অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।
অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫