নিজস্ব প্রতিবেদক, ঢাকা
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও পরিসংখ্যান ছিল বাংলাদেশের পক্ষে। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের ইতিহাসকে তিন থেকে চার ম্যাচে নিয়ে গেলেন সারওয়ার হোসেনরা। র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের জালে গুণে গুণে ৭ গোল দিয়েছে বাংলাদেশ।
এশিয়ান হকি ফেডারেশন (আইএইচএফ) কাপ হকিতে প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোলে জিতেছিল বাংলাদেশ। আজ জাকার্তায় ৭-০ গোলের বড় জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল ইমান গোবিনাথানের দল। হ্যাটট্রিক করেছেন সোহানুর রহমান সবুজ। বাকি চার গোলদাতা আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, আরশাদ হোসেন ও পুস্কর ক্ষীসা মিমো।
আগামীকাল ইরানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই ‘বি’ পুল থেকে শেষ চার নিশ্চিত করার পাশাপাশি এশিয়ান গেমসেরও মূল পর্ব নিশ্চিত করবে বাংলাদেশ
২০১২ সালে ওয়ার্ল্ড লিগ ওয়ানে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর তাদের বিপক্ষে একটি ম্যাচও হারেনি বাংলাদেশ। মাঝের তিন ম্যাচে জয়ের পর জিমি-আশরাফুলরা ২০১৬ সালের এএইচএফ কাপেই সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছিল ৮-০ গোলে। এবারও ধরা দিল বড় ব্যবধানের জয়।
পঞ্চম মিনিটের পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যায় বাংলাদেশ। মিমোর পুস সারওয়ার হোসেনের স্টপের পর নিখুঁত ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। প্রথম কোয়ার্টারের শেষ দিকে সবুজের ফিল্ড গোলে হয় ব্যবধান দ্বিগুণ।
দ্বিতীয় কোয়ার্টারে সিঙ্গাপুর কিছুটা প্রতিরোধ গড়ে। তবে আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে ২৭ তম মিনিটে সবুজ ফিল্ড গোলে ব্যবধান বাড়ান। তৃতীয় কোয়ার্টারে গোল পায়নি কেউই।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণের তোড়ে ধসে যায় সিঙ্গাপুরের প্রতিরোধের দেয়াল। এ পর্বের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আরশাদ। ৫৪ তম মিনিটে খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান।
শেষ দিকে এক মিনিটের মধ্যে আরও দুই গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ৫৯ তম মিনিটে সবুজ এবং ৬০ মিনিটে মিমোর ফিল্ড গোল করে ব্যবধান বড় করেছেন।
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও পরিসংখ্যান ছিল বাংলাদেশের পক্ষে। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের ইতিহাসকে তিন থেকে চার ম্যাচে নিয়ে গেলেন সারওয়ার হোসেনরা। র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের জালে গুণে গুণে ৭ গোল দিয়েছে বাংলাদেশ।
এশিয়ান হকি ফেডারেশন (আইএইচএফ) কাপ হকিতে প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোলে জিতেছিল বাংলাদেশ। আজ জাকার্তায় ৭-০ গোলের বড় জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল ইমান গোবিনাথানের দল। হ্যাটট্রিক করেছেন সোহানুর রহমান সবুজ। বাকি চার গোলদাতা আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, আরশাদ হোসেন ও পুস্কর ক্ষীসা মিমো।
আগামীকাল ইরানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই ‘বি’ পুল থেকে শেষ চার নিশ্চিত করার পাশাপাশি এশিয়ান গেমসেরও মূল পর্ব নিশ্চিত করবে বাংলাদেশ
২০১২ সালে ওয়ার্ল্ড লিগ ওয়ানে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর তাদের বিপক্ষে একটি ম্যাচও হারেনি বাংলাদেশ। মাঝের তিন ম্যাচে জয়ের পর জিমি-আশরাফুলরা ২০১৬ সালের এএইচএফ কাপেই সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছিল ৮-০ গোলে। এবারও ধরা দিল বড় ব্যবধানের জয়।
পঞ্চম মিনিটের পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যায় বাংলাদেশ। মিমোর পুস সারওয়ার হোসেনের স্টপের পর নিখুঁত ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। প্রথম কোয়ার্টারের শেষ দিকে সবুজের ফিল্ড গোলে হয় ব্যবধান দ্বিগুণ।
দ্বিতীয় কোয়ার্টারে সিঙ্গাপুর কিছুটা প্রতিরোধ গড়ে। তবে আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে ২৭ তম মিনিটে সবুজ ফিল্ড গোলে ব্যবধান বাড়ান। তৃতীয় কোয়ার্টারে গোল পায়নি কেউই।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণের তোড়ে ধসে যায় সিঙ্গাপুরের প্রতিরোধের দেয়াল। এ পর্বের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আরশাদ। ৫৪ তম মিনিটে খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান।
শেষ দিকে এক মিনিটের মধ্যে আরও দুই গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ৫৯ তম মিনিটে সবুজ এবং ৬০ মিনিটে মিমোর ফিল্ড গোল করে ব্যবধান বড় করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে