Ajker Patrika

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সোয়াদ, ব্যাডমিন্টনে নতুন রানি নাছিমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদক হাতে জাতীয় ব্যাডমিন্টনের দুই চ্যাম্পিয়ন সোয়াদ-নাছিমা। ছবি: সংগৃহীত
পদক হাতে জাতীয় ব্যাডমিন্টনের দুই চ্যাম্পিয়ন সোয়াদ-নাছিমা। ছবি: সংগৃহীত

জাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।

ফাইনাল ঘিরে পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামের পরিবেশ ছিল উৎসবমুখর। ফাইনাল প্রথম দুই সেটে জিতলেও আগের চেয়ে এবার শিরোপা ধরে রাখা কঠিন ছিল সোয়াদের জন্য। চেনা প্রতিপক্ষ আল আমিন জুমারকে ২১-১৪ ও ২১-৪ পয়েন্টে হারিয়েছেন তিনি।

সোয়াদের মতো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সামনে দাঁড়িয়েছিলেন ঊর্মি। ২০২৩ সালে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী এককের ফাইনালে তার কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাছিমা। এবার সেই হারের শোধ নিলেন। প্রথম গেম ১২-২১ ব্যবধানে হেরে গেলেও। দ্বিতীয় ও তৃতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত