক নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গতকাল সেটা নিশ্চিত করেছে।
আইওসি জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পোলাক ডোপিংয়ে নিষিদ্ধ হয়েছেন প্যারিস অলিম্পিকে। এর আগে ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা এবং নাইজেরিয়ার এক বক্সার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।
বাছাইপর্বে অংশ নিয়ে পোলাক সোমবার ৪.২০ মিটার অতিক্রম করেছিলেন। তবে ৪.৪০ মিটার পেরোতে পারেননি। সেই ধারাবাহিকতায় গতকালের ফাইনালেও পৌঁছাতে পারেননি ২৭ বছর বয়সী এই গ্রিক পোল ভল্টার।
গ্রিসের অ্যান্টি ডোপিং এজেন্সি সোমবার গ্রিক অলিম্পিক কমিটিকে (এইচওসি) নিয়ম ভঙ্গের ব্যাপারে জানিয়েছিল। এইচওসি মঙ্গলবার জানিয়েছে, তাদের এক ক্রীড়াবিদকে বহিষ্কার করা হয়েছে গেমস ভিলেজ থেকে । যদিও সেই অ্যাথলেটের নাম জানা যায়নি।
পোলাক ২০২১ সালে টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। গ্রিক পোল ভোল্টারের দাবি, প্যারিসে তাঁর কোনো ভুল হয়নি। সোমবার তিনি বলেছিলেন, ‘আমার নমুনা পরীক্ষায় কয়েক দিন আগে কিছু একটা পাওয়া যায়। তবে কখনোই বাড়তি জিনিস বা প্রোটিন জাতীয় কিছু গ্রহণ করিনি। নমুনায় যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদন সীমার ভেতরেই ছিল।প্রতিযোগিতায় তাই আমি অংশ নিয়েছি।’
নমুনা পরীক্ষায় ঝামেলা কোথায় হতে পারে, তা অনুমান করতে পেরেছেন পোলাক। ২৭ বছর বয়সী গ্রিক পোল ভোল্টার বলেন,‘আয়রনের সমস্যা রয়েছে আমার। প্রতিদিন তাই রেড মিট খেতে হয়। কিছু ঝামেলা থাকলে তা সেই মাংসেই ছিল।’
পোলাকের আগে নমুনা পরীক্ষায় অনুমোদনহীন উপাদান পাওয়া গিয়েছিল তিন অ্যাথলেটের। ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর হলেন বাকি তিন অ্যাথলেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে