Ajker Patrika

সোনাজয়ী ইমরানুর পেলেন ১৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোনাজয়ী ইমরানুর পেলেন ১৫ লাখ টাকা

কাজাখস্তানে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সোনাজয়ের পর শুভেচ্ছায় ভাসছেন স্প্রিন্টার ইমরানুর রহমান। সোনা জয়ের পর ইমরানুরকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ইমরানুর সেই সংবর্ধনা পেলেন আজ।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে আজ ইমরানুরকে সংবর্ধনা দিয়েছে অ্যাথলেটিকস ফেডারেশন। সংবর্ধনায় ইমরানুরের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছে ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ফেডারেশনের পাশাপাশি এনআরবিসি ব্যাংকের কাছ থেকেও ৫ লাখ টাকার চেক পেয়েছেন সোনাজয়ী স্প্রিন্টার। সংবর্ধনা অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘ইমরানুর শুধু ভালো অ্যাথলেটই নয়, একজন বিনয়ী মানুষও। কঠিন এক প্রতিযোগিতায় সাফল্য পাওয়ায় তাঁকে অভিনন্দন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত